Joypurhat Times 24.Com

Joypurhat Times 24.Com জয়পুরহাটের সব খবর সবার আগে জানতে চোখ রাখুন ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল Joypurhat Times এ
(1)

জয়পুরহাট জেলার সব খবর সবার আগে জানতে পেইজটিতে লাইক দিয়ে সাথেই থাকুন

18/09/2025

সবাই নিজ দল কে সাপোর্ট করে।আর আমাদের এমন দল তাদের জন্য অন্য দল কেউ সাপোর্ট করতে হয়।
বানীতে জৈনিক বাংলাদেশের সাপোর্টার

18/09/2025

আজ ‘প্রথম প্রেম দিবস।’ ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির যাত্রা শুরু হয়। এরপর থেকে প্রতিবছরই উদযাপিত হচ্ছে দিবসটি

18/09/2025

জয়পুরহাটের আক্কেলপুরে ফিলিং স্টেশন থেকে চুরি হওয়া ট্রাকটি পাওয়া গেলো জয়পুরহাট পৌর শহরের উদয় ফিলিং স্টেশনে।

গত রাতে  জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলাধীন মেসার্স আক্কেলপুর ফিলিং স্টেশন চত্বর থেকে মেসার্স রেখা এন্টারপ্রাইজ এর ০১টি...
17/09/2025

গত রাতে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলাধীন মেসার্স আক্কেলপুর ফিলিং স্টেশন চত্বর থেকে মেসার্স রেখা এন্টারপ্রাইজ এর ০১টি ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৯৪৭৯) চুরির ঘটনা ঘটে।জানা যায়, উক্ত ট্রাকের ড্রাইভার মোঃ হাসান আলী গত ১৬/০৯/২০২৫ তারিখ ২২ঃ০০ ঘটিকায় ট্রাকটি পরিষ্কার করার পর সেখানে রেখেছিল।
।উল্লেখ্য, মেসার্স আক্কেলপুর ফিলিং স্টেশনের সিসি ক্যামেরা অচল থাকায় (অর্থাৎ ক্যামেরা আছে কিন্তু মনিটর নেই) উপজেলা ট্র্যাক শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা বর্তমানে ফিলিং স্টেশনটি ঘিরে রেখেছে। বর্তমানে উক্ত ফিলিং স্টেশন থেকে কোন তেল সরবরাহ করা হচ্ছে না.
Rifat Hossain

নতুন রূপে জয়পুরহাটের ভাইরাল" আই লাভ জয়পুরহাট। "ছবি - জান্নাতুল ফেরদৌস বেবী
16/09/2025

নতুন রূপে জয়পুরহাটের ভাইরাল" আই লাভ জয়পুরহাট। "
ছবি - জান্নাতুল ফেরদৌস বেবী

জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন পিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: মাহ...
16/09/2025

জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন পিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: মাহফুজার রহমান (মিঠু স্যার)। তিনি এবার বিভাগীয় পর্যায়ে জয়পুরহাট জেলার প্রতিনিধিত্ব করবেন।

মো: মাহফুজার রহমান আগেও তিনি ৫ বার জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সম্মান অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে এবং অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠা পিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়-ই হলো জয়পুরহাট জেলার একমাত্র বিদ্যালয়, যা রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে ।

বায়তুল জান্নাত জামে মসজিদ চিত্রা পাড়ার সামনে একটি ভ্যান হতে একটি ঘারের ব্যাগ হারিয়ে গিয়েছে কেউ পেয়ে থাকলে অনুগ্রহ করে যো...
15/09/2025

বায়তুল জান্নাত জামে মসজিদ চিত্রা পাড়ার সামনে একটি ভ্যান হতে একটি ঘারের ব্যাগ হারিয়ে গিয়েছে কেউ পেয়ে থাকলে অনুগ্রহ করে যোগাযোগ করুন। ব্যাগে প্রয়োজনীয় কিছু ডুকোমেন্ট চার্জার পাওয়ার ব্যাংক রয়েছে। 01774-352453

14/09/2025

আজ বিকেল ৫.১৩ মিনিটের হয়ে যাওয়া ভূমিকম্প কে কে বুঝতে পারছেন.?

