
11/04/2025
-সুলতান ২য় বায়েজিদ খান (০৩ ডিসেম্বর ১৪৪৭ — ২৬ মে ১৫১২ ঈসাব্দ) ছিলেন উসমানীয় সাম্রাজ্যের ৮ম সুলতান। তিনি ছিলেন কনস্টান্টিনোপল বিজেতা সুলতান মুহাম্মাদ আল-ফাতিহের সুযোগ্য সন্তান। তিনি যখনই কোনো জিহাদের ময়দান থেকে ফিরতেন, ফেরার পথে জিহাদে থাকা অবস্থায় কাপড়ে লেগে যাওয়া সব ধুলোবালি একটি কাঁচের বোতলে ভরে রাখতেন।
-তার এ কাণ্ড নীরবে প্রত্যক্ষ করতেন তার জীবনসঙ্গিনী গুলবাহার খাতুন। তবে তিনি কখনো কিছুই বলতেন না; শুধু দেখে যেতেন। কিন্ত কতদিন আর এমন একটা অস্বাভাবিক ব্যাপার দেখে যাওয়া সম্ভব? একদিন তিনি সুলতানকে বলেই ফেললেন, "একটি প্রশ্ন করতে পারি, সুলতান?"
—অবশ্যই, করতে পারো, গুলবাহার।
—এই ধুলোবালি কেন বোতলে ভরে রাখেন?
—গুলবাহার! আমি এসব ধুলোবালি দিয়ে একটি মাটির মাদুলি বানাবো। মৃত্যুর পর এই মাদুলিটি যেন আমার কবরে মাথার নিচে রাখা হয়—এই অসিয়ত করে যাব। গুলবাহার! তুমি কি জানো না, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ তাকে হেফাজত করেন?
-বাস্তবেই সুলতান ২য় বায়েজিদ খানের অসিয়ত বাস্তবায়ন করা হয়েছিলো। বোতলে জমানো সেই ধুলোবালি দিয়ে মাটির মাদুলি বানিয়ে তার কবরে মাথার নিচে রাখা হয়েছিলো।
-সুলতান ২য় বায়েজিদ খান ১৫১২ ঈসাব্দে ২৬ মে ইন্তেকাল করেন। তার কবর তারই নির্মিত "বায়েজিদ জামে মসজিদ"-এর পাশে অবস্থিত।
-তথ্যসূত্র:
-রাওয়াইয়ু মিনাত তারিখিল উসমানী-৫৬, ওরহান মুহাম্মাদ আলী।
©️