
12/04/2025
দশ বছর পরেও এসেও পূর্ণতা ❤️🩹
আজ থেকে দশ বছর আগে ছেলেটা মেয়েটার প্রেমে পড়েছিল। পাঁচ বছর রিলেসনে থাকার পরে, মেয়েটির এসএসসি এক্সাম পরে জানাজানি হয়ে যায়। মেয়ের পরিবার কোনো ভাবেই মেনে নিবে নাই, তাই অন্য জায়গায় বিয়ে ঠিক করে। বিয়ের দিন থেকেই মেয়ে তার হাসব্যান্ড এর বাড়ি যায়নি। ছয় মাস পরে তাদের সম্পর্কের শেষ হয়। এর পরে মেয়েটা নতুন করে পড়াশুনা শুরু করে। ছেলেটা তবুও অন্য কোন সম্পর্কে জড়ায়নি। দু মাস আগে তাদের মধ্য আবার কথা বলা শুরু হয়। আজকে ( April 11,2025) তারা হালাল সম্পর্কে একসাথে আবারও। আসলে ভাগ্য থাকলে সব ই সম্বভ। তাদের পরবর্তী জীবন সুখের হোক। ☺️❤️🩹