Poem.BD

Poem.BD কবিতা, উক্তি, আবৃত্তিসহ সাহিত্য সংশ্লিষ্ট সকল ক্রিয়েটিভ কাজ প্রকাশের মাধ্যম হিসাবে পদ্যের পদযাত্রা।
(4)

কলমাকান্দা , নেত্রকোণা 💚
13/04/2024

কলমাকান্দা , নেত্রকোণা 💚

10/03/2024

সারাজীবন কেবল সেই মানুষটির কথাই মনে রইল, যাকে ভেবেছিলাম ভুলে যাব!

মির্জা গালিব

“ঠোঁট যতই সুন্দর হোক হাসতে না জানলে সে ঠোঁটের সৌন্দর্য ম্লান হয়ে যাবে।”  —ম্যানিঞ্জার
06/03/2024

“ঠোঁট যতই সুন্দর হোক হাসতে না জানলে সে ঠোঁটের সৌন্দর্য ম্লান হয়ে যাবে।”
—ম্যানিঞ্জার

আমি তারে বলিনি, বিদায়।পাখি তবু নিজে উড়ে গেলআজ আকাশও যায় যায়!- ইমতিয়াজ মাহমুদ
29/02/2024

আমি তারে বলিনি, বিদায়।
পাখি তবু নিজে উড়ে গেল
আজ আকাশও যায় যায়!

- ইমতিয়াজ মাহমুদ

আমি রিসিপশনডেস্কে জব করছি! পাশেইই আমার হাজবেন্ডের অফিস। আমার স্বামী প্রতিদিনই আমার অফিসে গিয়ে প্রচুর জ্বালায়।যেহেতু সে...
17/02/2024

আমি রিসিপশনডেস্কে জব করছি! পাশেইই আমার হাজবেন্ডের অফিস। আমার স্বামী প্রতিদিনই আমার অফিসে গিয়ে প্রচুর জ্বালায়।
যেহেতু সেটা আমার অফিস তাকে আমার যথাযথ সম্মান দেওয়া লাগে! স্যার স্যার করা লাগে,

আমার অফিসে সে এসে বলবে, আপনার বিহেভিয়ার
আরও মার্জিত হতে হবে :) আমি কিন্তু আপনার নামে কমপ্লেইন করবো যে আপনার বিহেভিয়ার রুড!

আবার দিনে ৩/৪ বার আমার অফিসের টেলিফোনে ফোন দিবে, আমি যদি বলি বলো কি বলবা, তখন সে বলে, স্যার ডাকুন সুন্দর করে কথা বলুন!

আমি আমার স্বামীর এই অত্যাচারে অতিষ্ঠ।
তাকে কেমনে শায়েস্তা করবো উপায় বলেন

(অনবিহাফ) কপি

মানুষের যে কত রকমের সমস্যা থাকে 🙄

16/02/2024

অনেক তো হলো দূরত্বের অভিনয় এবার না হয় ২০১৯ শে ফিরি 🍂🍁
সেই পুরোনো স্মৃতি তে আবার বাস করি
১০/৫ মিনিট এর সেই চোখে তাকানোর খেলায় আবার জয়ী হই,,💫
অনেক দূর থেকেও চোখের শান্তির জন্য তোমার আবছা ছায়া কে খুঁজি🧐
অনেক মানুষ এর প্রতিচ্ছবির মাঝেও তোমার কে নিখুঁত ভাবে দেখার সুযোগ না হারাই🤗
অনেক তো হলো চলো না এবার ১৯ শে ফিরি 🙂🌼

31/01/2024
এক কোম্পানীতে ছিলো এক পিঁপড়া। সে প্রতিদিন ৯টায় অফিসে ঢুকতো। তারপর কারো সঙ্গে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত।সে...
06/01/2024

এক কোম্পানীতে ছিলো এক পিঁপড়া। সে প্রতিদিন ৯টায় অফিসে ঢুকতো। তারপর কারো সঙ্গে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত।

সে যে পরিমাণ কাজ করত, তাতে কোম্পানির উৎপাদন হতো প্রচুর এবং এর ফলে সে আনন্দের সঙ্গেই জীবন নির্বাহ করত।

