Gardener Depot

Gardener Depot Gardener Depot’s online selection of plants, trees, and metal hangers is just as massive as the selection you see in stores.
(2)

সারাদিনের ক্লান্তি আর দৌড়ঝাঁপের শেষে যখন নিজের ছোট্ট বাগানের দিকে তাকাই, তখন মনে হয় সব দুশ্চিন্তা যেন একটু থেমে যায়। ...
18/09/2025

সারাদিনের ক্লান্তি আর দৌড়ঝাঁপের শেষে যখন নিজের ছোট্ট বাগানের দিকে তাকাই, তখন মনে হয় সব দুশ্চিন্তা যেন একটু থেমে যায়। গাছগুলো একেকটা যেন নীরব বন্ধু, যাদের কাছে বসে থাকলেই মনটা শান্ত হয়ে আসে। পাতার সবুজ রং, মাটির গন্ধ আর ধীরে ধীরে বেড়ে ওঠা একটা গাছ যেন মনে করিয়ে দেয়—জীবন আসলে ধৈর্যের নাম, আস্তে আস্তে হলেও এগিয়ে যাওয়াই আসল কথা। তাই অনেকেই বলে, গাছ শুধু ঘর সাজায় না, মনকেও সাজিয়ে তোলে।

Assalamualikum !!!  Good Morning !!!
18/09/2025

Assalamualikum !!! Good Morning !!!

গার্ডেনার ডিপোর স্টকে থাকা কিছু গাছ !!!
17/09/2025

গার্ডেনার ডিপোর স্টকে থাকা কিছু গাছ !!!

যারা ইনডোর প্ল্যান্টার ছাড়া ঘরে বসে সহজে চারা তৈরি করতে চান, তাঁদের জন্য দারুণ একটা উপায় আছে—ICU Box পদ্ধতি। একটা স্বচ্ছ...
17/09/2025

যারা ইনডোর প্ল্যান্টার ছাড়া ঘরে বসে সহজে চারা তৈরি করতে চান, তাঁদের জন্য দারুণ একটা উপায় আছে—ICU Box পদ্ধতি। একটা স্বচ্ছ ঢাকনাযুক্ত বক্সের ভেতরে চারা রেখে দিলেই হয়ে যাবে কাজ। ভেতরে সবসময় আর্দ্রতা (humidity) ঠিকভাবে ধরে থাকে, ফলে চারা শুকিয়ে যায় না আর ঝামেলাও কম হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো, খুব কম যত্নেই চারাগুলো টিকে যায় এবং দ্রুত বেড়ে ওঠে। তাই বীজ থেকে চারা গজানো বা ছোট গাছ বড় করার জন্য এটা একদম পারফেক্ট। একবার চেষ্টা করলে দেখবেন, ICU Box তে চারা তৈরি করা কতটা সহজ !!

ইদানিং আমি চাচ্ছি আমার সাভারের বাগান টা ছোট করে আনতে, আসলে চাকরী, বাসা, বাগান সব মিলিয়ে কুলিয়ে উঠা আমার জন্য অনেক কঠিন হ...
17/09/2025

ইদানিং আমি চাচ্ছি আমার সাভারের বাগান টা ছোট করে আনতে, আসলে চাকরী, বাসা, বাগান সব মিলিয়ে কুলিয়ে উঠা আমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই অনেক কমিয়ে ফেলেছি। সামনে আরও কমাবো। তাই ইনডোর প্ল্যান্টের এই প্যাকেজ গুলো ও সামনে হয়তো আর পাওয়া যাবে না। তাই স্টকে থাকতেই সংগ্রহ করে ফেলুন।

আমার এই পেজে রিপিট কাস্টমারের সংখ্যাই কিন্তু বেশী, কিছু মানুষ ঘুরে ফিরে আমার থেকেই গাছ কিনেন। কেমন যেন একটা মায়া আর কমফো...
17/09/2025