একটি জরুরি ঘোষণা আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আক্কেলপুর উপজেলা আনসার ভিডিপি সদস্য সদস্যাদের বাছাই কার্যক্রম আগামী ১৬/০৯/২০২...
14/09/2025

একটি জরুরি ঘোষণা

আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আক্কেলপুর উপজেলা আনসার ভিডিপি সদস্য সদস্যাদের বাছাই কার্যক্রম আগামী ১৬/০৯/২০২৫ মঙ্গলবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। আক্কেলপুর উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে।
উক্ত বাছাই কার্যক্রমের জন্য যা যা সাথে আনতে হবে।
০১। প্রার্থীর মূল জাতীয় পরিচয়পত্র এবং ফটোকপি ।
০২। প্রশিক্ষণ সার্টিফিকেট মূল কপি ও ফটোকপি ।
০৩। রকেট এ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে বাধ্যতামূলক।
০৪। AVMIS PASSWORD সাথে আনতে হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ AVMIS রেজিস্ট্রেশন করতে হবে সকল সদস্য সদস্যাদের।

অথপরঃ আসন্ন দূর্গা পূজা উপলক্ষে কোন সদস্য সদস্যা আর্থিক কোন প্রকার লেনদেনের সাথে জরিত হবে না বা আর্থিক লেনদেনের চেষ্টা করবেন না। আর্থিক লেনদেনের কোন তথ্য পাওয়া গেলে তাদেরকে বাতিল করা হবে এবং কেও আর্থিক লেনদেন চেষ্টা করলে কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হলো।

আদেশক্রমেঃ
কাজী মাকামাম মাহমুদা
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা
আক্কেলপুর জয়পুরহাট।

13/09/2025

জয়পুরহাট সদর হাসপাতালে জরুরী ভিত্তিতে চার ব্যাগ বি পজেটিভ রক্তের প্রয়োজন।রোগীর নাম মফিজ উদ্দিন। ফোন ০১৭৩৯৬৮৭৭১২

13/09/2025

জয়পুরহাটের পুরানাপৈলের তাজপুর এলাকায় স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী খু ন, স্বামী আটক।

মোরসালিন, ছেলেটি একধারে প্রকৃতিপ্রেমী বাগানপ্রেমী। এই বয়সেই রয়েছে তার একটি নার্সারি। জয়পুরহাট সরকারি কলেজের সকল ফুলের...
13/09/2025

মোরসালিন, ছেলেটি একধারে প্রকৃতিপ্রেমী বাগানপ্রেমী। এই বয়সেই রয়েছে তার একটি নার্সারি। জয়পুরহাট সরকারি কলেজের সকল ফুলের গাছগুলো ভর্তুতি মূল্যে এসেছিল তার নার্সারি থেকেই।জয়পুরহাটের বিভিন্ন জায়গায় বিনামূল্যে লাগিয়ে থাকেন অনেক গাছ।
জয়পুরহাটের রাস্তায় চন্দ্র প্রভা,করবী, দত্তপ্রিয়া, রঙ্গন, কাঠগোলাপ, চেরি ফুল,মধু মন্জুরি,ড্রপ হলুদ এ্যালামুন্ডা সহ বাহারি বিভিন্ন ফুলের গাছ লাগিয়েছেন। পরবর্তীতে এই রাস্তায় গাছ নষ্ট হয়ে ফাঁকা জায়গায় আরো গাছ লাগানোর জন্য প্রস্তুত তিনি।
গতকাল রাতে সদর রোডে Morsalin & tasnuva amin ar যৌথ উদ্যোগে প্রায় ৫০টি ফুলের গাছ লাগিয়েছেন। আপনার বাসার আশেপাশে বৃক্ষ রোপনে এমন কোন জায়গা থাকলে জানাতে পারেন কমেন্টে

Address

Rajshahi
Joypur
5900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joypurhat Times 24.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share