Md Robiul Islam

Md Robiul Islam Welcome to my page

10/03/2024

পরিবেশ পরিস্থিতি দ্বায়ি আপনি সফল হবেন না ব্যর্থ হবেন
#দক্ষতা #সাফল্য

পড়াশোনা বা চাকুরী ব্যবসার পাশাপাশি ফ্রী সময় কে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করে নিজেকে দক্ষ করে তুলতে পারেন, মোবাইল অথবা...
06/02/2024

পড়াশোনা বা চাকুরী ব্যবসার পাশাপাশি ফ্রী সময় কে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করে নিজেকে দক্ষ করে তুলতে পারেন, মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে কাজ করে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ইনকাম করতে পারেন।

 কি অভিজ্ঞতা আছে আপনার?যদি একটা স্মার্ট ফোন থাকে নিঃসন্দেহে আপনি ফোনের পিছনে দৈনিক কমপক্ষে ৭-৮ ঘন্টা সময় ব্যয় করছেন। কখ...
01/02/2024



কি অভিজ্ঞতা আছে আপনার?

যদি একটা স্মার্ট ফোন থাকে নিঃসন্দেহে আপনি ফোনের পিছনে দৈনিক কমপক্ষে ৭-৮ ঘন্টা সময় ব্যয় করছেন।
কখনো ° ফেসবুকের নিউজফিড, কখনো ° ইউটিউব, তো কখনো ° ভিডিও গেমিং।
কিন্তু আপনি হয়তো জানেন না যে এগুলো করে আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় এবং অর্থের ব্যয় করছেন। অপর প্রান্তে সেই ব্যক্তি আপনাকে এইসব দেখানোর মাধ্যমে ইনকাম করছে।

👉কিভাবে ইনকাম করছে জানেন কি?
নিঃসন্দেহে ওই ব্যক্তি একজন স্কিল ফুল ব্যক্তি। তাই তিনি সময়টা ব্যয় করছে উপার্জন করার লক্ষ্যে। আর আপনি ব্যয় করছেন উপভোগ করার লক্ষ্যে।
পার্থক্য শুধু দক্ষতার। ✨

সুতরাং, সময় অতি মূল্যবান তাই আপনার মূল্যবান সময় এভাবে নষ্ট না করে কিছু বিষয়ে দক্ষতা অর্জন করুন আর সেটা খুব ভালোভাবেই অর্জন করুন, যা আপনার ইনকামের সোর্স হয়ে দাঁড়াবে।
🧡💛



🔹 ফ্রিল্যান্সিং বর্তমানে জনপ্রিয় একটি পেশা। অনেক ধরনের কাজ করেই ফ্রিল্যান্সিং করা যায়, তবে এত কাজের মধ্যে কোন কাজটি দিয়ে...
12/01/2024

🔹 ফ্রিল্যান্সিং বর্তমানে জনপ্রিয় একটি পেশা। অনেক ধরনের কাজ করেই ফ্রিল্যান্সিং করা যায়, তবে এত কাজের মধ্যে কোন কাজটি দিয়ে শুরু করবেন এটি নির্ধারণ করাই বড় একটি চ্যালেঞ্জ। কারণ কোন কাজটি আপনার জন্য উপযুক্ত হবে তা সঠিক ভাবে নির্ধারণ করতে না পারলে সফলতার হার খুবই কম।

✅ নিজেকে প্রশ্ন করুনঃ
এটি হল সর্বপ্রথম ধাপ। কাজের ধরন অনুযায়ী ফ্রিল্যান্সিং কাজগুলোকে বিভিন্ন সেক্টর/ক্যাটাগরিতে বিভক্ত করা হয়ে থাকে, যেমন: ওয়েব ক্যাটাগরি, ডিজাইন ও ভিডিও ক্যাটাগরি, মাকেটিং ক্যাটাগরি. সাইবার সিকিউরিটি ও নেটওয়ার্কিং ক্যাটাগরি ইত্যাদি। প্রথমেই নিজেকে প্রশ্ন করুন আপনি কোন ক্যাটাগরির কাজ করতে ইচ্ছুক। অনেকে অন্যের সাজেশনে কাজ নির্ধারণ করার পর দেখা যায় কিছুদিন পর সেটি ভালো লাগে না বা বুঝতে পারে না, তখন ছেড়ে দেয়। এতে করে দেখা যায় সময় এবং শ্রম দুটোই নষ্ট হয়। সুতরাং নিজে সময় নিয়ে রিসার্চ করে প্রতিটি কাজের ধরন কেমন হবে তা বুঝুন এবং সেখান থেকে যেই ধরনের কাজ আপনার মনে হবে আপনি করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই সেক্টরটি বেছে নিবেন।

