গল্প গুচ্ছো

গল্প গুচ্ছো Please like my page , follow & share

27/08/2025

গল্প গুচ্ছো
Noyon Hasan
Altab Hossain
محمد امتياز حسين ساكيب
Md. Manna Sr.
#ভাইরাল
#হাদিস

#ইসলামি

27/08/2025


#ভাইরাল

#হাদিস
#ইসলামি

27/08/2025

গল্প গুচ্ছো
#ভাইরাল
#ইসলামি
#হাদিস

25/08/2025

গল্প গুচ্ছো
#ভাইরাল
#হাদিস
#ইসলামি

24/08/2025

আলহামদুলিল্লাহ প্রিয় দ্বীনি ভাই ও বোন এখন থেকে প্রতিনিয়ত এখানে হাদিস পোস্ট হবে। নিজে আমুল করুন অন্যকে করার সুযোগ করেদিন একটা শেয়ার এর মাধ্যমে।

#ভাইরাল
#হাদিস
#ইসলামি

24/08/2025

# hadis
#হাদিস
#ইসলামি
#ভাইরাল

all

23/08/2025




স্ত্রী তো শান্তিতে থাকতে দেয় না!সকালে সন্ধ্যায় ঝগড়া..... 🤯🤯আজ একটু রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম।মাথায় ঘ...
23/08/2025

স্ত্রী তো শান্তিতে থাকতে দেয় না!
সকালে সন্ধ্যায় ঝগড়া..... 🤯🤯

আজ একটু রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম।
মাথায় ঘুরছিল—এই সংসার, এই ঝগড়া, এই প্রতিদিনের কষ্ট।
মন বলছিল, আর নয়! এই "চিরকাল ঝগড়াবাজ" মানুষটার সাথে আর এক মুহূর্ত কথা বলব না।

চুপচাপ হাঁটতে হাঁটতে গিয়ে উঠলাম পাড়ার এক চায়ের দোকানে।
এক কাপ চা অর্ডার দিয়ে বসে আছি—অভিমান, রাগ আর গুমোট ভাব নিয়ে।

হঠাৎ পাশ থেকে কেউ জিজ্ঞেস করল—
"এই ঠান্ডায় বাইরে বসে চা খাচ্ছো?"
চোখ ফিরিয়ে দেখি এক বৃদ্ধ মানুষ বসে আছেন, মুখে একরাশ শান্ত হাসি।

বললাম, "আপনিও তো এসেছেন, এই বয়সে, এত ঠান্ডায়?"
উনি হেসে বললেন, "আমার তো কেউ নেই...
না সংসার, না সঙ্গী। তুমি তো দেখছি বিবাহিত।"

আমি যেন তখন ঝড়ে ভেসে যাচ্ছিলাম।
বললাম, "স্ত্রী তো শান্তিতে থাকতে দেয় না!
সকালে সন্ধ্যায় ঝগড়া।
এইজন্যই তো বাইরে ছুটে এসেছি।"

বৃদ্ধ মানুষটা কিছুক্ষণ চুপ করে থাকলেন।
তারপর বললেন,
"আমার স্ত্রী নেই আজ আট বছর হলো।
যখন ছিল, তখন ওর কদর বুঝিনি।
সেই ঝগড়া, সেই আদর, সেই ছোট ছোট রাগ আজ ভীষণ মিস করি।
এই বাড়ি, এই টাকা, এই শহর… সবই আছে, কিন্তু সে নেই।
সত্যি বলি, তার অনুপস্থিতিতেই বুঝেছি, সে ছিল আমার জীবন, আমার প্রাণ।
যখন বেঁচে ছিল, তখন শুধু অভিযোগ করেছি,
আজ ওর একটুখানি শব্দও শুনতে মন কাঁদে।"

আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম।
চা শেষ করে উঠে দাঁড়ালাম।
চোখের কোনে জল, কিন্তু মুখে নিশ্চুপ সিদ্ধান্ত।

বাড়ি ফিরে আসতে আসতেই দেখলাম, সে দরজায় দাঁড়িয়ে আছে।
ভয় আর অভিমান মেশানো চোখে তাকিয়ে আছে আমার দিকে—
"এতক্ষণ কোথায় ছিলে? জ্যাকেটও পরোনি, ঠান্ডা লেগে যাবে!"

আমি আস্তে করে বললাম,
"তুমিও তো ঠান্ডায় দরজায় দাঁড়িয়ে আছো…"

আর কিছু না বলে শুধু তাকিয়ে রইলাম একে অপরের চোখে।
সেই চাহনিতে ঝগড়া ছিল না, অভিমান ছিল না, ছিল শুধুই ভালোবাসা।

জীবনে এমন অনেক সময় আসে,
যখন রাগ করে চলে যাই,
কিন্তু ফিরতে শেখা উচিত।
একটা জীবন, খুব বেশি বড় নয়।
ক্ষমা চাইতে আর ক্ষমা করতে শিখলে জীবনটা অনেক সহজ হয়ে যায়।

সংগৃহীত
゚viralシ

   #ভাইরাল  #অজানাতথ্য    #হাদিস
23/08/2025


#ভাইরাল
#অজানাতথ্য

#হাদিস

23/08/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Rony Ahmed, Noyon Hasan, محمد امتياز حسين ساكيب, Altab Hossain, Islamuddin Ansari, Md Azizul

   #হাদিস #ভাইরাল #অজানাতথ্য
23/08/2025



#হাদিস
#ভাইরাল
#অজানাতথ্য

বৈজ্ঞানিকভাবে কীভাবে হাদিসের সাথে মিল পাওয়া যায়1. জীবাণু বহনমাছির শরীরে বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে যেমন E. coli, S...
21/08/2025

বৈজ্ঞানিকভাবে কীভাবে হাদিসের সাথে মিল পাওয়া যায়

1. জীবাণু বহন

মাছির শরীরে বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে যেমন E. coli, Salmonella, Shigella ইত্যাদি।

এগুলো রোগ সৃষ্টি করতে পারে — ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড ইত্যাদি।

2. প্রতিষেধক (Antimicrobial agents)

গবেষণায় দেখা গেছে মাছির শরীরে কিছু ব্যাকটেরিওফাজ (virus that kills bacteria) এবং অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড আছে।

এগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম।

যেমন: Staphylococcus aureus (এক ধরনের ব্যাকটেরিয়া) মাছির শরীর থেকে পাওয়া পেপটাইড দিয়ে মারা যায়।

3. ডুবিয়ে দেওয়ার কারণ

যখন মাছি কেবল অল্প বসে, তখন রোগজীবাণু পানীয়তে মিশতে পারে।

কিন্তু পুরো ডুবিয়ে দিলে তার শরীর থেকে নিঃসৃত প্রতিষেধকও পানীয়তে মিশে গিয়ে জীবাণুর ক্ষতি করে।

#অজানাতথ্য
#হাদিস
#অনুসরণ
#অনুধাবন
#ভাইরাল

#অনুসন্ধান

Address

Rajshahi
Jonail

Alerts

Be the first to know and let us send you an email when গল্প গুচ্ছো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share