Lamppost - ল্যাম্পপোস্ট

Lamppost - ল্যাম্পপোস্ট Lamppost

15/06/2025
02/06/2025
01/09/2024

Iran President Ebrahim Raisi's helicopter crash caused by climatic conditions

30/08/2024

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ও "আয়না ঘর"

প্রতি বছর ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়, যা গুমের শিকার ব্যক্তিদের স্মরণ এবং তাদের পরিবারের প্রতি সমর্থন জানানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ। গুম একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন, যা ব্যক্তির জীবনকে অস্বীকার করে তাদের পরিবারকে নিঃসঙ্গতার মধ্যে ফেলে দেয়।

এই বছর, বাংলাদেশের "আয়না ঘর" আলোচনার কেন্দ্রে এসেছে। "আয়না ঘর" একটি গোপন আটককেন্দ্র, যেখানে অনেকের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ উঠেছে। ২০২০ সাল থেকে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সংবাদ মাধ্যম এই কেন্দ্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে আসছে।

২০১০-২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ এসব ঘটনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। অভিযোগ করা হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা ও সামরিক গোয়েন্দা সংস্থার সদস্যরা এই অপরাধে জড়িত। এই পরিস্থিতি সমাজে বিশৃঙ্খলা ও ন্যায়বিচারের অভাব তৈরি করেছে।

নতুন সরকার, ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে, "আয়না ঘর" এর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি কমিশন গঠন করেছে। কমিশনের উদ্দেশ্য হলো গুম ও নির্যাতনের সঠিক কারণ উদঘাটন করা এবং দায়ীদের শাস্তির আওতায় আনা।

এই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে, আসুন আমরা মানবাধিকারের প্রতি আমাদের দায়িত্ব পালন করি। গুমের শিকার ব্যক্তিদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে আমাদের একসাথে কাজ করা উচিত।

উৎস:
1. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
2. হিউম্যান রাইটস ওয়াচ
3. বিবিসি নিউজ

05/04/2024
02/04/2024
02/04/2024
People are illogical, unreasonable, and self-centered.Love them anyway.If you do good, people will accuse you of selfish...
20/10/2023

People are illogical, unreasonable, and self-centered.
Love them anyway.
If you do good, people will accuse you of selfish ulterior motives.
Do good anyway.
If you are successful, you will win false friends and true enemies.
Succeed anyway.
The good you do today will be forgotten tomorrow.
Do good anyway.
Honesty and frankness make you vulnerable.
Be honest and frank anyway.
The biggest men and women with the biggest ideas can be shot down by the smallest men and women with the smallest minds.
Think big anyway.
People favor underdogs but follow only top dogs.
Fight for a few underdogs anyway.
What you spend years building may be destroyed overnight.
Build anyway.
People really need help but may attack you if you do help them.
Help people anyway.
Give the world the best you have and you'll get kicked in the teeth.
Give the world the best you have anyway. ~Kent M. Keith

(Book: The Silent Revolution [ad] https://amzn.to/45TXvo5)

This edition of The Silent Dynamic Leadership in the Student Council is a 2003 reprint of the original classic that was first published by Harvard Student Agencies in 1968. This is the book for which Kent Keith wrote the Paradoxical Commandments, which subsequently spread around the world and hav...

🌸
12/07/2023

🌸

সত্য সুন্দরকে ধারণ করে লেখায় ইসলামের চিরন্তন আদর্শ থাকতে হবে

কিশোর পাতা আয়োজিত জাতীয় গল্প লেখা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় রাজধানীর একটি মিলনায়তনে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। বাংলাদেশের তরুণদের সাহিত্যচর্চা ও সাধনাকে গতিশীল এবং সাহিত্যের সৃজন ও বিকাশ উদ্যোগকে দীপ্ত করার লক্ষ্যে পাঠকনন্দিত মাসিক কিশোর পাতা প্রথমবারের মতো জাতীয় গল্প লেখা প্রতিযোগিতা ২০২২ আয়োজন করেছিল। আগ্রহী তরুণ (ছেলে-মেয়ে উভয়) লেখকদের কাছ থেকে তাদের মৌলিক ও সৃজনশীল গল্প কিশোর পাতার ঠিকানায় এলে সেগুলো থেকে পরীক্ষা-নীরিক্ষা করে পুরস্কারের জন্য বাছাই করা হয়। বিশিষ্ট লেখক, গীতিকার, নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফরের সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক তৌহিদুল ইসলাম আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত লেখক সম্পাদক, অধ্যাপক, কবি, আব্দুল হাই শিকদার। বিশেষ অতিথি ছিলেন, ঢাকা জজকোর্টের আইনজীবী এডভোকেট তোফাজ্জল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে কবি আব্দুল হাই শিকদার বলেন, কিশোর পাতার আজকের এ উদ্যোগ বাংলাদেশে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। এ প্রজন্মকে নতুন দিশা দেয়ার জন্য যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, আরো বেশি সমৃদ্ধ হবে, যদি আমরা আমাদের চিন্তাচেতনাকে জাতির কাছে পৌঁছে দিতে পারি। তোমরা সত্যকে, সুন্দরকে ধারণ করবে, যা তোমাদের লিখনির মাধ্যমে ফুটে উঠবে। তোমাদের লেখায় যেন ইসলামের চিরন্তন আদর্শ থাকে যার মাধ্যমে তোমারও চিরন্তন হয়ে থাকবে।

