
06/09/2025
আপনি যতই ভালো হন না কেন মানুষের যতই উপকার করেন না কেন তবু আপনি কিছু অকৃতজ্ঞ মানুষের কাছে কখনো ভালো হতে পারবেন না আপনার পিছনে আপনাকে নিয়ে সমালোচনা করবেই মানুষের কথা কানে না নিয়ে গায় না মেখে আপনি আপনার মত চলেন কারন আপনার জীবনটা শুধু আপনার কে কি বলল কে কি করলো ওগুলো কখনো মাথায় নিবেন না কারণ রাস্তার কুকুর মানুষ দেখলে কামড়ানোর জন্য ঘেউ ঘেউ করবে তাই বলে কি কুকুরের ভয়ে আপনি রাস্তায় পথ চলা বাদ দিবেন কুকুরের কাজই হচ্ছে পিছনে ঘেউ ঘেউ করা সে কখনো মানুষের সামনে আসতে পারে না তাই ভালো মানুষ কখনো কুকুরের মত পিছনে ঘেউ ঘেউ করে না সামনে এসে চোখে চোখ রেখে মোকাবেলা করে💓