25/08/2025
গাজা তুরস্কের স্বায়ত্তশাসনের পথে
—Khaled Saifullah—
-------------------------------------------
✺ ১৫১৬ সালের অক্টোবর মাসে সু'ল'তান প্রথম সে'লি'ম মা'মলুকদের প'রা'জিত করার মধ্য দিয়ে গা'য'যায় উ'স'মা'নী সা'ল'তা'না'তের পতাকা উড্ডীন করেন। এজন্যই গা'য'যায় অক্টোবর বারবার ফিরে আসে। দিনটি ছিল ৯২২ হিজরীর মাহে রমযানের ২৭ তারিখ জুমাবার। এজন্যই মাহে রমযানের ওপর যতো রাগ আর ক্ষোভ জা'য়'ন'বা'দীদের। রমযান মাস এলেই কোনো কারণ ছাড়াই হা'ম'লে পড়ে মুসলিমদের ওপর।
✺ গা'য'যা পূর্ণ ৪০০ বছর সা'ল'তা'না'তের কোলে লালিতা পালিত হবার পর আসে ১৯১৭ সন। এ বছর গা'য'যায় তিন তিনটি যু'দ্ধ পরিচালিত হয় যথাক্রমে মার্চে, এপ্রিলে ও অক্টোবরে। মার্চ ও এপ্রিলে উ'স'মা'নী সে'নারা জয়ী হলেও ৩১ অক্টোবরে তারা হেরে যায়। ৪০০ বছর আগের অক্টোবরের প্রতিশোধ নেয় বৃটিশ বেনিয়ারা। গা'য'যার এ যুদ্ধের মাধ্যমেই মূলত সা'ল'তা'না'তের চূড়ান্ত প'ত'নের ফরমান লেখা হয়ে যায়। পতনের ধারা একে একে লেবানন, বাগদাদ, হালাব ও দামেস্ক হয়ে আনাতোলিয়ার দুয়ারে কড়া নাড়ে।
✺ উন্নত রণকৌশল আয়ত্তকারী আপডেট যুদ্ধ বিদ্যায় প্রশিক্ষিত উ'স'মা'নী সে'নারা তৃতীয় যু'দ্ধে পরাজিত হবার মূল কারণ হলো, বৃটিশরা এ যু'দ্ধে প্রথমবারের মতো ট্যাংক ব্যবহার করে এবং প্রথমবারের মতো বিমান থেকে বিষাক্ত রাসায়নিক পদার্থ নিক্ষেপ করে। আমাদের এই ভারতীয় উপমহাদেশ থেকে লুট করে নিয়ে যাওয়া কাড়ি কাড়ি অর্থ তাদেরকে তখনকার এই উন্নত প্রযুক্তি অর্জনে সহায়ক ভূমিকা পালন করে।
✺ ১৯১৪ থেকে ১৯২২ টানা আট বছর সমগ্র ক্রুসেড দুনিয়ার সমরশক্তি এবং জায়নবাদের কূটকৌশলের সমন্বিত আঘাত মহান সা'ল'তা'না'তের বাতি নিভিয়ে দিতে সক্ষম হয়। প'রাজয়ের শত বছর পর ৭ অক্টোবর ২০২৪ তারিখে গা'য'যা তার শ'ত্রু'দেরকে একটি যু'দ্ধ উপহার দিয়েছে। এতে তাদের লক্ষ্য ছিল, অধিক পরিমাণে জা'য়'ন'বাদীদেরকে ধরে এনে সেগুলোর বিনিময়ে সকল কারাবন্দি ফি'লি'স্তি'নীকে বিশেষত প্রতিরোধকামী অক্ষের নেতাদের মুক্ত করে স্থায়ীভাবে ফি'লি'স্তি'নের স্বাধীনতার মি'শনকে এগিয়ে নেয়া।
✺ স্বা'ধী'ন'তাকামীদের পেতে রাখা ফাঁদ বুঝতে পেরে খুব সহজে ধরা দিতে চাচ্ছে না জা'য়'ন'বাদ। স্বা'ধী'নতা ঘোষণা হওয়ামাত্রই ১৫১৬ সালের সে'লিম বা'হিনী কদম ফেলবে গা'য'যায়। এতে কোনো সন্দেহ নাই। দিন যতো যাচ্ছে, সেটার ভ'য় তাদেরকে আরো বেশি পরিমাণে তাড়িয়ে বেড়াচ্ছে