ভালোবাসি তাই গল্প লিখে যাই।

ভালোবাসি তাই গল্প লিখে যাই। welcome to my page ভালোবাসি তাই গল্প লিখে যাই

12/04/2025

গল্প টি কেমন জানাবেন।।।

12/04/2025

এর সাথে Blow Oson – আমি তার কনটেন্টের একজন অন্যতম সেরা অংশগ্রহণকারী হয়ে সবেমাত্র তার সাপ্তাহিক এনগেজমেন্ট লিস্টে জায়গা পেয়েছি!

10/04/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Nazmun Nahar, Md Nozroul, Suhana Parveen, Tasrif Hussen Rushan, আইভী আইভী

04/04/2025

আসালামুআলাইকুম।।কেমন আছেন সবাই আমার পেজের সকল মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করছি সবাই আগে যেমন আমাকে সার্পোট করতেন ভালোবাসতেন আশা করছি এখন ও করবেন। আগের থেকে এখন আরও নতুন কিছু আপনাদের মাঝে উপস্থিত করছি আশা করি আপনাদের ভলোবাসা ও সার্পোট সব সময় পাবো।।।

04/04/2025

With Tips & Tricks By Mitasha – I just got recognized as one of their top fans! 🎉

03/04/2025

#ভলোবাসিতাইগল্পলিখেযাই

03/04/2025
02/04/2025

যদি কখনো চলে যাই তোমায় ছেড়ে
তবে মনে রেখো, তোমার অবহেলার তিক্ততা
নিয়ে বিদেয় নিচ্ছি আমি !!

যদি তোমার হাজার বারনেও কভু না ফিরি
তবে জেনে নিও,তোমার ছলনায়
আর নিজেকে বাঁধবো না!!

যদি তোমার হাত ছেড়ে দিয়ে চলে যাই
ভেবে নিও,তোমার হাতের অন্য স্পর্শ
আমি বুঝে নিয়েছি!!

তাই বলে তুমি এটা ভেবো না আমি অন্য কাউকে আপন করে নেবো। আমি তোমার মতো না প্রিয়,
তোমার ভালো থাকার কারণ হতে চেয়েছিলাম আমি
কিন্তু তুমি তা চাওনি।

আমি তোমায় ছেড়ে দিলেও আমার আত্না তোমার অস্তিত্ব বহন করবে। কখনো যদি শোনো অন্য কারো বসতিকে সংসার বানাচ্ছি,তবে ভেবে নিও সেটা একটা সংসার হবে মাত্র!!

সেই সংসারে দায়িত্ব থাকবে,শ্রদ্ধা থাকবে,স্নেহ থাকবে, সম্মান থাকবে তবে ভালোবাসা থাকবে কিনা সেটা আমার জানা নেই!!

আমার প্রতিটি দীর্ঘশ্বাসে তোমায় হারানোর
ব্যথা লুকিয়ে থাকবে,কিন্তু তুমি থাকবে না!!
মনের দহনে তোমায় না পাওয়ার আফসোস এবং আক্ষেপ খুব গোপনেই রয়ে যাবে 🙂🖤

✍️rdx point

02/04/2025

এমন নারী হতেও ভাগ্য লাগে।।।।
পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী ছিলেন।
যার পিতা ছিলেন নবী, স্বামী নবী, ভাই নবী এবং ছেলেও নবী, দাদাও ছিলেন নবী।
সেই মহীয়সি নারী হলেন সাইয়্যেদা হযরত যিনি বিবি রহিমা নামে পরিচিতা লাইয়া বিনতে ইয়াকুব, (বিবি রহিমা)
তার
👉পিতা হযরত ইয়াকুব (আঃ)
👉ভাই হযরত ইউসুফ (আঃ)
👉স্বামী হযরত আইযুব (আঃ)
👉ছেলে হযরত জুলফিকার (আঃ)
👉দাদা হযরত ইসহাক (আঃ)
দাদার ভাই:-হযরত ইসমাঈল (আঃ)
পরদাদা :- হযরত ইব্রাহীম খলিল্লুল্লাহ (আঃ)।
মাশাআল্লাহ্।

02/04/2025

ডাঃ তুমি পাগল হলে কীভাবে?
পাগলঃ পাগল হইছি কি সাধে!
আমি এক বিধবা মহিলাকে বিয়ে করেছিলাম৷তার এক যুবতী মেয়ে ছিল৷
তাকে বিয়ে করল আমার বাবা!!
এখন আমার মেয়ে হয়ে গেল আমার মা!!
আর আমি হয়ে গেলাম আমার বাবার শশুর!!
তার ঘরে হল একটা মেয়ে,সে হল আমার বোন!!কিন্তু আমি তার নানীর জামাই!!
সেদিক থেকে সে আমার নাতনীও!
এভাবে আমার একটা পোলা হল!!
এখন আমার পোলা হইল আমার বাপের শালা!!
আর আমি আমার পোলার ভাগিনা!!
ডাঃ চুপ কর শালা, তুই আমারেও পাগল বানাইয়া ফেলবি৷

