Freelancer Emon

Freelancer Emon I'm a digital marketer & S.O of Future IT language training Institute

10/01/2025

কি করলাম 🤧🥲

আপনার কাছে যেটা ফেলনা, অনেকের কাছেই সেটা মহা মূল্যবানকিছু দিন আগেও জানতাম এটা দিয়ে বিভিন্ন প্রকার হ্যান্ডি ক্রাফ্ট তৈরি ...
25/02/2024

আপনার কাছে যেটা ফেলনা, অনেকের কাছেই সেটা মহা মূল্যবান

কিছু দিন আগেও জানতাম এটা দিয়ে বিভিন্ন প্রকার হ্যান্ডি ক্রাফ্ট তৈরি হয় কিন্ত ফেসবুকে স্ট্যাটাস দেখলাম যে, এই দুইটা কচুরিপনার প্রাইস জাপানে ৩০০ ইয়ান যা বাংলাদেশী টাকায় প্রায় ২২০ টাকা।

পরে কৌতুহল জাগলো জাপানে এটার এত দাম কেন??

জাপানিরা নাকি এটা ভেজিটেবল হিসেবে খায়... প্রচুর পরিমাণে ক্যারোটিনে সমৃদ্ধ। এমনকি কমার্সিয়ালি ভাবে কিছু কিছু জায়গায় চাষ ও হয়।

সম্ভাবনা সব স্থানেই নিহিত রয়েছে, শুধু খুজে নিতে হয় সঠিক স্থান।

22/02/2024

নিজের এবং পরিবারের জন্য কাজ করি।নিজেকে এমন জায়গায় নিয়ে যাই যেন যে ইগনোর করতো সে পরিচয় দেয় সে আমার বন্ধু, ভাই।।।

এখনো সময় আছে, চাহিদা সম্পন্ন কাজে, নিজের স্কিল ডেভেলপ করে, নিজেকে এগিয়ে নিতে হবে। না হলে এমনিতেই ঝরে পরতে হবে।
19/02/2024

এখনো সময় আছে, চাহিদা সম্পন্ন কাজে, নিজের স্কিল ডেভেলপ করে, নিজেকে এগিয়ে নিতে হবে। না হলে এমনিতেই ঝরে পরতে হবে।

12/02/2024

বাংলাদেশের বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। এটি এমন একটি পেশা যেখানে কাজ করার কোনো ধরাবাঁধা সময় নেই। আপনার যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা কাজ করতে পারেন।

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।

বাংলাদেশের বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। এটি এমন একটি পে...
12/02/2024

বাংলাদেশের বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। এটি এমন একটি পেশা যেখানে কাজ করার কোনো ধরাবাঁধা সময় নেই। আপনার যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা কাজ করতে পারেন।

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।

What is SEO?এসইও (SEO) এর অর্থ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization)।এটি একটি মাধ্যম যার দাড়া সার্চ ইঞ্...
12/02/2024

What is SEO?

এসইও (SEO) এর অর্থ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization)।

এটি একটি মাধ্যম যার দাড়া সার্চ ইঞ্জিনের ফলাফল পৃষ্ঠায় কোনও ওয়েবসাইটের দৃশ্যমানতা বাড়াতে সাহায্য করে।

Why we use SEO?

এসইও ফল পৃষ্ঠায় ওয়েবসাইটকে আরও ভাল র‌্যাঙ্ক করতে সহায়তা করে।

তাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দারা ভাল র‌্যাঙ্কিং এর কারণে ওয়েবসাইটটি আরও ট্রাফিক পাওয়া যায়, উন্নত এক্সপোজার এবং উপার্জনের আরও সুযোগ তৈরি করতে সাহায্য করে।

What are search engines?

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন সম্পূর্ণরূপে সার্চ ইঞ্জিনের উপর নির্ভর করে। তাহলে আমাদের জান্তে হবে কি কি সার্চ ইঞ্জিন আছে ।

সার্চ ইঞ্জিন সফ্টওয়্যারের নকশা করা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে তথ্য অনুসন্ধানের জন্য ।Google, Yahoo, Bing, Baidu, Ask, AOL Search, WebCrawler, MyWebSearch, Infospace, Dogpile, and DuckDuckGo কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম।

Google হল শীর্ষস্থানীয় সার্চ ইঞ্জিন এবং ৮০% – ৯০% লোক বিশ্বজুড়ে এটি ব্যবহার করে থাকে । বাকি ২০% – ১০% উল্লিখিত অন্যান্য সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকে।
আপনি কাজ করতে চাইলে Apply Now!

বাংলাদেশের বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। এটি এমন একটি পে...
11/02/2024

বাংলাদেশের বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। এটি এমন একটি পেশা যেখানে কাজ করার কোনো ধরাবাঁধা সময় নেই। আপনার যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা কাজ করতে পারেন।

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।
নিজের ভবিষ্যৎ টাকে সুন্দর করে তৈরি করেন।

ফ্রিল্যান্সিং শিখুন , ফ্রি ক্লাস করে সবকিছু জানুন ।ফ্রিল্যান্সিং করার জন্য যে সকল বিষয় প্রয়োজন , শুরু করার আগে অবশ্যই আ...
11/02/2024

ফ্রিল্যান্সিং শিখুন , ফ্রি ক্লাস করে সবকিছু জানুন ।
ফ্রিল্যান্সিং করার জন্য যে সকল বিষয় প্রয়োজন , শুরু করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে ।
আমাদের অনলাইন ফ্রি সেমিনার ক্লাস করে সবকিছু জানুন এবং শুরুটা সুন্দর ভাবে করুন ।

গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিং মাষ্টার ক্লাস ।

প্রশিক্ষণের সুবিধাসমূহ:
১। দক্ষ ট্রেইনারের মাধ্যমে ক্লাস নেয়া হয়
২।কোর্স শেষে থাকছে সার্টিফিকেট
৩।লাইভ ক্লাস ও ভিডিও ব্যাকআপ
৪।লাইফটাইম মেম্বারশিপ সাপোর্ট

তাই অপেক্ষা না করে , এখুনি Apply করুন ।

Address

Joypurhat Government College Joypurhat
Joypur
5900

Telephone

+8801819260876

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Emon:

Share