মেহেরিমা

মেহেরিমা থাক না জীবন কিছুটা অগোছালো 💔🥀

কিস্তির লোক এসে উঠোনে চেয়ার পেতে বসে থাকে।কামরাঙা মারবেলের মতোন দুপুর গড়ায়ে যায়।আমলকী গাছ থেকে কবুতর একটা দুটো পশম খুটে ...
08/08/2025

কিস্তির লোক এসে উঠোনে চেয়ার পেতে বসে থাকে।কামরাঙা মারবেলের মতোন দুপুর গড়ায়ে যায়।
আমলকী গাছ থেকে কবুতর একটা দুটো পশম খুটে নিচে ফালায়

আম্মা টাকার খোঁজে এদিক-সেদিক ছোটাছুটি করে।
রান্নাঘরে ম রা পুঁটিমাছের পাশে ছাঁই মাছি ওড়ে।
খাড়া বটির উপরে প'রে ছোট বোনের হাত কে টে যায়
কাঁদতে কাঁদতে ময়না আমার লেবু ফুলের মতোন ঘুমায়।

কোথাও কারো কাছে টাকা ধার না পেয়ে আম্মা কিস্তির লোক থেকে পা লা য়
জীবন থেকে পা লা তে পারেনা
সুদের হারে বেড়ে যায় গ্যাস্টিকের ব্যাথা

সন্ধ্যায় শালিকের নিস্তব্ধতা নিয়ে ঘরে ফিরে
ভাত খেতে বসে আম্মা কাঁদলে
ব্যর্থ হয়ে যায় আমার স্বার্থক কবিতা।

_____

মানুষ যখন ক্ষমতা, সৌন্দর্য, অর্থ বা খ্যাতি পায়, তখন অনেকেই ভুলে যায় এগুলো আসলে ক্ষণস্থায়ী। আজ যা আছে, কাল তা নাও থাকত...
08/08/2025

মানুষ যখন ক্ষমতা, সৌন্দর্য, অর্থ বা খ্যাতি পায়, তখন অনেকেই ভুলে যায় এগুলো আসলে ক্ষণস্থায়ী। আজ যা আছে, কাল তা নাও থাকতে পারে। ক্ষমতা একদিন অন্য কারও হাতে চলে যাবে, সৌন্দর্য সময়ের সাথে ম্লান হবে, অর্থ মুহূর্তেই হারিয়ে যেতে পারে, আর খ্যাতি মানুষের মনে বেশি দিন স্থায়ী হয় না।

অ'হং'কার করার বদলে বিনয়ী হওয়া উচিত, কারণ বিনয়ই মানুষকে সত্যিকারের মহৎ করে তোলে। সম্মান, ভালোবাসা ও শ্রদ্ধা অ'হং'কার দিয়ে নয়—মানুষের চরিত্র, আচরণ ও কর্ম দিয়েই অর্জন করা যায়। মনে রাখা উচিত, পৃথিবী কাউকেই চিরকাল আগলে রাখে না, তাই যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকাই শ্রেয়।

🙆‍♀️
08/08/2025

🙆‍♀️

Doll👧
02/08/2025

Doll👧

হুম 💔
02/08/2025

হুম 💔

মায়াবতী🙆‍♀️
01/08/2025

মায়াবতী🙆‍♀️

বড়শিতে আটকানোর আগে যদি উনাকে বুঝানো হতো উপরে মানুষ আছে। মানুষের কাছে দা, বটি, ছাই, হলুদ, মরিচ, লবন, কড়াই, গরম তেল, আগুন ...
01/08/2025

বড়শিতে আটকানোর আগে যদি উনাকে বুঝানো হতো উপরে মানুষ আছে। মানুষের কাছে দা, বটি, ছাই, হলুদ, মরিচ, লবন, কড়াই, গরম তেল, আগুন আছে, যাতে উনাকে ফ্রাই করা হবে, উনি কখনো বিশ্বাস করতো না, করলে এই বড়শির ধারের কাছে আসতো না।

তেমনি আমাদেরকেও বার বার সর্তক করা হচ্ছে, মৃ*ত্যুর পর ক*বরের আ*জাব, হাশরের মাঠ পুলসিরাত, জা*ন্নাত -জা*হা'ন্নাম আছে আমরা বিশ্বাস করি না, যদি করতাম-তাহলে আমাদের চরিত্র কখনও এতটা কুৎসিত হতো না। আমরা হতাম পবিত্র মানুষ। আমরা ঘু*ষ, সু*দ, হা'রাম আয় থেকে দূরে থাকতাম। অ'বৈধ প্রেম, ভালোবাসা, প*রকীয়া, শি*রক ও বি*দআত থেকে দুরে থাকতাম।

এই মাছটির মতো আমাদের ও একদিন সত্যের মুখোমুখি হতে হবে নিশ্চিত।

লেখা- সংগৃহীত

হুম💔
21/07/2025

হুম💔

আপনাকে সিজারের সময় মেরুদণ্ডে যে ইনজেকশন দেওয়া হয় সেই ইনজেকশনটা কে পুশ করেছিল মহিলা ডাক্তার নাকি পুরুষ ডাক্তার?  এই ইনজেক...
21/07/2025

আপনাকে সিজারের সময় মেরুদণ্ডে যে ইনজেকশন দেওয়া হয় সেই ইনজেকশনটা কে পুশ করেছিল মহিলা ডাক্তার নাকি পুরুষ ডাক্তার?
এই ইনজেকশনটায় পরবর্তীতে কি কি ক্ষতি হয় জানেন??

