Truthful Piash24

Truthful Piash24 এসো সত্যের বাণী প্রচার করি।

08/01/2025

তুমি মসজিদের সভাপতি / কমিটি / গ্রামের নেতা,
তাই তুমি দাপট খাটিয়ে আল্লাহর রাসূল (সা:) এর সুন্নাত পালনে বাধা সৃষ্টি করছ??
অপেক্ষা করো খুব শীঘ্রই আল্লাহ তায়ালার দাপট দেখতে পারবে। তোমার দাপটের ৪পয়সার দামও নেই মহান রবের দরবারে।

08/01/2025

জান্নাতের দড়জা🥰
সুবহান-আল্লাহ❤️

07/01/2025

আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হবেই হবে। কোনো ভাবেই দ্বীনকে দমিয়ে রাখতে পারবেন না।
মনে রাখবেন, এই জমিনও তার এবং দ্বীনও তার। তার জমিনে আপনি বাহাদুরি করবেন তা ত হতেই পারেনা।

04/01/2025

দ্বীনের সহীহ দাওয়াত দিতে গিয়ে কত সালাফ জেল খেটেছেন। এমনকি জেলে মৃত্যুও হয়েছে তবুও বাতিলের কাছে মাথা নত করেননি বা বাতিলের সাথে ঐক্য করতে চাননি।
হক এবং বাতিল কখনও এক হতে পারেনা।

03/01/2025

ইমামের পিছনে সূরা ফাতিহার শেষে আমিন শব্দ করে বলতে হবে নাকি আস্তে..?? এই বিষয়ে কুরআন ও সহিহ হাদিস কি বলে..?
♥[ ড. জাকির নায়েক ]♥
[ copy ]

03/01/2025

জুমার দিন রাসূল (সা:) এর উপর বেশি বেশি দরুদ পাঠ করুন!

পাকিস্তানের বিখ্যাত এক আলেম দুই বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রীকে জিজ্ঞেস করা হলো, আপনার স্বামী যে দ্বিতীয় বিয়ে করল, আপনি ...
02/01/2025

পাকিস্তানের বিখ্যাত এক আলেম দুই বিয়ে করেছেন।
তার প্রথম স্ত্রীকে জিজ্ঞেস করা হলো,
আপনার স্বামী যে দ্বিতীয় বিয়ে করল, আপনি এতে কষ্ট পাননি?
মহিলা বললেন,
মানুষ হিসেবে তো কষ্ট পাবোই।
কিন্তু আল্লাহ তা'আলা তাকে এ অধিকার দিয়েছেন। এখন কি আমি আল্লাহর দেয়া অধিকারের বিরুদ্ধে লড়াই করব?
বরং আমি নিজেকে এই বলে সান্ত্বনা দেই,
এটা আমার জন্য আল্লাহর পরীক্ষা।
তিনি দেখতে চান, তাঁর দেয়া বৈধ বিষয়ে আমি কতটা ধৈর্যধারণ করতে পারি।
একাধিক বিয়ে বৈধ৷ এটা আপনাকে মানতে হবে। বিনা বাক্য ব্যয়ে মানতে হবে। কোনো যুক্তি-টুক্তি চলবে না।
যারা একাধিক বিয়ে করে, তাদের দেখে নাক সিটকানো যাবে না।
বলা যাবে না- "আরে ধুর! চরিত্র ভালো হলে কি আর দুই বিয়ে করে"!
যদি বলে থাকেন, তাহলে নতুন করে কালিমা পড়ে নেন। কারণ আপনি কুফরি করেছেন।
পতিতালয়, যিনা, ব্যভিচার বন্ধ করুন,
প্রয়োজনে যদি আপনার সামর্থ্য থাকে তবে একসাথে সর্বোচ্চ চারটি বৌ রাখুন,,
[ copy post ]

02/01/2025

আমাদের সম্পর্কগুলো হক আল্লাহর দ্বীনের জন্য।
কারোর সাথে সম্পর্ক তৈরি করলে সেটি আল্লাহর সন্তুষ্টির জন্যই তৈরি করুন, আবার কারো সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলে সেটিও আল্লাহর দ্বীনের জন্য বিচ্ছিন্ন করুন!
আমাদের প্রিয় নবী (সা:) আমাদের আইডল।তিনি আমাদের জন্য উত্তোম আদর্শ। প্রিয় নবীর জীবনের দিকে লক্ষ্য করলে দেখবেন তিনিও ঠিক একই কাজ করেছেন।