আমার এই পেজে রিপিট কাস্টমারের সংখ্যাই কিন্তু বেশী, কিছু মানুষ ঘুরে ফিরে আমার থেকেই গাছ কিনেন। কেমন যেন একটা মায়া আর কমফোরট জোন তৈরি হয়েই যায়। আমারও তাই অনেক ভালো লাগে। কেউ কেউ আবার অন্যদের আমার কথা, আমার পেজের কথা রিকমেন্ড করেন। আসলেই কৃতজ্ঞতায় মনে ভরে যায়।

শুভ সকাল বন্ধুরা !!! কেমন আছেন সবাই? ভাদ্রর তাল পাকা গরমে কেমন বোধ করছেন? সকাল বেলায় ঠাণ্ডা ঠাণ্ডা লাগে? নাকি গরম? আমার ...
17/09/2025

শুভ সকাল বন্ধুরা !!! কেমন আছেন সবাই? ভাদ্রর তাল পাকা গরমে কেমন বোধ করছেন? সকাল বেলায় ঠাণ্ডা ঠাণ্ডা লাগে? নাকি গরম? আমার তো শেষ রাতে রীতিমত ঠাণ্ডাই লাগে।

যারা নতুন বাগান শুরু করেছেন, বা স্টুডেন্ট বা খুব কম খরচে নিজের গাছের কালেকশন বাড়াতে চাচ্ছেন, তাঁদের জন্য পারফেক্ট গার্ডে...
16/09/2025

যারা নতুন বাগান শুরু করেছেন, বা স্টুডেন্ট বা খুব কম খরচে নিজের গাছের কালেকশন বাড়াতে চাচ্ছেন, তাঁদের জন্য পারফেক্ট গার্ডেনার ডিপো এর এই ইনডোর প্ল্যান্ট প্যাকেজ। ১০ পিস ভিন্ন ভিন্ন রকম গাছ পেয়ে যাবেন মাত্র ৫০০ টাকাতে। এতে থাকছে মন্সটেরা, ফিলোডেনড্রন, পেলিওনিয়া এবং পথোস। সব মিলিয়ে অফার কিন্তু মন্দ নাহ। তাই আজকেই সংগ্রহ করে ফেলুন আপনার পছন্দের এই গাছ গুলো। আমি যেহেতু বাগান ছোট করে আনছি, তাই কিছু দিন পর কিন্তু এই গাছ গুলো আর পাবেন না!!

ঘরের পরিবেশ বদলে যাবে একটুখানি সবুজে – আর সেই সবুজ সবসময় আছে Gardener Depot এ.....Philodendron Pink PrincessScindapsus ...
14/09/2025

ঘরের পরিবেশ বদলে যাবে একটুখানি সবুজে – আর সেই সবুজ সবসময় আছে Gardener Depot এ.....
Philodendron Pink Princess
Scindapsus Moonlight
Epipremnum Aurea
Philodendron Suvastratum
Syngonium Green Splash

💚 Gardener Depot Special Offer: ১০টা ইনডোর প্ল্যান্ট = ৫০০ টাকা!
14/09/2025

💚 Gardener Depot Special Offer: ১০টা ইনডোর প্ল্যান্ট = ৫০০ টাকা!

মাত্র ৫০০ টাকায় পাচ্ছেন ১০ পিস ইনডোর প্ল্যান্ট প্যাকেজ 🪴ঘর হোক অফিস—যেকোনো জায়গায় সবুজের ছোঁয়া নিয়ে আসবে এই গাছগুলো।👉 এ...
13/09/2025

মাত্র ৫০০ টাকায় পাচ্ছেন ১০ পিস ইনডোর প্ল্যান্ট প্যাকেজ 🪴
ঘর হোক অফিস—যেকোনো জায়গায় সবুজের ছোঁয়া নিয়ে আসবে এই গাছগুলো।
👉 একসাথে এত গাছ, তাও এমন দামে – মিস করবেন না!
অর্ডার করুন এখনই !!!!!

Address

Metro Housing, Bosila, Mohammadpur
Jigatala

Telephone

+8801992799786

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gardener Depot posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share