Nikli Dawah circle

Nikli Dawah circle তোমাদের মধ্যে এমন একটা দল হোক, যারা কল্যাণের দিকে আহবান করে, সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ হতে নিষেধ করে আর এরাই সফলকাম। সূরা আলে ইমরান (১০৪)
(6)

গাজা তুরস্কের স্বায়ত্তশাসনের পথে—Khaled Saifullah—-------------------------------------------✺ ১৫১৬ সালের অক্টোবর মাসে ...
25/08/2025

গাজা তুরস্কের স্বায়ত্তশাসনের পথে
—Khaled Saifullah—
-------------------------------------------
✺ ১৫১৬ সালের অক্টোবর মাসে সু'ল'তান প্রথম সে'লি'ম মা'মলুকদের প'রা'জিত করার মধ্য দিয়ে গা'য'যায় উ'স'মা'নী সা'ল'তা'না'তের পতাকা উড্ডীন করেন। এজন্যই গা'য'যায় অক্টোবর বারবার ফিরে আসে। দিনটি ছিল ৯২২ হিজরীর মাহে রমযানের ২৭ তারিখ জুমাবার। এজন্যই মাহে রমযানের ওপর যতো রাগ আর ক্ষোভ জা'য়'ন'বা'দীদের। রমযান মাস এলেই কোনো কারণ ছাড়াই হা'ম'লে পড়ে মুসলিমদের ওপর।

✺ গা'য'যা পূর্ণ ৪০০ বছর সা'ল'তা'না'তের কোলে লালিতা পালিত হবার পর আসে ১৯১৭ সন। এ বছর গা'য'যায় তিন তিনটি যু'দ্ধ পরিচালিত হয় যথাক্রমে মার্চে, এপ্রিলে ও অক্টোবরে। মার্চ ও এপ্রিলে উ'স'মা'নী সে'নারা জয়ী হলেও ৩১ অক্টোবরে তারা হেরে যায়। ৪০০ বছর আগের অক্টোবরের প্রতিশোধ নেয় বৃটিশ বেনিয়ারা। গা'য'যার এ যুদ্ধের মাধ্যমেই মূলত সা'ল'তা'না'তের চূড়ান্ত প'ত'নের ফরমান লেখা হয়ে যায়। পতনের ধারা একে একে লেবানন, বাগদাদ, হালাব ও দামেস্ক হয়ে আনাতোলিয়ার দুয়ারে কড়া নাড়ে।

✺ উন্নত রণকৌশল আয়ত্তকারী আপডেট যুদ্ধ বিদ্যায় প্রশিক্ষিত উ'স'মা'নী সে'নারা তৃতীয় যু'দ্ধে পরাজিত হবার মূল কারণ হলো, বৃটিশরা এ যু'দ্ধে প্রথমবারের মতো ট্যাংক ব্যবহার করে এবং প্রথমবারের মতো বিমান থেকে বিষাক্ত রাসায়নিক পদার্থ নিক্ষেপ করে। আমাদের এই ভারতীয় উপমহাদেশ থেকে লুট করে নিয়ে যাওয়া কাড়ি কাড়ি অর্থ তাদেরকে তখনকার এই উন্নত প্রযুক্তি অর্জনে সহায়ক ভূমিকা পালন করে।

✺ ১৯১৪ থেকে ১৯২২ টানা আট বছর সমগ্র ক্রুসেড দুনিয়ার সমরশক্তি এবং জায়নবাদের কূটকৌশলের সমন্বিত আঘাত মহান সা'ল'তা'না'তের বাতি নিভিয়ে দিতে সক্ষম হয়। প'রাজয়ের শত বছর পর ৭ অক্টোবর ২০২৪ তারিখে গা'য'যা তার শ'ত্রু'দেরকে একটি যু'দ্ধ উপহার দিয়েছে। এতে তাদের লক্ষ্য ছিল, অধিক পরিমাণে জা'য়'ন'বাদীদেরকে ধরে এনে সেগুলোর বিনিময়ে সকল কারাবন্দি ফি'লি'স্তি'নীকে বিশেষত প্রতিরোধকামী অক্ষের নেতাদের মুক্ত করে স্থায়ীভাবে ফি'লি'স্তি'নের স্বাধীনতার মি'শনকে এগিয়ে নেয়া।

✺ স্বা'ধী'ন'তাকামীদের পেতে রাখা ফাঁদ বুঝতে পেরে খুব সহজে ধরা দিতে চাচ্ছে না জা'য়'ন'বাদ। স্বা'ধী'নতা ঘোষণা হওয়ামাত্রই ১৫১৬ সালের সে'লিম বা'হিনী কদম ফেলবে গা'য'যায়। এতে কোনো সন্দেহ নাই। দিন যতো যাচ্ছে, সেটার ভ'য় তাদেরকে আরো বেশি পরিমাণে তাড়িয়ে বেড়াচ্ছে

