29/08/2025
🕋
🌺
🕋 জুম্মা মোবারক 🕋 🌺 🕋
এই হাদীসগুলোও দেইখেন এবং পড়বেন অহংকার ও দাম্ভিকতা নিয়ে কিছু হাদিস ও কোরআনের আয়াত।
১. অহংকার ও গর্ব সম্পর্কে হাদিস
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।”
এক ব্যক্তি বলল, “মানুষ চায় তার পোশাক সুন্দর হোক, জুতা সুন্দর হোক — এও কি অহংকার?”
রাসূলুল্লাহ ﷺ বললেন:
“না, আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন। অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে হেয়-তুচ্ছ করা।”
(সহিহ মুসলিম, হাদিস: 91)
২. কাউকে অপমান করা নিয়ে হাদিস
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“মুসলিম মুসলিমের ভাই। সে তার প্রতি জুলুম করে না, তাকে হেয় করে না এবং তাকে তুচ্ছ করে না। তাকওয়া এখানে (হৃদয়ে) থাকে… একজন মানুষের মন্দত্বের জন্য এটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে অপমান করে।”
(সহিহ মুসলিম, হাদিস: 2564)
৩. নিজেকে বড় মনে করা নিয়ে হাদিস
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যে ব্যক্তি মানুষকে তুচ্ছ জ্ঞান করে ও অহংকার করে চলে, কিয়ামতের দিন তাকে পিপড়ার মতো আকারে মানুষদের মাঝে হাশর করা হবে। মানুষ তাকে পদদলিত করবে।”
(সুনান তিরমিজি, হাদিস: 2492)
কিছু কোরানের আয়াত , একটু দেখবেন ...
১. মানুষকে তুচ্ছ না করতে নির্দেশ
“হে ঈমানদারগণ, কোন সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে উপহাস না করে। হতে পারে তারা তাদের চেয়ে ভালো। নারীরাও অন্য নারীদেরকে উপহাস করবে না। হতে পারে তারা তাদের চেয়ে ভালো। তোমরা একে অপরকে দোষারোপ কোরো না এবং একে অপরকে অপমানজনক নামে ডেকো না।”
(সূরা হুজুরাত 49:11)
২. অহংকার ও গর্ব নিষিদ্ধ
“তুমি মানুষের কাছে গর্বভরে মুখ ফিরিয়ে নিও না এবং পৃথিবীতে অহংকারভরে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক ও আত্মঅহংকারীকে ভালোবাসেন না।”
(সূরা লুকমান 31:18)
৩. দম্ভ ও উদ্ধত আচরণ সম্পর্কে
“মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না এবং পৃথিবীতে উদ্ধত হয়ে হাঁটো না। নিশ্চয়ই আল্লাহ কোন উদ্ধত অহংকারীকে ভালোবাসেন না।”
(সূরা ইসরা 17:37)
৪. আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না
“আল্লাহ দাম্ভিক ও অহংকারীকে ভালোবাসেন না।”
(সূরা নিসা 4:36)
৫. নিজেদের বড় ভাবার নিষেধ
“পৃথিবীতে উদ্ধত হয়ে হাঁটো না। নিশ্চয়ই তুমি মাটি বিদীর্ণ করতে পারবে না এবং পাহাড়ের উচ্চতায়ও পৌঁছাতে পারবে না।”
(সূরা ইসরা 17:37)
সংগৃহিত