কোন একটি কাজ শুরু করতে যাচ্ছি কোন অজুহাত না যে এখনই শুরু করতে হবে এই মুহূর্তে শুরু করতে হবে পরে করব বলে কোন অজুহাত দেওয়...
11/01/2024

কোন একটি কাজ শুরু করতে যাচ্ছি কোন অজুহাত না যে এখনই শুরু করতে হবে এই মুহূর্তে শুরু করতে হবে পরে করব বলে কোন অজুহাত দেওয়াণযাবে না

কোনো স্কিল শিখতে চাইলেন, কিন্তু "আগামীকাল থেকে শুরু করবো " ভেবে কিছুই করলেননা।

সোশ্যাল মিডিয়ায় নিজের প্রেজেন্স বাড়াবেন বলে ঠিক করলেন, কিন্তু কন্টেন্ট পোস্ট করার সময় "আগামীকাল থেকে করবো " ভেবে বসে থাকলেন।

ফ্রিল্যান্সিং বিজনেস বিল্ড আপ করতে চান ঠিকই, কিন্তু ক্লায়েন্ট হান্টিং করতে গেলেই মনে করেন, "আজকে রেস্ট নেই। কালকে থেকে পুরোদমে কাজ করবো"

এই "কালকে থেকে করবো" ভেবেই আপনারা নিজেদের সবচেয়ে বড় ক্ষতিটা করেন!

দেখা যায়, এই কালকে কখনোই আসেনা এবং মূল্যবান সময়ও আর ফিরে পাওয়া যায়না।

Procrastination এমন একটা প্র‍্যাকটিস যেটা আমাদের প্রোডাকটিভিটি অনেক কমিয়ে দেয়। এই একটা প্র‍্যাকটিসের কারণে দেখা যায়, পটেনশিয়াল থাকার পরেও ক্যারিয়ারে ভালো কিছু করা যায়না!

তাই আস্তে আস্তে Procrastination কমাতে হবে।
#সাফল্য #আত্মবিশ্বাস

"সাফল্য সবসময় এমন হয় না যে আমরা মনে করি। আসলে, সাফল্য হলো একটি যাত্রা, যেখানে অসংখ্য পথ ও পর্যায়ে আমাদের প্রবৃদ্ধি হতে ...
05/12/2023

"সাফল্য সবসময় এমন হয় না যে আমরা মনে করি। আসলে, সাফল্য হলো একটি যাত্রা, যেখানে অসংখ্য পথ ও পর্যায়ে আমাদের প্রবৃদ্ধি হতে পারে। প্রতিটি ব্যক্তি প্রতিযোগিতামূলক প্রস্তুতি, আত্মনির্ভরশীলতা, এবং অসংখ্য প্রযুক্তি সহ অসংখ্য উপায়ে সাফল্যের দিকে অগ্রসর হতে পারে। সাফল্য হলো একটি অভিজ্ঞান, একটি প্রক্রিয়া, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, এটি একটি উদ্দীপনা। আমরা যখন আত্মবিশ্বাসে আরোহণ করি, যখন আমাদের কঠোর কাজে এবং বিশ্বাসে বেড়ে যাই, তখনই সত্যিকারে সাফল্যের অপরপক্ষ যাত্রা শুরু হয়। 💪✨ #সাফল্য #আত্মবিশ্বাস #একটিপথে"

Address

Joypur

Alerts

Be the first to know and let us send you an email when Md Robiul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share