Ariya

Ariya কিছু কথা 💝🥀

02/11/2024

সকালে ঘুম থেকে উঠে যাবার পর তুমি বলতে যাও চা বানিয়ে রাখছি বিস্কিট দিয়ে খাও ! এর পর এক সঙ্গে সকালে খাবার টাও আমাকে পাশে বসিয়ে নিয়েই খেতে!! তোমার পাশে কেউ বসলে বলবে এটা আমার মায়ের যায়গা !! সারাদিন আমাকে সয়ম দিতে বন্ধুর মতো! কখনো চোখের আড়াল করতেই না! আবার বলো তুমি চলে গেলে আমি কি ভাবে থাকবো মা''''' এই বলে আমার আগে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আব্বু 😭😭 তোমাকে ছেড়ে তিন দিন ও আমি কখনো থাকি নি আর আর তুমিও আমাকে ছেড়ে থাকতে না এখন আমাকে ছেড়ে চলে গেলে সারাজীবন এর জন্য । সারাদিন আমাদের এক সঙ্গে সময় কাটাতো ‌।। কতটা হাসতাম বাবা মেয়ে। তুমি হাসতে হাসতেই আমাকে একা রেখে চলে গেলে।। তোমরা বাবা মেয়ে মিলে আমাকে সারাজীবন এর জন্য শুধু কষ্ট দিলে।।। আমাকে একা করে দিলে।।।। এখন তো আমি নিঃস্ব হয়ে গেলাম তোমাদের ছেড়ে।। আমার জীবন টাই কষ্টে পার হয়ে যায়।।সব সময় সব কিছু আমাকেই মানিয়ে নিতে হয়🙂🙂

13/05/2024

একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না! বিধাতা মানুষের ভিতর কিছু কিছু খু'ত মিশিয়ে দিয়েছে! বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে, তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না! ❤️

04/05/2024

বন্ধুত্ব নিয়ে গর্ব করতে নেই সময়ের ব্যবধানে একদিন সবচেয়ে কাছের বন্ধুরাও থাকবে না।💔

02/05/2024

ভালোবাসি কথাটা শোনার চেয়ে বেশি আনন্দ হয়, যখন মানুষটার ব্যবহারে ভালোবাসা প্রকাশ পায়.!🖤✨

31/12/2023

কয়েক ঘণ্টা পরই শুরু হবে আরও একটা নতুন বছর। প্রতিবারের মতো এবারও অনেক নতুন প্ল্যান, অনেক নতুন অভ্যাস গড়ার ইচ্ছা, অনেক Resolutions! কিন্তু পুরো বছর ধরে সেগুলোকে মেনে চলতে আমরা অনেকেই পারি না। অথচ বছরের শুরুতে ছোট্ট কয়েকটা দিকে খেয়াল করে কাজ করলেই কিন্তু New Year Resolutions পুরো বছর জুড়ে মেনে চলা যায়।

সবার নতুন বছর খুব ভালো কাটুক। Happy new year 🕛

Address

Kalai
Joypur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ariya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share