সময় কিন্তু কখনও এক যায়না। মনে রাখবেন আজকে আপনি যা করছেন তার প্রতিদান আগামী দিনের কোনো একটা মহূর্তে ফিরে পাবেন। তাই গভীরভ...
10/10/2024

সময় কিন্তু কখনও এক যায়না। মনে রাখবেন আজকে আপনি যা করছেন তার প্রতিদান আগামী দিনের কোনো একটা মহূর্তে ফিরে পাবেন। তাই গভীরভাবে ভেবে তারপর-ই আজকের পদক্ষেপ গ্রহণ করুন। নয়ত আফসোস করতে করতে জীবন শেষ হবে।

আজ ১৪০০ বছর পরে এসে কেন সেই  #উম্মী_নবীর কথা মিলে যাচ্ছে??একটু চিন্তা করুন ত যেই মানুষটা নিজের নামটা লিখতে পারত না, যেই ...
10/10/2024

আজ ১৪০০ বছর পরে এসে কেন সেই #উম্মী_নবীর কথা মিলে যাচ্ছে??
একটু চিন্তা করুন ত যেই মানুষটা নিজের নামটা লিখতে পারত না, যেই মানুষটা কোথাও কোনো সংবাদ পাঠানোর জন্য চিঠি লিখতে হলে অন্যের থেকে লিখে নিতেন। সেই মানুষটির কথা কিভাবে এই মডার্ণ সাইন্সের যুগেও মিলে যাচ্ছে???

হয়ত ভাবছেন কাকতালিয়ভাবে মিলে যাচ্ছে, কিন্তু না। কাকতালিয়ভাবে না। তিনি যে মহান রবের বন্ধু, তার রব যে তাকে সব কিছু জানিয়ে দিয়েছেন। আসুন আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আমরা একটু চিন্তা করব---

এইযে সিগারেট!
এইটা কি নবী [ সাঃ ] এর যুগে ছিলো?? সেই সময় কি কেউ জানত এই নামে কোনো একসময় কিছু তৈরি হবে?? কারোর কি জানার কথা??
তবুও কিভাবে সেই উম্মী নবী [ সাঃ ] এই বিষয়ে সতর্ক করতে পারলেন??

এখন বলবেন এই কথা কোথায় পাইছি যে, তিনি এসব খেতে না করেছেন? তাহলে আপনাকে অনেক পড়তে হবে। কেননা নবী [ সাঃ ] সেই ১৪০০ বছর আগেই বলেছেন, " প্রত্যেক নেশাদার দ্রব্যই হারাম, সেটি অল্প হলেও হারাম বেশি হলেও হারাম "। হারাম মানে নিষিদ্ধ, আর নিষিদ্ধ মানে বুঝতে হবে এর মাঝে আমাদের কোনো কল্যান নেই বরং রয়েছে অকল্যান।

তা না হলে এই মাডার্ন সাইন্সের যুগেও এসেও কেন আপনারা সিগারেটের প্যাকেটের গায়ে লিখেন "ধুমপান স্বাস্থের জন্য ক্ষতিকর"।
সাইন্সের এতো এতো উন্নতি হওয়ার পরও কেন সামান্য সিগারেট থেকে সেই ক্ষতিকারক বস্তুটাকে সড়িয়ে ফেলতে পারছেন না??
এই সামান্য ক্ষতিকারক বস্তুটাকে সরিয়ে ফেলতে পারলেই ত নবী [ সাঃ ] কে মিথ্যা নবী হিসেবে প্রমাণ করতে পারেন। শুধু গলা ফাটিয়ে মিথ্যা নবী, মিথ্যা নবী আওয়াজ তুলতে পারেন এইটুকু কাজ করতে পারেন না??