02/04/2025

যতই দূরে হারিয়ে যাও ,
আমি তোমাকে খুঁজে বের করবোই ।
যতই পর ভাবো আমায় ,
আমি তোমাকে আপন করে নেবো ।
যতই ঘৃণা কর আমায় ,
আমি চিরদিন এভাবে তোমায় ভালবেসে যাবো । যতই পাষাণ হোক তোমার মন ,
ওই মনে আমার জন্যে ভালবাসার একটা জায়গা করে নিবোই।

শিক্ষা মূলক ঘটনা পার্ট:১বিনা আঘাতে শব্দ করা ঢোল - একটি জাপানি লোককথাএক দেশে ছিল এক অদ্ভুত নিয়ম।এই নিয়ম অনুযায়ী, যারা বার...
02/04/2025

শিক্ষা মূলক ঘটনা
পার্ট:১

বিনা আঘাতে শব্দ করা ঢোল - একটি জাপানি লোককথা

এক দেশে ছিল এক অদ্ভুত নিয়ম।

এই নিয়ম অনুযায়ী, যারা বার্ধক্যে উপনীত হয়ে কাজ করতে অক্ষম হয়ে পড়তেন, তাদের পাহাড়ে ফেলে আসতে হতো।

রাজা মনে করতেন, বয়স্কদের যত্ন নেওয়ার বোঝা কমালে সাধারণ মানুষের জীবন সহজ হয়ে যাবে।

এই কঠোর নিয়ম চালু থাকাকালীন এক পিতা-পুত্র খুব ভালোবাসতেন একে অপরকে।

সময় গড়িয়ে গেল। পিতার বয়স হয়ে গেল, তিনি আর কাজ করতে পারতেন না।

দেশের নিয়ম অনুযায়ী, ছেলেকে বাধ্য হয়ে তাঁকে পাহাড়ে ফেলে আসতে হবে।

কিন্তু বাবাকে ছেড়ে থাকতে পারার কথা ছেলে ভাবতেই পারছিল না।

তবু, শাস্তির ভয়ে সে বাবাকে কাঁধে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল।

পাহাড়ের চূড়ায় পৌঁছে তার মন কেঁদে উঠল।

শেষ পর্যন্ত বাবাকে সেখানে রেখে আসতে পারল না।

সে তাঁকে সঙ্গে নিয়ে ফিরে এল এবং বাড়ির পিছনে লুকিয়ে রাখল।

চুপিচুপি খাবার এনে তাঁকে খাওয়াতে লাগল।

একদিন রাজা তাঁর প্রজাদের বুদ্ধি পরীক্ষা করতে চাইলেন।

তিনি ঘোষণা করলেন, "যে ছাই দিয়ে বোনা দড়ি এনে দিতে পারবে, সে পুরস্কৃত হবে!"

লোকজন অবাক হয়ে গেল। ছাই দিয়ে কি কখনও দড়ি তৈরি করা সম্ভব?

ছেলেও এই ধাঁধার কথা শুনে বাবাকে বলল।

বাবা বললেন, "একটা দড়ি নিয়ে বড় পাত্রে পেঁচিয়ে রাখো, তারপর সেটা জ্বালিয়ে দাও।"

ছেলে বাবার কথা মতো কাজ করল।

দড়ি পুড়ে গেল, কিন্তু তার ছাই ঠিক আগের মতো দড়ির আকারেই থেকে গেল।

সে সেটি রাজাকে দেখাল এবং পুরস্কার জিতল।

এক মাস পর, রাজা দ্বিতীয় পরীক্ষার আয়োজন করলেন। তিনি একটি কাঠের ডাল দিলেন এবং বললেন, "এর শিকড় আর আগার পার্থক্য খুঁজে বের করো!"

ডালের দু’প্রান্ত দেখতে একই রকম ছিল, তাই কেউই এর উত্তর খুঁজে পেল না।

ছেলে কাঠের ডালটি বাড়িতে এনে বাবাকে দেখাল। বাবা বললেন, "ডালটি পানিতে রাখো। যেটি বেশি ডুবে যাবে, সেটি গোড়া, আর যেটি ভেসে থাকবে, সেটি আগা।"

ছেলে বাবার উপদেশ মতো কাজ করল এবং রাজাকে দেখিয়ে আবারও পুরস্কার জিতল।

এরপর রাজা আরও কঠিন এক ধাঁধা দিলেন। তিনি বললেন, "একটি ঢোল তৈরি করো, যা কোনো আঘাত ছাড়াই শব্দ করবে!"

সবার মাথা ঘুরে গেল। কেউই এমন ঢোল বানানোর উপায় খুঁজে পেল না। ছেলে আবার বাবার শরণাপন্ন হল।

বাবা বললেন, "ঢোল তৈরি করো, তার ভেতরে একটি মৌমাছির চাক রাখো।"

ছেলে বাবার নির্দেশ মতো ঢোল বানিয়ে রাজাকে দিল।

রাজা ঢোলটি হাতে নিয়ে নাড়ালেই এর ভেতরের মৌমাছিরা ওড়ে, ফলে ঢোলে শব্দ হয়!

Address

Jigatala

Telephone

01829700264

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভালোবাসি তাই গল্প লিখে যাই। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভালোবাসি তাই গল্প লিখে যাই।:

Share