Khetlalnews24.Net

Khetlalnews24.Net হাতের মুঠোয় সংবাদ

01/07/2025

Celebrating my 10th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

26/06/2025

সরকারে এসে অ ব রু দ্ধ বোধ করছি : আসিফ নজরুল

জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপি এবং যুবদল নেতার নেতৃত্বে ইজারা ছাড়াই চলছে অবৈধভাবে বালু উত্তোলন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার...
11/04/2025

জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপি এবং যুবদল নেতার নেতৃত্বে ইজারা ছাড়াই চলছে অবৈধভাবে বালু উত্তোলন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগুয়ান এলাকায় ছোট যমুনা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশালী কেরামত আলী ও কারিমুল হোসেনের বিরুদ্ধে। স্থানীয় বিএনপি ও যুবদলের রাজনীতির সঙ্গে তারা সম্পৃক্ত। সরকারি কোনো ইজারা কিংবা বৈধতা না থাকলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনের পর দিন অবাধে বালু উত্তোলন করছে তারা। কমিশনের বিনিময়ে চলছে এ বালু ব্যবসা।

এদিকে অনুমোদন না থাকায় সরকার হারাচ্ছে রাজস্ব, অপরদিকে ড্রেজার মেশিন বসিয়ে ও নদীর পাড় কেটে বালু উত্তোলন করায় আশেপাশের ফসলি জমি বিলীন হচ্ছে নদী গর্ভে। নদীর পাড় হয়েছে ঝুঁকিপূর্ণ। এ নিয়ে স্থানীয়দের বিস্তর অভিযোগ।

জানা যায়, কেরামত আলী পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের কোতোয়ালীবাগ সাত নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি ও কারিমুল হোসেন স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

স্থানীয়রা জানান, বাগুয়ান এলাকার ছোট যমুনা নদীর বালু ঘাটটিতে অবৈধ ভাবে বালু উত্তোলন করতেন খোকন হোসেন নামে এক ব্যক্তি। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পতনের পর থেকে বাগুয়ান এলাকায় ছোট যমুনায় বালুঘাট নিয়ন্ত্রণে নেয় কেরামত ও কারিমুল। এ বালুঘাটকে কেন্দ্র করে মাঝে মধ্যে সহিংস ঘটনা ঘটে। এতে একদিকে নদীর পাড় বিলীন হয়ে যাচ্ছে অপরদিকে ফসলের জমি নদী গর্ভে হারিয়ে যাচ্ছে। তারপরও আমরা ভয়ে কিছু বলতে পারি না। তাদের জ্বালায় আমরা অতিষ্ঠ ও আতঙ্কিত। আর সবকিছু দেখেও জেনো জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন নীরব। উল্টো যারা বালু উত্তোলনের বিরুদ্ধে অবস্থান নেন তাদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়।

বালুঘাটে বালু উত্তোলনের দেখভালের দায়িত্বে রয়েছেন ফারুক হোসেন নামে এক ব্যক্তি। তিনি বলেন, ৫ আগস্টের পরে থেকে এ বালুঘাট আমি দেখাশোনা করি। আগে এখানে খোকন বালুর ব্যবসা করতো। পাঁচবিবি উপজেলার একমাত্র বাগজানা বালুঘাটের ইজারা হয়। আর কোন বালুঘাটের ইজারা নাই। অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি এমন প্রশ্নে তিনি বলেন, স্থানীয় বিএনপি নেতা কেরামত ও কারিমুলকে ম্যানেজ করে এ ব্যবসা করা হচ্ছে। বিনিময়ে তাদেরকে কমিশন দিতে হয়। এভাবেই চলছে বালুরঘাট।

অবৈধ বালুরঘাটের বালু ব্যবসায় কমিশন নেওয়ার বিষয়ে স্থানীয় যুবদল নেতা কারিমুল হোসেন বলেন, সরকার পরিবর্তন পরে এ বালুঘাট খোকনকে কিছু টাকা দিয়ে কেরামত চাচা এ বালুঘাটের পার্টনার হয়েছে।

অভিযুক্ত কেরামিত আলি জয়পুরহাট এর পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের কোতোয়ালীবাগ সাত নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি তবে।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ দ বলেন, আমি এ বিষয়ে অবগত ছিলাম না। আপনার মাধ্যমে জানতে পারলাম। আমি আইন বিধি মোতাবেক ব্যবস্থা নেবো।

-রাব্বিউল হাসান রমি

17/11/2024

আজকের রাশিফল
(বিস্তারিত কমেন্ট)

২৭ অক্টোবর (রোববার) দুপুর ২টায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের শিশি গ্রাম থেকে একটি ভ্যান চুরি হয়ে গিয়েছে। ...
27/10/2024

২৭ অক্টোবর (রোববার) দুপুর ২টায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের শিশি গ্রাম থেকে একটি ভ্যান চুরি হয়ে গিয়েছে। কেউ যদি এই চোরকে ধরিয়া দিতে পারেন তাহলে নগদ দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