চ্যালেঞ্জ রইল শুধু এই ছোট্ট কাজটা করে দেখান। ইনশাআল্লাহ কোনোদিনও এটি সম্ভব হবে না। কারণ তিনি যে মহান রবের বন্ধু তার কথা কখনও মিথ্যা হতে পারে না। আর তার কথা মিথ্যা হওয়া মানে মহান রবের কথা মিথ্যা হওয়া [ নাউয়ুজুবিল্লাহ ]।

10/10/2024

ধৈর্যের শেষটা একদিন সুন্দর হবে🥰ইনশাআল্লাহ🥰
ধৈর্য হারা হয়ে কেউ কোনোদিন কিছু অর্জন করছেন এমন ঘটনা আমার জানা নেই। আমি কোনো গ্রন্থে পড়িওনি এমন ঘটনা। তবে ধৈর্য ধরে মাহান রবের কাছ থেকে পেয়েছেন অনেক কিছু তার প্রমাণ অনেক আছে।

আমরা যদি আমাদের নবী-রাসূলদের জীবনীর দিকে লক্ষ্য করি তাহলেও এটি দেখতে পারি।
১. হযরত মূসা [ আঃ ] এর জীবনির দিকে তাকালে দেখতে পারবনে- উনার ধৈর্যের ফলেই তিনি ফেরাউনের মতো নেতার কাছে জয়ী হয়েছিলেন। হাজারও নির্যাতনের পর তিনি ধৈর্য হারা হননি। যদি ধৈর্য হারা হতেন তাহলে হয়ত ফেরাউন এবং তার বাহীনি নীল নদে ডুবতেন না। [ আল্লাহ-ই ভালো জানেন ]

২. হযরত ইউনুস [ আঃ ] এর জীবনির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন তার ধৈর্যের কারনেই সে মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন।

৩. আমাদের প্রিয় নবী [ সাঃ ] এর জীবনির দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন তিনি কতটা ধৈর্য ধরেছিলেন। শুধু এইটুকু মনে রাখবেন হাজারও নির্যাতনের পরও তিনি কোনোদিন কারোর জন্য একটু বদ-দোয়াও করেননি। বরং ধৈর্য ধরেছেন এবং তার জন্য হেদায়েত কামনা করেছেন।

ধৈর্য মূলত এক ধরনের পরীক্ষা, ধৈর্য মূলত নফসের সাথে লড়াই। এই লড়াইয়ে জিততে পারলে জিতে যাবেন জীবনের সবকিছু। ধৈর্য ধরুন এবং মহান রবের দরবারে নিজের চাওয়াগুলোকে তুলে ধরুন! আপনিও অর্জন করবেন অকল্পনীয় কিছু ইনশাআল্লাহ।

09/10/2024

সূরা আল গাফির এর ৬০ নাম্বার আয়াতটি কখনও গভীরভাবে লক্ষ্য করেছেন?? আল্লাহ তায়ালা এই আয়াতটিতে কি বলেছেন?? আসুন একটু ভেবে দেখি-----

وَ قَالَ رَبُّكُمُ ادۡعُوۡنِیۡۤ اَسۡتَجِبۡ لَكُمۡ ؕ اِنَّ الَّذِیۡنَ یَسۡتَكۡبِرُوۡنَ عَنۡ عِبَادَتِیۡ سَیَدۡخُلُوۡنَ جَهَنَّمَ دٰخِرِیۡنَ
অনুবাদঃ তোমার প্রতিপালক বলেন- তোমরা আমাকে ডাকো, আমি (তোমাদের ডাকে) সাড়া দেব। যারা অহংকারবশতঃ আমার ‘ইবাদাত করে না, নিশ্চিতই তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। [ ৪০ঃ৬০ ]

অনেকেই চিন্তা করেন আমাদের ভাগ্য ত নির্ধারিত তাহলে আল্লাহর কাছে কিছু চেয়েই বা কি হবে। যা হবার তা ত আগে থেকেই লিখা আছে। নতুন করে চেয়ে কি লাভ??

এই আয়াতটি তাদের জন্য। মহান রব বলছেন, আমরা ডাকলেই তিনি সাড়া দিবেন। কথাটির অর্থ দাঁড়ায় তোমরা আমার কাছে চাইলেই আমি তা দান করব। কোনো একটি বইয়ে পড়েছিলাম। আমাদের ভাগ্যের সেই খাতায় হয়ত আল্লাহ তায়ালা এমন কিছু পৃষ্ঠা রেখেছেন যেখানে লিখা আছে, "বান্দা তুমি যা চাইবে তাই দিবো। তুমি চাইতে দেরি করবে আমি দিতে দেরি করব না।"

এমনটা ত হতেই পারে, একটু চেয়েই দেখুন না। কি করেন আপনার রব??

Address

Joypurhat, Rajshahi
Joypur
5941

Alerts

Be the first to know and let us send you an email when Truthful Piash24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Truthful Piash24:

Share

Category