Khan Saheb 93

Khan Saheb 93 Never Stop In Life
Because
Life Is Race
(1)

26/04/2025

ঢাকা টু খুলনা 🏍️

সাদা কালো জীবন,কখনো আঁধার কখনো বা আলো এইতো আছি বেশ ভালো। ゚
26/03/2025

সাদা কালো জীবন,
কখনো আঁধার কখনো বা আলো এইতো আছি বেশ ভালো।

13/04/2024

আলহামদুলিল্লাহ ❣️

29/02/2024
😇কাজলা দিদি যতীন্দ্রমোহন বাগচীবাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই?পুকুর ধারে লেবুর তলে...
22/02/2024

😇কাজলা দিদি
যতীন্দ্রমোহন বাগচী

বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই?
পুকুর ধারে লেবুর তলে,
থোকায় থোকায় জোঁনাক জ্বলে,
ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই,
মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?

সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো;
দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?
খাবার খেতে আসি যখন
দিদি বলে ডাকি তখন,
ও-ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো?
আমি ডাকি, তুমি কেন চুপটি করে থাকো?

বল্ মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে?
কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে!
দিদির মত ফাঁকি দিয়ে
আমিও যদি লুকাই গিয়ে
তুমি তখন একলা ঘরে কেমন ক'রে রবে?
আমিও নাই- দিদিও নাই- কেমন মজা হবে!

ভূঁই-চাঁপাতে ভরে গেছে শিউলী গাছের তল,
মাড়াস্ নে মা পুকুর থেকে আনবি যখন জল।
ডালিম গাছের ফাঁকে ফাঁকে
বুলবুলিটা লুকিয়ে থাকে,
উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল,
দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল্।

বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
এমন সময় মাগো আমার কাজলা দিদি কই?
লেবুর তলে পুকুর পাড়ে
ঝিঁঝিঁ ডাকে ঝোপে ঝাড়ে,
ফুলের গন্ধে ঘুম আসে না, তাইতো জেগে রই,–
রাত্রি হোল মাগো, আমার কাজলা দিদি কই?

07/12/2023

🕊️🕊️🕊️🕊️

04/11/2022

🥰

19/10/2022

ভালো কাজ করতে টাকা লাগেনা।

আমরা চাইলেই প্রতিদিন একটি করে ভালো কাজ করতে পারি,

আজ উত্তরা এলাকায় এই প্রাণীটি রাস্তায় দেখতে পাই অনেকেই দেখছিলো আর বলছিলো যে গাড়ি চাপায় এটা মারা যাবে কিন্তু কেউ প্রাণীটিকে ধরে নিরাপত জায়গায় রাখলো না, অতপর আমি নিজেই প্রাণীটিকে ধরে নিরাপত জায়গায় রাখলাম,
পরবর্তীতে নিজের মাঝে অন্য রকম এক ভালোলাগা অনুভব করলাম 🥰

10/10/2022

চলো বহুদূর 🙂

10/10/2022

মাঠের মধ্যে বাইক এক্সিডেন্ট 😢

যদিও এনারা আমার পরিচিত কেউ নয় তবুও একজন মানুষ হিসেবে আমাদের সবার উচিত একে অপরের বিপদে এগিয়ে আসার। সৌভাগ্যবশত ৩জনের কারো বড় ধরনের কোন আঘাত লাগেনি শুধু ওনার পায়ে একটু আঘাত পেয়েছে।
আর আপনারা যারা মাঠে বাইক চালান মনে রাখবেন অতি গতি হতে পারে আপনার অনেক বড় ক্ষতি। অতিরিক্ত গতিতে মাঠে যখন বাইক চালাবেন আর যখন আপনি সজোরে ব্রেক করবেন ঠিক এই ভাবে দুর্ঘটনার শিকার হতে পারেন।
কারন কাঁচা সবুজ ঘাসে এবং বালির মধ্যে বাইকের চাকা ভালো গ্রিপ পায় না তাই বাইকের চাকা স্লিপ করে আপনি দুর্ঘটনার শিকার হতে পারেন।

সকলের মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে বাইক চালাবেন আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন ।

Address

Jurain

Opening Hours

Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801926599038

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khan Saheb 93 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khan Saheb 93:

Share