কেউ যদি খোঁজ পান তাহলে ০১৭৩৩-৬৩৮৪৯৫ এই নাম্বারে যোগাযোগ করুন।

সূত্র : ক্ষেতলাল পরিবার

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের ৩৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ...
15/10/2024

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের ৩৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২২৯ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন শিক্ষার্থী।

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ১৫ (মঙ্গলবার) সকাল ১১টা থেকে সারা দেশের শিক...
15/10/2024

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ১৫ (মঙ্গলবার) সকাল ১১টা থেকে সারা দেশের শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফলাফল সংগ্রহ করছে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের ফলাফল প্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটি মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৯ জন এর মধ্যে কৃতকার্য হয়েছে মাত্র ৫ জন।

কলা প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ ও শর্করাসমৃদ্ধ। কলা খেলে পেট ভরা ভরা লাগে, খিদেও কমে যায়। ফলে প্রয়োজনের অতিরিক্ত খাওয়া ...
13/10/2024

কলা প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ ও শর্করাসমৃদ্ধ। কলা খেলে পেট ভরা ভরা লাগে, খিদেও কমে যায়। ফলে প্রয়োজনের অতিরিক্ত খাওয়া কমে এবং ওজন বাড়তে পারে না। এ ছাড়া কলা আমাদের রক্তে চিনির পরিমাণ কমিয়ে ফেলে এবং ইনসুলিন হরমোনের প্রতি শরীরের সংবেদনশীলতা বাড়ায়। শরীর যদি ইনসুলিনের প্রতি সংবেদনশীল না থাকে, তাহলে গ্লুকোজ ঠিকভাবে শোষিত হয় না। তখন অগ্ন্যাশয় থেকে আরও বেশি ইনসুলিন উৎপন্ন হতে থাকে। আর শরীরে বেশি ইনসুলিন থাকলে মানুষের ওজন বেড়ে যায়।

অগ্রযাত্রা মানবাধিকার, উন্নয়ন ও আইন সহায়তা সংস্থার জয়পুরহাট জেলা সমন্নয়কারী হিসাবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক রাসেল আহমেদ।...
13/10/2024

অগ্রযাত্রা মানবাধিকার, উন্নয়ন ও আইন সহায়তা সংস্থার জয়পুরহাট জেলা সমন্নয়কারী হিসাবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক রাসেল আহমেদ। ১৩ অক্টোবর (রোববার) সংস্থাটি সভাপতি ও নির্বাহী পরিচালক এ্যাডভোকেট আরাফাত হোসেন মুন তাকে এ দায়িত্বভার অর্পন করেন।

জয়পুরহাটের পাঁচবিবিতে  উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা...
13/10/2024

জয়পুরহাটের পাঁচবিবিতে উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা। ১৩ অক্টোবর (রোববার) বিকেলে বিজয়া দশমীতে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হয় তাদের এই উৎসব।

ভক্তবৃন্দের কণ্ঠে ’মা তুমি আবার এসো’এ আকুতি জানিয়ে রোববার দেবীর ললাটের সিদুঁর আপন ললাটে এঁকে নেন নারীরা। এই সিদুঁর খেলা ...
13/10/2024

ভক্তবৃন্দের কণ্ঠে ’মা তুমি আবার এসো’এ আকুতি জানিয়ে রোববার দেবীর ললাটের সিদুঁর আপন ললাটে এঁকে নেন নারীরা। এই সিদুঁর খেলা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি হলো পাঁচদিন ব্যাপী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের।

পাঁচদিন ব্যাপী দুর্গোৎসবের শেষ দিনে রোববার মণ্ডপে মণ্ডপে চলে সিদুঁর খেলা। এরপর দেবীর বিসর্জন ও শান্তিজল গ্রহণের পালা। গত বুধবার বোধনে ’অরুণ আলোর অঞ্জলি নিয়ে আনন্দময়ী মা উমাদেবীর আগমন ঘটে মর্ত্যে। হিন্দু বিশ্বাসে টানা পাঁচ দিন মৃন্ময়ীরুপে মণ্ডপে মণ্ডপে থেকে ফিরে গেছেন কৈলাসে স্বামী শিবের সান্নিধ্যে।

পাঁচবিবি থানার ওসি কাওসার আলী জানান, বিজিবির পক্ষ থেকে ভারতীয় নাগরিক মিন্টু মন্ডলের নামে থানায় মামলা করা হয়েছে। ওই ব্যক্...
13/10/2024

পাঁচবিবি থানার ওসি কাওসার আলী জানান, বিজিবির পক্ষ থেকে ভারতীয় নাগরিক মিন্টু মন্ডলের নামে থানায় মামলা করা হয়েছে। ওই ব্যক্তির কাছ থেকে মিন্টু রহমান, পিতা- কাশেম উদ্দিন, উচনা, ধরঞ্জী, পাঁচবিবি, জয়পুরহাট- এই ঠিকানার একটি বাংলাদেশি এনআইডি (জাতীয় পরিচয়পত্র) কার্ড পাওয়া গেছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Address

Khetlal Upazila Parishad Gate, Main Road, Khetlal
Joypur
5920

Alerts

Be the first to know and let us send you an email when Khetlalnews24.Net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khetlalnews24.Net:

Share