Azmaine hossain apoun

Azmaine hossain apoun AZMAINE HOSSAIN OFFICIAL FB PAGE

22/05/2025
With বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার - Commercial Service, Bangladesh Betar – I just got recognized as one of their ...
15/04/2025

With বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার - Commercial Service, Bangladesh Betar – I just got recognized as one of their top fans! 🎉

শাকিব-অপু জুটি বাঁধার পর থেকেই বক্স অফিসে ‘নাম্বার ওয়ান শাকিব খান’। তখন থেকেই অপু বিশ্বাসের ‘মনের ঘরে‌ বসত করে’ আমাদের ...
25/02/2025

শাকিব-অপু জুটি বাঁধার পর থেকেই বক্স অফিসে ‘নাম্বার ওয়ান শাকিব খান’। তখন থেকেই অপু বিশ্বাসের ‘মনের ঘরে‌ বসত করে’ আমাদের ‘ঢাকার কিং’। তখন থেকেই অপু বলতে থাকেন ‘তুমি আমার মনের মানুষ’ আমি তোমার ‘প্রেমে পড়েছি’। ‘মন যেখানে হৃদয় সেখানে’ তোমার ছবি আঁকা হয়ে গেছে। ‘নিঃশ্বাস আমার তুমি’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’ কিন্তু প্রকাশ করতে পারি নি। কারণ মেয়েদের ‘বুক ফাটে তো মুখ ফুটে না’। হঠাৎ একদিন ‘ভালোবাসার লাল গোলাপ’ দিয়ে বলেন তুমি আমার ‘প্রেমিক পুরুষ’, ‘প্রেমিক নাম্বার ওয়ান’। আমার ‘জন্ম তোমার জন্য’। তুমি যদি ‘একবার বলো ভালোবাসি’ তাহলে আমি ‘তোমার জন্য মরতে পারি’। কারণ, আমি হতে চাই। ‘কথা দাও সাথী হবে’ তোমাকে না পেলে ‘জান কুরবান’ করে দেবো। ‘ভালোবাসা দিবি কিনা বল?’।

এসব কথা শুনে শাকিব ‘ও সাথীরে...’ ‘তুমি আমার প্রেম’ বলে বুকে টেনে নিলেন শাকিব খান। ভালোভাবেই চলছিল তাঁদের ‘জনম জনমের প্রেম’। ‘জীবন মরনের সাথী’ হয়ে চলছে পর্দা রোমান্স। ২০০৮ সালে ‘কাবিননামা’য় ‘এক টাকার দেন মোহর’ দিয়েও ‘লাভ ম্যারেজ’ করতে প্রস্তুত অপু বিশ্বাস। কিন্তু শাকিব খানের কাছে ’টাকার‌ চেয়ে প্রেম বড়’, তাই বলেন ‘যদি বউ সাজো‌ গো’ তাহলে ‘কোটি টাকার প্রেম’কে স্বীকৃতি দিতে ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ‘ভালোবাসা এক্সপ্রেস’ করে ঘরে তুলে নেবো। কাজী অফিসে গিয়ে অপু বলেন, ‘প্রিয়া আমার জান’ তুমি ‘বলোনা কবুল’। দুজনের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঢালিউড ‘সম্রাট’ শাকিব খান ‘দুর্ধর্ষ প্রেমিক’ ও ‘ডেয়ারিং লাভার’-এর মত অপুকে গোপনে বিয়ে করায় প্রমান হয় ‘প্রেম মানেনা বাঁধা’।

‘মায়ের হাতে বেহেস্তের চাবি’ অপুকে দিয়ে ‘স্বামীর সংসার’ বুঝিয়ে দিলেন। তখন থেকেই ’আমাদের ছোট সাহেব’ অপু বিশ্বাসের পরিবারের কাছে ‘আদরের জামাই’, অপুর ‘দাদীমা’দের কাছে ‘পাংকু জামাই’ এবং অপু বিশ্বাসের ভক্তের কাছে ‘সেরা নায়ক’। কারো কাছে আবার ‘চাচ্চু আমার চাচ্চু’।

কথায় আছে না, ‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’। ঠিক তেমনটি ঘটেছে ‘মাই নেম ইজ খান’-এর বেলায়। অপু ‘মিয়া বাড়ির চাকর’দের ফাঁদে পড়ে ‘টপ হিরো’ থেকে সরানোর জন্য ‘রাজনীতি’ শুরু করেন। শাকিব খান ‘মনে বড় কষ্ট’ নিয়ে বলেন ‘হায় প্রেম হায় ভালোবাসা’। তখন তিনি ‘পিতার আসন’-এ, কারন অপু বিশ্বাসের গর্ভে ‘রাজাবাবু’র সন্তান। তাই ‘সন্তান আমার অহংকার’ ভেবে কিছু বলেন নি। কিন্তু ২০১৭ সালে ‘মনের জ্বালা’য় ডিভোর্স দিয়ে ‘কঠিন প্রতিশোধ’ নিলেন ‘কিং খান’।