14/08/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আলহামদুলিল্লাহ! আপনাদের সহায়তায় প্রথম পর্বের পর সীরাহ কুইজের দ্বিতীয় পর্ব শুরু হলো
আমাদের লক্ষ্য উদ্দেশ্য সবিস্তারে পিন পোস্টে দেয়া আছে ৷ দেখে নেওয়ার অনুরোধ থাকবে।

{প্রশ্ন}
১/রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর বয়সে হিলফুল ফুযুলে যোগদান করেছিলেন?
ক/ ১৫ বছর বয়সে
খ/ ২৫ বছর বয়সে
গ/ ৪০ বছর বয়সে

২/ কার পরামর্শে খন্দক যুদ্ধে পরিখা খনন করা হয়েছিল?
ক/ আলী রাযিয়াল্লাহু আনহু
খ/ সালমান ফারসি রাযিয়াল্লাহু আনহু
গ/ সাদ ইবনে মুআয রাযিয়াল্লাহু আনহু

৩/ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ইন্তেকালের সময় তার কয়জন স্ত্রী জীবিত ছিলেন?
ক/ ১৩ জন
খ/ ১১ জন
গ/ ৯ জন
কুইজে অংশগ্রহণের শর্তাবলী:-

১) আন নাহদা;প্রতিভার সন্ধানে পেইজে ফলো করতে হবে

২) অন্তত ৫ জন ফ্রেন্ডকে মেনশন করা বাধ্যতামূলক ৷ তবে এর চেয়ে বেশি করার অনুরোধ থাকবে।

৩) আমাদের এই পোস্টটি আপনার টাইমলাইনে শেয়ার করতে হবে।
৪) ছদ্মনামধারী/বট প্রোফাইল এর উত্তর অগ্রহণযোগ্য

(প্রতিযোগিতায় বিজয়ী নির্ধারণ হওয়ার পর প্রতিটি শর্ত পেইজ কর্তৃপক্ষের পক্ষ থেকে যাচাই করা হবে )

সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রতিদিন লটারির মাধ্যমে ৩ জন বিজয়ী নির্বাচিত করা হবে।

- সময় শুক্রবার রাত ৯ টা পর্যন্ত।

ইউরোপের প্রাক-আলোকায়ন যুগ — যখন মুসলিম সভ্যতার জ্ঞানের আলো পশ্চিমে পৌঁছাচ্ছিলো, তখন ইউরোপ যা করতো, তার অনেকটাই ছিলো মুস...
13/08/2025

ইউরোপের প্রাক-আলোকায়ন যুগ — যখন মুসলিম সভ্যতার জ্ঞানের আলো পশ্চিমে পৌঁছাচ্ছিলো, তখন ইউরোপ যা করতো, তার অনেকটাই ছিলো মুসলিমদের অনুকরণ।

ইতালির এই দৃশ্যটি সেই সময়ের এক জীবন্ত প্রমাণ—
এক কোণে রাখা অটোমান গ্লোব, মেঝেতে আফগান কার্পেট, পাশে মরোক্কোর উড (যা পরে গিটার হয়ে ওঠে),
অ্যাস্ট্রোল্যাব আর প্রাচীন অটোমান কম্পাস দিয়ে নক্ষত্রের পথ মাপা হচ্ছে,
টেবিলে চামড়ায় বাঁধানো অলঙ্কৃত পাণ্ডুলিপি, কোটর ঘরে ঝুলছে অটোমান পশমি কোট আর আরবের বিশ্ত কোট,
দূরে রাখা অটোমান টেলিস্কোপ, জানালায় ঝুলছে দামাস্কাসের পর্দার কাপড়, মাথায় পাইলাস ফেল্ট টুপি,
এবং পায়ের নিচে শাম অঞ্চলের মার্বেলের নকশা।

এ যেন এক ইউরোপীয় ঘরে বসেই মুসলিম জ্ঞানের রাজ্যে ভ্রমণ—
যেখানে পূর্বের শিল্প, বিজ্ঞান আর রুচি মিলেমিশে গড়ে তুলছিলো এক নতুন সভ্যতার ভিত্তি।
©️ পুনরুত্থান

৩১শে জুলাই — ইতিহাসের এক মোড় ঘোরানো দিন১৬৫৮ খ্রিস্টাব্দ, ১০৬৮ হিজরির শাওয়াল মাস।এই দিনেই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে ...
31/07/2025

