02/11/2024
সকালে ঘুম থেকে উঠে যাবার পর তুমি বলতে যাও চা বানিয়ে রাখছি বিস্কিট দিয়ে খাও ! এর পর এক সঙ্গে সকালে খাবার টাও আমাকে পাশে বসিয়ে নিয়েই খেতে!! তোমার পাশে কেউ বসলে বলবে এটা আমার মায়ের যায়গা !! সারাদিন আমাকে সয়ম দিতে বন্ধুর মতো! কখনো চোখের আড়াল করতেই না! আবার বলো তুমি চলে গেলে আমি কি ভাবে থাকবো মা''''' এই বলে আমার আগে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আব্বু 😭😭 তোমাকে ছেড়ে তিন দিন ও আমি কখনো থাকি নি আর আর তুমিও আমাকে ছেড়ে থাকতে না এখন আমাকে ছেড়ে চলে গেলে সারাজীবন এর জন্য । সারাদিন আমাদের এক সঙ্গে সময় কাটাতো ।। কতটা হাসতাম বাবা মেয়ে। তুমি হাসতে হাসতেই আমাকে একা রেখে চলে গেলে।। তোমরা বাবা মেয়ে মিলে আমাকে সারাজীবন এর জন্য শুধু কষ্ট দিলে।।। আমাকে একা করে দিলে।।।। এখন তো আমি নিঃস্ব হয়ে গেলাম তোমাদের ছেড়ে।। আমার জীবন টাই কষ্টে পার হয়ে যায়।।সব সময় সব কিছু আমাকেই মানিয়ে নিতে হয়🙂🙂