09/10/2024
"সোনালী স্বপ্নে লাইক-কমেন্টের মেলা"
সোনালী স্বপ্নে তোমার লাইক,
মন করে দেয় ঢেউ-তোলাই।
কমেন্ট দিলে হেসে উঠি,
দিনটা ভালো হয় ভাই!
তুমি যে ফলো করো আমায়,
মনের খুশি বাড়ে তাই।
বন্ধু হও আরও কাছে,
সাপোর্ট করো, থাকো ভাই!
শেয়ার করো মজার পোস্ট,
সবাই হাসুক খোলামনে।
সোনালী স্বপ্নে আসলে বন্ধু,
খুঁজবে স্বপ্ন সবার মনে!
তোমাদের ভালোবাসায় ভরা,
এই পেজটা স্বপ্নের মতো।
সাথেই থাকো, সাপোর্ট দাও,
আমরা যাবো একসাথে যত দূর!