
27/04/2025
আজ থেকে TRZ Esports শুধু নিজেদেরকে একটি স্বতন্ত্র সংগঠন হিসেবে ঘোষণা করছি। বিগত সময়ে যেসব ম্যানেজমেন্ট ইস্যু ও দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, তার সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা থাকবো না। ভবিষ্যতে কোনো কলাবোরেশন বা যৌথ কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে আমরা সংরক্ষিত অবস্থান নেবো।
আমরা প্রতিটা টিমের প্রতি সম্মান জানাই এবং আমরা চাই বাংলাদেশের গর্বিত টিমরা আরো ভালো করুক এবং বাংলাদেশের ইস্পোর্টস কমিউনিটি আরো বেশি স্বচ্ছ, ন্যায়নিষ্ঠ এবং শক্তিশালী হোক। আমরা কখনোই কোনো দলের বিরুদ্ধে নই — আমরা ন্যায্যতার পক্ষে।
আমরা একটি সুগঠিত ও ন্যায়সংগত কমিউনিটি প্রত্যাশা করি, যেখানে দলাদলি, পক্ষপাতিত্ব বা ক্ষমতার অপব্যবহার থাকবে না। যদি ভবিষ্যতে এমন কোনো স্বচ্ছ ও নীতিনিষ্ঠ প্ল্যাটফর্ম গঠিত হয়, আমরা তা বিবেচনার ভিত্তিতে সম্মিলিতভাবে কাজ করতে আগ্রহী থাকবো।