14/04/2024
জনপ্রিয়তার সর্বোচ্চ চূড়ায় থেকেও তিনি বাংলাদেশের ক্রিকেটারদের মতো শো রুম উদ্বোধন করতে যান না!
তিনি কোনোদিন নির্বাচনের জন্য মনোনয়ন আবেদনপত্র জমা দিতে যাননি!
তিনি সস্তা জনপ্রিয়তার পেছনে ছুটেন না!
তিনি নিজের ব্যাক্তিত্বকে বিকিয়ে চাটুকার তেলবাজদের মতন কথা বলেন না!
তিনি রাতারাতি হঠাৎ করে তারকা বনে যাননি!
তিনি কোনো পদক পাওয়ার আশায় কাজ করেন না কিংবা লবিং করেন না!
তিনি বাংলাদেশে দীর্ঘ সময় ধরে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন এমনই একজন!
৬০ বছর বয়সও কনসার্টে তিনি এদেশে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পী!
চাইলেই কোন মিডিয়া, টিভি সাংবাদিক তার ইন্টারভিউ নিতে পারেনা!
তার গান এদেশের আবালবৃদ্ধবনিতা সকল শ্রেণির মানুষেরা শুনেন!
তার কনসার্টে যত দর্শক হয়, আর কারো কনসার্টে এতো দর্শক হয় না!
তিনি কোন পদক কিংবা ল পুরষ্কার এর জন্য গান করেন না!
তিনি অনেক বড় রকস্টার হওয়া সত্যেও নিজেকে নিজে বড় মনে করেন না কিংবা কেন তিনি কিংবদন্তি রকষ্টার তার ফিরিস্তি দিতে যান না!
তিনি কিংবদন্তী হওয়া সত্ত্বেও কোনোরুপ অহংকার
করে কথা বলেন না!
তিনি মিডিয়ার সামনে এসে মিথ্যা, বানোয়াট বিভ্রান্তিকর কোন কথা বলেন না!
তিনি কারো পেছনে কথা, হিপোক্রেসি কিংবা গীবত করেননা!
প্রিয় আপনাকে এই দেশের মানুষ এই দেশের শিল্পী মিউজিশিয়ানরা অনেক ভালোবাসে, ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নিবেন।