Gazipur Television

Gazipur Television গাজীপুর টেলিভিশন
অবিরাম আমাদের গাজীপুরের প্রতিচ্ছবি

21/07/2025

ঢাকা উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত। গাজীপুর টেলিভিশন।

20/07/2025

কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের কির্তুনিয়া এলাকার আরিফ ভূইয়া নামের এক স্কুলের দপ্তরিকে অতর্কি তভাবে ছোড়া দিয়ে কু/পি/য়ে হ/ত্যা ক/রে/ছে। হ/ত্যার মূল আ/সা/মী আসাদুল্লাহকে তাৎক্ষনিক এলাকার মানুষ আটক করে গ/ণ/পি/টু/নি দেয়। খবর পেয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল ও তদন্ত ওসি রবিউল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য এলাকাবাসির রোষানল থেকে তাকে উ/দ্ধা/র ক/রে থানায় নিয়ে আসে...!

এবার স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এক ফোন আলা...
20/07/2025

এবার স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এক ফোন আলাপে বলেছেন, বর্তমানে দেশে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই। এটি এখন একটি মাফিয়া চক্রে পরিণত হয়েছে, যেটি গত ১৫–১৬ বছর ধরে লুটপাট, হত্যা, গুম ও নির্যাতনের রাজত্ব কায়েম করেছিল। তবে তিনি দাবি করেন, “বাংলাদেশ এখন সেই অন্ধকার থেকে মুক্ত হয়েছে।” সোহেল তাজ আরও বলেন, “তাজউদ্দীন আহমদ ছিলেন সার্বজনীন নেতা। তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন বাংলাদেশের জন্য। মুক্তিযুদ্ধ কারো দলীয় সম্পত্তি নয়, কারো পারিবারিক সম্পত্তিও নয়। এটি সকল মানুষের সম্পদ, তাই মুক্তিযুদ্ধের চেতনা সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত।”তিনি স্পষ্ট করে বলেন, “বর্তমান আওয়ামী লীগ আওয়ামী লীগ নয়। আমরা যে আওয়ামী লীগ দেখেছি, যেটি ২৩ বছর ধরে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে, তা আজ আর নেই। এটি একটি পরিবারকেন্দ্রিক স্বার্থান্বেষী গোষ্ঠীর দ্বারা দখলকৃত এবং একটি মাফিয়া চক্রে রূপান্তরিত হয়েছে।

জামায়াতের মহাসমাবেশ, জনসমুদ্রে পরিনত হয়েছে,ইসলামের বিজয় হোক, মানবতার বিজয় হোক, মুসলমানের বিজয় হোক।
19/07/2025

জামায়াতের মহাসমাবেশ, জনসমুদ্রে পরিনত হয়েছে,
ইসলামের বিজয় হোক, মানবতার বিজয় হোক, মুসলমানের বিজয় হোক।

18/07/2025

ক্ষমতায় যাওয়ার আগেই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্য, ভোটের সুযোগ পেলে প্রবাসীরা উচিত জবাব দিবে।

তাজ উদ্দিন পরিবার আওয়ামী বীজ বপন করেছিলেন সারাদেশে, সেই তাজ উদ্দিনের ছেলে মেয়েরা ই বঙ্গবন্ধু, শেখ হাসিনাকে এত ঘৃনা করে।ব...
17/07/2025

তাজ উদ্দিন পরিবার আওয়ামী বীজ বপন করেছিলেন সারাদেশে, সেই তাজ উদ্দিনের ছেলে মেয়েরা ই বঙ্গবন্ধু, শেখ হাসিনাকে এত ঘৃনা করে।
ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। ওনারা এতদিন নিজের পিতার প্রতি শ্রদ্ধা রেখেই দলের সাথে সম্পৃক্ত ছিলেন। যদি সম্ভব হত, হাসিনার কৃতকর্মের কথা আরো আগেই প্রকাশ করতেন।

কত টাকার বিনিময়ে রিয়াজের পাশে থাকা যায় এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কাপাসিয়ার সাধারণ জনগণ ও সামাজিক প্লাটফর্মের ওয়ালে ও...
16/07/2025

কত টাকার বিনিময়ে রিয়াজের পাশে থাকা যায় এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কাপাসিয়ার সাধারণ জনগণ ও সামাজিক প্লাটফর্মের ওয়ালে ওয়ালে।

15/07/2025

গাজীপুর জেলার সেনাবাহিনীর চিরুনি অভিযান চলছে তথ্য দিয়ে সহযোগিতা করুন।।
📞 ০১৭৮৫৩৪৯৮৪২
📞 ০১৭৬৯০৯২১০৬

15/07/2025

পনেরো কোটি টাকা ব্যয়ে নির্মিত কাপাসিয়ায় "ফকির মজনু শাহ সেতু"র টোল আদায় কবে শেষ হবে।এর কি কোন উত্তর আছে?

12/07/2025

পৃথিবীর একমাত্র রাজনৈতিক দল, ক্ষমতায় যাওয়ার আগেই জনগণ যাদের কে প্রত্যাখ্যান করেছে। জনগণ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চায়।

ছবিটার  নাম দিলাম "নিস্তব্ধ বাংলা"
12/07/2025

ছবিটার নাম দিলাম "নিস্তব্ধ বাংলা"

তীব্র নিন্দা, প্রতিবাদ ও দ্রুত শাস্তি দাবি করছি.!আজ প্রফেসর পাড়া, চাঁদপুর সদর,বায়তুল আমান জামে মাসজিদে জুমআর সালাতের পর ...
11/07/2025

তীব্র নিন্দা, প্রতিবাদ ও দ্রুত শাস্তি দাবি করছি.!
আজ প্রফেসর পাড়া, চাঁদপুর সদর,বায়তুল আমান জামে মাসজিদে জুমআর সালাতের পর পর মুবাল্লিগ শাইখ নূরুর রহমান মাদানীর উপর হামলা করে প্রাণ নাশের চেষ্টা.!!!উক্ত ঘটানর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাথে সাথে অভিযুক্ত ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান।

Address

Joydebpur

Alerts

Be the first to know and let us send you an email when Gazipur Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share