
18/09/2025
সারাদিনের ক্লান্তি আর দৌড়ঝাঁপের শেষে যখন নিজের ছোট্ট বাগানের দিকে তাকাই, তখন মনে হয় সব দুশ্চিন্তা যেন একটু থেমে যায়। গাছগুলো একেকটা যেন নীরব বন্ধু, যাদের কাছে বসে থাকলেই মনটা শান্ত হয়ে আসে। পাতার সবুজ রং, মাটির গন্ধ আর ধীরে ধীরে বেড়ে ওঠা একটা গাছ যেন মনে করিয়ে দেয়—জীবন আসলে ধৈর্যের নাম, আস্তে আস্তে হলেও এগিয়ে যাওয়াই আসল কথা। তাই অনেকেই বলে, গাছ শুধু ঘর সাজায় না, মনকেও সাজিয়ে তোলে।