14/03/2023
question শিখতে যে সকল প্রশ্নগুলি জানতে হবে --?
1. Tag question কাকে বলে? কত প্রকার এবং কী কী?
2. Tag question গঠন করার নিয়ম কী?
3. Affirmative Tag question বলতে কী বুঝায় এবং গঠন কী?
4. Negative Tag question বলতে কী বুঝায় এবং গঠন কী?
5. Tag form বলতে কী বুঝায় এবং ইহা কিভাবে গঠন করতে হয়?
6. Auxiliary verb কয়টি এবং কী কী? এদের Tag form কিভাবে হয় ও কী কী?
7. Tag question এর ক্ষেত্রে Am + not = aren’t হয়, ain’t হয় না বা বসে না কেন?
8. He’d do the work. এবং He’d done the work. এই দুটি বাক্যের মধ্যে পার্থক্য কী?
9. He’s দিয়ে কী/ কী কী বুঝায়?
10. It’s দিয়ে কী/ কী কী বুঝায়? It’s এবং Its এদের মধ্যে পার্থক্য কী?
11. Can not এবং cannot এদের মধ্যে কোনটি সঠিক?
12. Sentence কত প্রকার এবং কী কী? Tag question করতে সাধারণত কত ধরনের Sentence পাওয়া যায় এবং কী কী?
13. Tag question এর আলোকে Assertive Sentence- এ সাধারণত কত ধরনের Sentence পাওয়া যায় এবং কী কী?
14. যে সকল Sentence-এ Auxiliary verb থাকে না সে ক্ষেত্রে কোন ধরনের Auxiliary verb দিয়ে Tag question করতে হয়? উদাহরণ সহ লিখ।
15. 'Have, has, had, have to, has to, had to' মূল verb হিসাবে Sentence- এ ব্যবহৃত হলে কোন ধরনের Auxiliary verb দিয়ে Tag question করতে হয়?
16. কোন Sentence এর Subject যদি Everybody, Somebody, Anybody, Everyone, Some one, Every mother, Nobody, No one, None, No student ইত্যাদি হয় তাহলে Tag question এর subject-টি এদের পরিবর্তে কী হবে এবং Auxiliary verb- এর form কী হবে?
17. কোন Sentence এর Subject যদি One হয় তাহলে Tag question এর subject--টি এদের পরিবর্তে কী হবে এবং Auxiliary verb- এর form কী হবে?
18. কোন Sentence এর Subject যদি Everything / Anything / Something / Nothing ইত্যাদি হয় তাহলে Tag question এর subject-টি এদের পরিবর্তে কী হবে এবং Auxiliary verb- এর form কী হবে?
19. কোন Sentence এর Subject যদি বস্তু/ স্থান/ পশু/ পাখী হয় তাহলে Tag question এর subject--টি এদের পরিবর্তে কী হবে এবং subject-টি plural হলে কী হবে?
20. Man is mortal, isn’t he/ aren’t they? isn’t he নাকি aren’t they হবে এবং কেন?
21. Have, has, had কখন Auxiliary verb- এর কাজ করে এবং কখন Principal verb -এর কাজ করে?
22. Need কখন Auxiliary verb- এর কাজ করে এবং কখন Principal verb -এর কাজ করে?
23. কোন Sentence এর Subject যদি All of us, All of you, All of them, Few of us/ you/ them, Most of us/ you/them/ the students, Some of the students, All of the students, Many a boy/ girl/ teacher, Neither of us/ you/ them/ the students, None of us/you/ them এ ধরনের হয় তাহলে এদের ক্ষেত্রে Tag question এর subject-টি এদের পরিবর্তে কী হবে?
24. কোন Sentence এর Subject যদি There হয় তাহলে Tag question এর subject-টি এর পরিবর্তে কী হবে?
25. কোন Sentence এর Subject যদি This/ That হয় তাহলে Tag question এর subject-টি এর পরিবর্তে কী হবে?
26. কোন Sentence এর Subject যদি These/ Those হয় তাহলে Tag question এর subject-টি এর পরিবর্তে কী হবে?
27. You had better do the work. এর negative রূপ কী?
28. The mother rose in her. এই বাক্যটির Tag-এর subject কি she হবে নাকি it হবে?
29. Tag question এর ক্ষেত্রে Imperative Sentence- এ সাধারণত কত ধরনের বাক্য পাওয়া যায় এবং কী কী?
30. Verb + Object যুক্ত Sentence এর ক্ষেত্রে কিভাবে Tag question করতে হবে?
31. Don't + verb + Object যুক্ত Sentence এর ক্ষেত্রে কিভাবে Tag question করতে হবে? উদাহরণ সহ লিখ।
32. Let + me / him / them / her / Kamal / the boy/ the boys/ the girls --- যুক্ত Sentence এর ক্ষেত্রে কিভাবে Tag question করতে হবে?
33. Let us যুক্ত Sentence এর ক্ষেত্রে কিভাবে Tag question করতে হবে?
34. Let me/ him/ them এদের ক্ষেত্রে will you বসে।Let us- এর ক্ষেত্রে shall we বসে কেন?
35. Tag question এর ক্ষেত্রে Exclamatory Sentence- এ সাধারণত কত ধরনের বাক্য পাওয়া যায় এবং কী কী?
36. Tag question এর ক্ষেত্রে Complex Sentence-এ সাধারণত কত ধরনের বাক্য পাওয়া যায় এবং কী কী?
37. দুই বাক্যের মাঝখানে Joining word থাকলে সেক্ষেত্রে কোন বাক্যটির Tag question হবে?
38. কোন কোন word দিয়ে সাধারণত negative Sentence বুঝায়?
39. কোন কোন ধরনের Sentence সাধারণত Tag question হয় না?....
►যা শিখবেন, প্রথমে প্রশ্ন জানুন তারপর উত্তর।...
প্রশ্নগুলি Khan Method A Complete Questioning Syllabus on Grammar, Written & Spoken বই থেকে দেয়া হয়েছে ।
এদের উত্তরগুলি YouTube: Khan Method English video lecture - channel-এ দেয়া হয়েছে। প্রয়োজনে ফ্রি ভিডিও লেকচার নেয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। -01922888441