বর্তমানে সিজারের শতভাগ কাজ কি মহিলা ডাক্তাররাই করেন? নাকি কিছু কাজে পুরুষ ডাক্তারের সাহায্য নিতে হয়?

পৃথিবীতে কোনো প্রাণীর সিজার লাগে না, মানুষের কেন লাগে?

মানুষের সিজার লাগার কারণহলো, শুশুর ফোন দিয়ে বলবে আমার মেয়ের কিছু হলে জামাই তোমাকে ছাড়বো না, শাশুড়ি বলে আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করুন টাকা যা লাগে আমি দিবো।
আর শা*লা শা'লি তো আছেই। তার পর ডাক্তারের কথা বললে তো আইডি আজই ন*ষ্ট হবে।

হাসপাতালে গর্ভবতীকে নেবার পরে, ডাক্তার দেখা মাত্র চেক-আপ করে... এই ৩ টি ডায়লগের যেকোনো একটি দিয়ে থাকেন।
১. বাচ্চা পানিশূন্যতায় আছে।
২. বাচ্চা পেটের ভিতরে পায়খানা করে দিয়েছে।
৩. বাচ্চার পজিশন উল্টা।
এই কথাগুলোর যেকোনো একটা শোনার পর গর্ভবতীর এবং তার পরিবারের লোকে অবস্থা কি হতে পারে অনুমান করা কষ্টসাধ্য নয়।

বাংলাদেশের সমস্ত প্রাইভেট হাসপাতালের গত ৫ বছরের ডেলিভারি রিপোর্ট দেখলে, দেখা যাবে প্রায় ৯০% সন্তান সিজারে ডেলিভারি করানো হয়েছে।

100 মহিলা ডাক্তার এর মধ্যে একজন মহিলা ডাক্তার সিজার ডেলিভারি হয়েছে এমন খুঁজে পাওয়া খুব কষ্টকর ,, আর সাধারণ মানুষ হসপিটালে যাওয়া মাত্রই সিজার সিজার সিজার,, সিজারে এতো টাকা বিল আসে কেন, যাচাই করার কোন উপায় কি আছে আমাদের দেশে। সিজারের সময় যে এক কার্টুন ঔষধ ও,টি,তে নেওয়া হয়, তা কি সব লাগে? বাকি ঔষধ কোথায়?

সিজার ডেলিভারির জন্য, আমাদের দেশের মায়েরা অর্ধপঙ্গু হয়ে যাচ্ছে। এটাকে বন্ধ করুন।মা’কে বাঁচান, বাচ্চা কে বাঁচান।

তবে আমি মনে করি, কিছু কিছু ডাক্তার নিজের স্বার্থের জন্য হয়ত সিজার করতে বলেন। কিন্তু সব ডাক্তার নয়।

এখন সিজারের সংখ্যা কেন বেড়ে গেছে তার কারণটা আমার কাছে মনে হয় ব্যাপারটার উৎপত্তি আমাদের জন্ম থেকে। আপনি আপনার দাদা দাদী / নানা নানীর দিকে তাকান । উনারা দেখবেন , বুড়ো বয়সেও কত শক্তিশালী। আমাদের দাদা নানারা দেখবেন , ৭০ বছর বয়সেও অনেক দূর হেটে হেটে নামাজ পরতে যাচ্ছে , চা খেতে যাচ্ছে। আমার দাদা ৮০+ বয়স হওয়ার পরেও চশমা ছাড়া পেপার পরত । এবার আমাদের বাবা মায়ের দিকে তাকান। কিছু পরিবর্তন পাচ্ছেন ? উনাদের কোমর ব্যাথা , হাটু ব্যাথা , হাড় ক্ষয় হয়ে যাওয়া ধরনের অসুখ দেখতে পাচ্ছেন ?

বর্তমান বাংলাদেশ

আঘাত থেকেই জেদ জন্মায়, আর জেদ থেকে সফলতা।✊💛
15/07/2025

আঘাত থেকেই জেদ জন্মায়, আর জেদ থেকে সফলতা।✊💛

Address

Joypur

Alerts

Be the first to know and let us send you an email when মেহেরিমা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share