04/05/2022
জয়পুরহাটে সিএনজির ধাক্কায় গৃহবধূর মৃত্যু
জয়পুরহাটে সিএনজির ধাক্কায় গৃহবধূর মৃত্যু
জয়পুরহাট প্রতিনিধি: ০৪ মে, ২০২২
জয়পুরহাটের ধারকী-হিচমী সড়কের হিচমী বাজার এলাকায় সিএনজি রিকশার চাপায় মিতু আক্তার (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার বেলা তিনটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মিতু জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের ভিডিও ব্যবসায়ী আবু হাসানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরের পর বানিয়াপাড়াস্থ শশুড় বাড়ী থেকে মা, ভাই, ভাবীসহ ৫ জনকে নিয়ে একটি অটো রিকশা যোগে গৃহবধূ মিতু তার বাবার বাড়ী পাঁচবিবিতে যাওয়ার জন্য রওয়ানা দেয়।
পথিমধ্যে ধারকী-হিচমী সড়কের হিচমি মাষ্টার পাড়া এলাকায় অটোরিকশা থেকে পড়ে যায় মিতু। এ সময় সামনের দিক থেকে আসা একটি সিএনজি রিকশা তাকে সজোরে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করার আধাঘন্টা পরই তার মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবার থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
- সাহিদুল ইসলাম সবুজ, জয়পুরহাট।