দুজনকে একত্রিত করার জন্য ‘জিদ্দি মামা’, ‘চাচ্চু’ সবাইকে ডাকেন অপু। আর বলেন ‘আমার বুকের মধ্যিখানে’ এখনও তোমার বসবাস ‘অন্তরে আছো তুমি’, এখনও তোমায় ভুলতে পারি নি। তুমি ‘আমার জান আমার প্রাণ’। এখনও আগের মতোই ‘মনেপ্রাণে আছো তুমি’। আমাকে তুমি ক্ষমা করে দাও। বাকীটা জীবন ‘এক মন এক প্রাণ’ হয়ে কাটাতে চাই।

শাকিব খান এতদিনে ‘হিটম্যান’ হয়ে পড়েন তাই আর দ্বিতীয় সুযোগ দেননি। তার পর থেকে অপু বিশ্বাসের ফ্যানদের কাছে শাকিব খান ‘দেবদাস’, ‘রাজা ৪২০’ হয়ে গেলেন আমাদের ‘হিরো: দ্য সুপারস্টার’। ‘জান‌ আমার জান’, ‘তোর কারনে‌ বেঁচে আছি’ বলা ভালোবাসা এখন দুই দিকে ‘দুই পৃথিবী’।

বিঃদ্রঃ - এ জুটির সকল সিনেমা রোমান্টিক, নামও তেমন। তাই এর চেয়ে ইন্টারটেইনমেন্ট ছন্দ মেলানো পসিবল ছিল।

--♥️💞♥️💕

30/01/2025

✍️তিনটি জিনিসকে চিন্তা করে ব‍্যবহার করো.
কলম,,,।
কসম,,,।
ওয়াদা,,,।

✍️তিনটি জিনিস থেকে দূরে থাকো..
মিথ্যা,,,।
অহংকার,,,।
অভিশাপ,,,।

✍️তিনটি জিনিস অভ‍্যাস করো..
হালাল,,,।
সত্য বলা,,,।
হালাল রিজিক,,,।

✍️তিনটি জিনিসকে আয়ত্তে রেখো..
রাগ,,,।
জিহ্বা,,,।
অন্তর,,,।

✍️তিনটি জিনিস সর্বদা মনে রেখো..
উপদেশ,,,।
উপকার,,,।
মৃত্যু,,,।

✍️তিনটি জিনিস পেরেশানিতে রাখে..
হিংসা,,,।
অভাব,,,।
সন্দেহ,,,।

✍️তিনটি জিনিস সম্মান নষ্ট করে..
চুরি,,,।
চোগল,,,।
মিথ্যা,,,।

✍️তিনটি জিনিস মৃত্যুর পর উপকার করে..
সু_সন্তান,,,।
সদকা,,,।
ইলম,,,।

✍️তিনটি জিনিস ফিরিয়ে আনা যায়না..
বন্দুকের গুলি,,,।
কথা,,,।
রুহ,,,।

✍️তিনটি জিনিস একবার আসে..
পিতামাতা,,,।
সৌন্দর্য,,,।
যৌবন,,,।

✍️তিনটি জিনিসের ভরসা করা ঠিক না..
নদীর পাড়ের বাড়ি,,,।
ব্রেক ছাড়া গাড়ি,,,।
পর্দা ছাড়া নারী,,,।

আল্লাহ সবাই কে বুঝার তৌফিক দিন...
আমিন 🤲🤲

27/01/2025

আজ ২৭ জানুয়ারি সোমবার
আজ দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ
আলহামদুলিল্লাহ

Good afternoon Top Fans
26/01/2025

Good afternoon
Top Fans

26/01/2025

আমার কিছু ফলোয়ার দরকার নতুন পেজ আমার সবাই একটু ফলো দেন প্লিজ
ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় 💕💕

ছোট্ট বেলার কবিতা আমি ২০১০ সালের চতুর্থ শ্রেণীতে পড়ছিলাম।কবিতাটি খুব সুন্দর 🥰🥰
26/01/2025

ছোট্ট বেলার কবিতা
আমি ২০১০ সালের চতুর্থ শ্রেণীতে পড়ছিলাম।
কবিতাটি খুব সুন্দর 🥰🥰

26/01/2025

Address

Joypur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azmaine hossain apoun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share