৩১শে জুলাই — ইতিহাসের এক মোড় ঘোরানো দিন

১৬৫৮ খ্রিস্টাব্দ, ১০৬৮ হিজরির শাওয়াল মাস।
এই দিনেই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়েছিল এক নতুন অধ্যায়—সম্রাট আওরঙ্গজেব আলমগীর (রহঃ)-এর সিংহাসনে আরোহণ।

নিজ পিতা সম্রাট শাহজাহানকে গৃহবন্দি করে দিল্লির তখ্‌তে বসেন এই পরাক্রমশালী শাসক। দীর্ঘ ৪৯ বছর— অর্থাৎ ১৭০৭ সাল পর্যন্ত তিনি ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন।

তাঁর শাসন ছিল দৃঢ়, শৃঙ্খলাপূর্ণ এবং দ্বীনি মূল্যবোধে পরিপূর্ণ। অনেকে তাঁকেই মনে করেন ভারতবর্ষের শেষ প্রকৃত মুসলিম সম্রাট—যার শাসনে ছিল ইমানি দৃঢ়তা, ইনসাফ আর রাজদণ্ডের ভারসাম্য।

আজকের দিনে আমরা স্মরণ করি সেই ব্যক্তিকে—
যিনি শুধু এক সাম্রাজ্যের নয়, বরং এক চেতনারও উত্তরাধিকারী ছিলেন।

📚 সূত্র: উইকিপিডিয়া
#ইতিহাস #মুঘল_সাম্রাজ্য #আওরঙ্গজেব #৩১শে_জুলাই #ইসলামিক_হেরিটেজ

মাদ্রিদ। বর্তমান স্পেনের রাজধানী। বহু আশা নিয়ে মুসলিমরা ৮৫৫ খ্রিষ্টাব্দে আমীর প্রথম মুহাম্মাদের আমলে এই শহরটি নির্মাণ কর...
29/07/2025

মাদ্রিদ। বর্তমান স্পেনের রাজধানী। বহু আশা নিয়ে মুসলিমরা ৮৫৫ খ্রিষ্টাব্দে আমীর প্রথম মুহাম্মাদের আমলে এই শহরটি নির্মাণ করেছিলেন।

মাদ্রিদ শব্দটির মূল নাম ছিল مجريط - মাজরিত। এটি দুই শব্দের মিলনে তৈরী হয়েছে। প্রথমটি আরবী শব্দ مجرى - মাজরা (প্রবাহের স্থান), অপরটি ল্যাটিন শব্দ يط - it (অধিক)। এই শহরে নদ-নদীর সংখ্যা অধিকহারে থাকার কারণেই এভাবে নামকরণ করা হয়।

#আন্দালুস_আমাদের_হারানো_ফেরদাউস।

Courtesy: Alb Arsalan

26/07/2025
আলহামদুলিল্লাহ।
17/07/2025

আলহামদুলিল্লাহ।

17/07/2025

ভিডিওটা দেখলে উ"গ্র হি*ন্দু"দের মুসলিম মেয়েদের নিয়ে প্রেমের ফাঁদের বিষয়টা বুঝতে পারবেন।

17/07/2025

গুনাহের অদৃশ্য প্রভাব...!
•••••••••••••••••••••••••••••
“আমাদের জীবনে অনেক সময় এমন কিছু সমস্যা আসে, যেগুলোর কারণ খুঁজে পাই না। হঠাৎ করে পরিবেশ বিগড়ে যায়, ঘরে অশান্তি নামে, কাজের লোক অবাধ্য হয়, বাহন ঠিকমতো চলে না, সামান্য ব্যাপারেও অনাহুত ঝামেলা দেখা দেয়... কেন হয় এমনটা?”

হযরত ফুযাইল ইবনে ‘ইয়ায (রহ.)—একজন আল্লাহওয়ালা বুযুর্গ—একবার বলেছিলেন:

چون مرا از خود گناهی صادر می‌شود، اثر آن در خوی خادم و خر خویش پاتا ہوں کہ با من سرکشی می‌کنند
(📚 مقالاتِ صوفیہ، ص ١٦)

অর্থাৎ "যখন আমার পক্ষ থেকে কোনো গোনাহ সংঘটিত হয়, তখন আমি তার প্রভাব আমার গাধা ও খাদেমের আচরণে অনুভব করি। তারা আমার প্রতি বেয়াদবি ও অবাধ্যতা দেখাতে শুরু করে।"
(📚: মাকালাতে সুফিয়া, পৃষ্ঠা ১৬ | হযরত থানভী রহ. | অনুবাদ: মুফতী শফী রহ.)

কী অবাক করা শিক্ষা!

