28/06/2025
Shashon ta hoa uchit choto thekei..
Ekdom choto theke...r na hole boro hoye Kono shashon e mane na era....karon bachcha Ra kadamatir moto choto belay ja shikhaben tai shikhbe.. choto theke na shikhale boro hoye r shikhteo chbe na r eder moto hingshro hoye jabe...mone rakhte hbe bachcha Ra jno baba Maa kei voy pay...sometimes baba sometimes Maa r Jodi baba Maa posroy dey tahole r ki koar...
Ami always boli world er shob che tough kaaj holo bachcha Pala na bachcha k manush kora....
সবাইকে পোস্ট টি পড়ার জন্য অনুরোধ রইলো 😢😢
একটু নড়ে চড়ে বসুন।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই নিজেদের পরিবর্তন করে ফেলুন। এই বাচ্চা গুলো সহপাঠীর হত্যাকারী। এত হিংসাতা তাঁরা পেল কোথা থেকে? একদিনে তো এত হিংস্র হওয়ার কথা নয়। পরিবার ও সমাজ তাঁদের মানবিকতার শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে। নিচের লেখাটি খুবই তাৎপর্যপূর্ণ। তাই শেয়ার করলাম।
নিউজটা চোখের সামনে বার বার আসতেই স্ক্রল করে চলে যাচ্ছি ভয়ে আ"তং"কে। চাইছি না দেখতে, একদমই না, তবুও সামনে আসছে। কি এক ভ"য়া"বহ অস্থিরতা কাজ করছে মনে। সপ্তম শ্রেনির বাচ্চা, হ্যাঁ সপ্তম শ্রেনি! সবে প্রাইমারি পাশ করেছে। এখনও নিজ হাতে তুলে ভালোমতো খাবার খাওয়ার বয়স হয়নি, এখনও একটু ধমকালে ভ্যা ভ্যা করে কাঁদার বয়স। মায়ের আঁচলে মুখ গুজে থাকার বয়সটাও যে পেরোয়নি এখনও। অথচ এই বয়সী কজন বাচ্চা তারই বয়সী এক সহপাঠিকে মেরে ফেললো!! তাও আবার ক্লাসে সামনের বেঞ্চে বসার মতো সামান্য বিষয় নিয়ে ঝগড়াঝাঁটিতে। কিভাবে সম্ভব! এইটুকু বাচ্চা, বলা যায় মুখে এখনও দুধের গন্ধই রয়ে গেছে।
চট্টগ্রামের চান্দগাঁও থানার হামিদচর, কর্ণফুলীর চর। সেই চরে কাদায় মাখামাখি হয়ে উপুড় হয়ে প"রে আছে রাহাত। বন্ধুরা খেলতে ডেকে এনে মে"রে ফেলেছে। প্রতিদিনের মতো বন্ধুদের সাথে খেলার জন্য কত খুশি হয়েই না বাড়ি থেকে বের হয়েছিলো। ভালো ক্রিকেট খেলতো ছেলেটা, সামনের সিজনে অনুর্দ্ধ ১৪ ক্রিকেটের জন্য বাছাইও হয়েছিলো৷ কিন্তু জানতেই পারেনি সে যে আর ফিরবে না, হাতে আর কখনো উঠবে না শখের ব্যাট বল। না জানি বাড়ি ফেরার জন্য, বাঁ"চার জন্য কতই না কান্নাকাটি করেছে। মায়ের কাছে যেতে চেয়েছে। অথচ প্রতিদিন একই সাথে বসা, টিফিন ভাগ করে খাওয়া, আড্ডা মজার খুনসুটির বন্ধুরাই তাকে বাঁ"চ"তে দি"লো না। মৃ"ত্যু"র আগে বন্ধুদের না জানি কতটা হাতেপায়ে ধরেছে। কিন্তু এইটুকু বাচ্চাদের মনে কেন এতটুকুও দয়া হয়নি। একটা জলজ্যান্ত মানুষ, এবং তাদেরই বন্ধুকে মে"রে ফেললো! এত পা"ষাণ! এই বয়সেই! অথচ মায়ের চোখ রাঙানো দেখলেও ভ"য়ে চুপসে থাকার কথা এ বয়সীদের। কিন্তু কি দুঃ"সা"হস! কি ভ"য়ং"ক"র হয়ে উঠেছে এরা!!
মৃ"ত"দে"হের যদি বর্ননা করি তাহলে শরীরের লোম শি"উ"রে উঠবেন। রাহাতের মুখমণ্ডল একপাস থে"ত"লে গিয়েছে কারন খু"নি"রা তাকে ক্রিকেট ব্যাট দিয়ে মুখে আ"ঘা"ত করেছিলো।
তার বুকের মাঝখান বরাবর যেখানে হৃদপিন্ড থাকে সেখানে পুরাই থে"ত"লে দিয়েছে।
ব্লে"ড দিয়ে তার অন্ডকোষ কে"টে নিয়েছিল সেই খু"নি"রা।
আচ্ছা, এমন ভ"য়ং"ক"র কি একদিনে হয়েছে? মোটেই না৷। এর জন্য আমরা দায়ী। বাচ্চাকে ভালো ছাত্র হওয়ার দৌড়ে নামিয়ে ভালো মানুষ হওয়ার শিক্ষাটা দিচ্ছি না। মায়ের সাথে যেদিন প্রথম তর্ক করেছিলো, বাবার পকেট থেকে যেদিন না বলে ৫ টা টাকা নিয়েছিলো, দেরিতে বাসায় ফিরেছিলো, কোচিং প্রাইভেটের কথা বলে পার্কে ঘুরেছিলো, বন্ধুর সাথে ঝগড়া করে এসেছিলো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছিলো, শা"সন"টা আমরা শক্ত করে তখন শুরু করিনি। ছোট মানুষ বড় হলে ঠিক হয়ে যাবে বলে মেনে নেই৷ ছোট বাচ্চা বুদ্ধি হয়নি বলে চোখের খেয়ালটাও করি না। কিন্তু ভুল আমাদের এখানেই। বাচ্চাকে চোখে চোখে রাখার আর কোন বিকল্প নেই। তিতা হলেও সত্য যে, আপনার বাচ্চা তা নয় যা সে আপনাকে দেখায়। এই একটা কথা মাথায় রেখে স"ত"র্ক থাকা উচিত।
কষ্টে, ভ"য়ে, আ"তং"কে শরীরটা কেমন ঠান্ডা হয়ে" আসছে নিউজটা পড়ে। ঠিক এই বয়সী শত শত ছেলে আছে ,,,,আ"ৎ"কে উঠি আমি ,,,মন শুধু এটুকুই বলছে, বাবা তোরা মানুষ হ, ভালো মানুষ। ভালো ছাত্র না হলেও ক্ষতি নেই......😢
সংগৃহীত পোস্ট ।