অ্যাডভোকেট তোফাজ্জল হোসাইন বলেন, আল্লাহ যাদের বিশেষভাবে পছন্দ করেন তাদেরকে বিশেষ গুন দান করেন। ভালো কবিতা ও গল্প লিখতে পারাটা আল্লাহর বিশেষ নেয়ামতের একটি অংশ। আমরা বিশ্বাস করি আল্লাহ তোমাদেরকে সেই নেয়ামত দান করার মাধ্যমে সম্মানিত করেছেন। নবীজির (সা) উপর প্রথম যে ওহি নাযিল, সেখানে কলমের মাধ্যমে শিক্ষার কথা বলা হয়েছে। রবের গুণাবলি বিশালত্ব ও বড়ত্ব নিয়ে লিখে তোমরাও চিরকাল স্মরণীয় হয়ে থাকতে পারো। তোমাদের সেই চেষ্টা চালানোর আহ্বান জানাচ্ছি

পত্রিকার সহকারি সম্পাদক, তৌহিদুল ইসলাম আকবর বিজয়ীদের উদ্দেশে বলেন, তোমরা প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে সারাদেশের তরুণ সাহিত্য প্রেমীদের প্রতিনিধিত্ব করার সক্ষমতা অর্জন করেছো। আমরা বিশ্বাস করি তোমরাই আগামী দিনে সুস্থ ধারার সাহিত্য বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানের সভাপতি কবি জাকির আবু জাফর বলেন- কিশোর পাতার শুরু থেকে ছিলাম। আজকে বাংলাদেশের প্রতিটি প্রান্তের শিক্ষার্থীদের কাছে কাছে পৌঁছে গেছে এ পত্রিকাটি। তারই অংশ হিসেবে বিভিন্ন অঞ্চল থেকে বিজয়ী হয়ে তোমরা এখানে এসেছ। তোমাদের সফলতায় আমরা মুগ্ধ। এ ধারাবাহিকতা ধরে রাখবে তোমরা- এ প্রত্যাশা সবসময়। তোমাদের সারা বিশ্বকে পাঠ করতে হবে। মানুষকে পড়তে হবে। তবেই তোমাদের মানবজীবন সার্থক হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোর পাতার সহকারী সম্পাদক নূর মোহাম্মদ, আব্দুল বাতেন, ফয়জুল্লাহ মাহমুদ, নাহিদ হাসান, আমিনুল ইসলাম প্রমুখ।

পুরস্কার বিজয়ীরা হলো ক বিভাগে প্রথম স্থান: আরমান খাঁন ছামির, খিলা আজিজ উল্লা উচ্চবিদ্যালয়, মনোহরগঞ্জ, কুমিল্লা। দ্বিতীয় স্থান: অনিকা আক্তার সিনথিয়া, তেঘরিয়া উচ্চবিদ্যালয়, কেরাণীগঞ্জ, ঢাকা। তৃতীয় স্থান : আব্দুল্লাহ আল নাসিফ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, যাত্রাবাড়ী, ঢাকা। চতুর্থ স্থান : ফয়সাল ইকবাল রাজু, আল মাদ্রাসাতুদ দ্বীনিয়া দাখিল মাদ্রাসা, মাইজদী কোর্ট সদর, নোয়াখালী। পঞ্চম স্থান : আয়েশা সিদ্দিকা মৌ, হযরত খাদিজা রা. মহিলা ফাযিল মাদ্রাসা, সদর, নওগাঁ।

খ বিভাগে প্রথম স্থান: ইয়াসিন আরাফাত আলিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। দ্বিতীয় স্থান : রিদওয়ান উল হক আবির, বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম। তৃতীয় স্থান : খন্দকার নূর হোসাইন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা। চতুর্থ স্থান: মো: মাহমুদুল হাসান, আলোকদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মডেল মাদ্রাসা, সদর, সিরাজগঞ্জ।পঞ্চম স্থান : মুহাম্মদ আদনান সাকিব, জামিআ রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মুহাম্মদপুর ঢাকা-১২০৭। প্রেস বিজ্ঞপ্তি

❝উদিত নক্ষত্র আমি। শূন্যতার বিরুদ্ধগামী, পূর্ণ করে তুলেছি বিস্তার৷ আমি আলো, দীপ্ত করে তুলেছি পৃথিবী।আমি তাল মাত্রা বাদ্য...
11/07/2023

❝উদিত নক্ষত্র আমি। শূন্যতার বিরুদ্ধগামী, পূর্ণ করে তুলেছি বিস্তার৷ আমি আলো, দীপ্ত করে তুলেছি পৃথিবী।আমি তাল মাত্রা বাদ্যযন্ত্র ছাপিয়ে ওঠা আত্মার ক্বেরাত।আরম্ভ ও অস্তিমের মাঝখানে স্বপ্ন দেখি সূর্যের সিজদারত নিঃশেষিত আগুনের বিনীত গোলক।❞

--আল মাহমুদ

Address

Joypur

Telephone

+8801959227706

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lamppost - ল্যাম্পপোস্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lamppost - ল্যাম্পপোস্ট:

Share

Category