আমরা ভাবি—"আমি তো শুধু নিজেই ভুল করছি, এতে আর কী?"
কিন্তু না! গোনাহ এমন এক অদৃশ্য বিষ, যার প্রভাব ছড়িয়ে পড়ে আমাদের পরিবার, পরিবেশ, এমনকি জীবনের ছোট ছোট দিকেও।
❗গোনাহ শুধু আমাদের কপালে কালিমা আনে না, বরং সুখ-শান্তির ছায়াটুকুও কেড়ে নেয়।

তাই আসুন, নিজেকে পরিশুদ্ধ রাখি। আল্লাহর কাছে তওবা করি।
হয়তো আমাদের জীবনের অনেক অশান্তির মূলেই রয়েছে আমাদেরই কোনো অজানা বা অবহেলিত গোনাহ…!

*🖍️ মুফতী মুহাম্মাদ আলী কাসেমী*

আওয়াজ ওঠা বাংলাদেশ জঙ্গী কার্ডের দিন শেষ এই দ্বীন আমার, এই জমিন আমার!
16/07/2025

আওয়াজ ওঠা বাংলাদেশ
জঙ্গী কার্ডের দিন শেষ

এই দ্বীন আমার, এই জমিন আমার!


সমস্যা এখানে রাজনৈতিক দলে নয়;সমস্যা হচ্ছে গণতন্ত্রে।আমরা রাজনৈতিক দল পরিবর্তন করি; কিন্তু গণতন্ত্র নয়।
11/07/2025

সমস্যা এখানে রাজনৈতিক দলে নয়;
সমস্যা হচ্ছে গণতন্ত্রে।
আমরা রাজনৈতিক দল পরিবর্তন করি; কিন্তু গণতন্ত্র নয়।

-সুলতান ২য় বায়েজিদ খান (০৩ ডিসেম্বর ১৪৪৭ — ২৬ মে ১৫১২ ঈসাব্দ) ছিলেন উসমানীয় সাম্রাজ্যের ৮ম সুলতান। তিনি ছিলেন কনস্টান...
11/04/2025

-সুলতান ২য় বায়েজিদ খান (০৩ ডিসেম্বর ১৪৪৭ — ২৬ মে ১৫১২ ঈসাব্দ) ছিলেন উসমানীয় সাম্রাজ্যের ৮ম সুলতান। তিনি ছিলেন কনস্টান্টিনোপল বিজেতা সুলতান মুহাম্মাদ আল-ফাতিহের সুযোগ্য সন্তান। তিনি যখনই কোনো জিহাদের ময়দান থেকে ফিরতেন, ফেরার পথে জিহাদে থাকা অবস্থায় কাপড়ে লেগে যাওয়া সব ধুলোবালি একটি কাঁচের বোতলে ভরে রাখতেন।

-তার এ কাণ্ড নীরবে প্রত্যক্ষ করতেন তার জীবনসঙ্গিনী গুলবাহার খাতুন। তবে তিনি কখনো কিছুই বলতেন না; শুধু দেখে যেতেন। কিন্ত কতদিন আর এমন একটা অস্বাভাবিক ব্যাপার দেখে যাওয়া সম্ভব? একদিন তিনি সুলতানকে বলেই ফেললেন, "একটি প্রশ্ন করতে পারি, সুলতান?"
—অবশ্যই, করতে পারো, গুলবাহার।
—এই ধুলোবালি কেন বোতলে ভরে রাখেন?
—গুলবাহার! আমি এসব ধুলোবালি দিয়ে একটি মাটির মাদুলি বানাবো। মৃত্যুর পর এই মাদুলিটি যেন আমার কবরে মাথার নিচে রাখা হয়—এই অসিয়ত করে যাব। গুলবাহার! তুমি কি জানো না, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ তাকে হেফাজত করেন?

-বাস্তবেই সুলতান ২য় বায়েজিদ খানের অসিয়ত বাস্তবায়ন করা হয়েছিলো। বোতলে জমানো সেই ধুলোবালি দিয়ে মাটির মাদুলি বানিয়ে তার কবরে মাথার নিচে রাখা হয়েছিলো।

-সুলতান ২য় বায়েজিদ খান ১৫১২ ঈসাব্দে ২৬ মে ইন্তেকাল করেন। তার কবর তারই নির্মিত "বায়েজিদ জামে মসজিদ"-এর পাশে অবস্থিত।

-তথ্যসূত্র:

-রাওয়াইয়ু মিনাত তারিখিল উসমানী-৫৬, ওরহান মুহাম্মাদ আলী।
©️

Address

Joar Nikli

Telephone

+8801735685314

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nikli Dawah circle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nikli Dawah circle:

Share