ওই অফিসের সিইও সিংহ অবাক হয়ে দেখত, এই পিঁপড়াটি কোনো ধরনের সুপারভিশন ছাড়াই প্রচুর কাজ করছে। সিংহ ভাবল, পিঁপড়াকে যদি কারও সুপারভিশনে দেওয়া হয়, তাহলে সে আরও বেশি কাজ করতে পারবে।

কয়েক দিনের মধ্যেই সিংহ একটি তেলাপোকাকে পিঁপড়ার সুপারভাইজার হিসেবে নিয়োগ দিল। সুপারভাইজার হিসেবে এই তেলাপোকাটির ছিল দীর্ঘদিনের অভিজ্ঞতা, আর সে দুর্দান্ত রিপোর্ট লিখতে পারত।

তেলাপোকাটি প্রথমেই সিদ্ধান্ত নিল, এই অফিসে একটি অ্যাটেনডেন্স সিস্টেম থাকা উচিত।

কয়েক দিনের মধ্যেই তেলাপোকার মনে হলো, তার একজন সেক্রেটারি দরকার, যে তাকে রিপোর্ট লিখতে সাহায্য করবে। … সে একটা মাকড়সাকে নিয়োগ দিল এই কাজে যে সব ফোনকল মনিটর করবে, আর নথিপত্র রাখবে।

সিংহ খুব আনন্দ নিয়ে দেখল যে তেলাপোকা তাকে প্রতিদিনের কাজের হিসাব দিচ্ছে আর সেগুলো বিশ্লেষণ করছে গ্রাফের মাধ্যমে। ফলে খুব সহজেই উৎপাদনের ধারা সম্পর্কে ধারণা নেওয়া যাচ্ছে এবং সিংহ সেগুলো বোর্ড মিটিংয়ে ‘প্রেজেন্টেশন’ আকারে পেশ করে বাহবা পাচ্ছে।

কিছুদিনের মধ্যেই তেলাপোকার একটি কম্পিউটার ও লেজার প্রিন্টার প্রয়োজন হলো এবং এগুলো দেখভালের জন্য আইটি ডিপার্টমেন্ট গঠন করল। আইটি বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেল মাছি।

আমাদের কর্মী পিঁপড়া, যে প্রতিদিন অফিসে এসে প্রচুর কাজ করে মনের সুখে গান গাইতে গাইতে বাসায় ফিরত, তাকে এখন প্রচুর পেপার ওয়ার্ক করতে হয়, সপ্তাহের চার দিনই নানা মিটিংয়ে হাজিরা দিতে হয়।

নিত্যদিন এসব ঝামেলার কারণে কাজে ব্যাঘাত ঘটায় উৎপাদন কমতে লাগল, আর সে বিরক্ত হতে লাগল।

সিংহ সিদ্ধান্ত নিল, পিঁপড়া যে বিভাগে কাজ করে, সেটাকে একটা আলাদা ডিপার্টমেন্ট ঘোষণা করে সেটার একজন ডিপার্টমেন্ট প্রধান নিয়োগ দেওয়ার এটাই উপযুক্ত সময়।

সিংহ ঝিঁঝিপোকাকে ওই ডিপার্টমেন্টের প্রধান হিসেবে নিয়োগ দিল। ঝিঁঝিপোকা প্রথম দিন এসেই তার রুমের জন্য একটা আরামদায়ক কার্পেট ও চেয়ারের অর্ডার দিল।

কয়েক দিনের মধ্যেই অফিসের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করতে ঝিঁঝি পোকার একটি কম্পিউটার ও ব্যক্তিগত সহকারীর প্রয়োজন হলো। কম্পিউটার নতুন কেনা হলেও ব্যক্তিগত সহকারী হিসেবে ঝিঁঝিপোকা নিয়োগ দিল তার পুরোনো অফিসের একজনকে।

পিঁপড়া যেখানে কাজ করে, সেখানে আগে ছিল চমৎকার একটা পরিবেশ। এখন সেখানে কেউ কথা বলে না, হাসে না। সবাই খুব মনমরা হয়ে কাজ করে।

ঝিঁঝিপোকা পরিস্থিতি উন্নয়নে সিংহকে বোঝাল, ‘অফিসে কাজের পরিবেশ’ শীর্ষক একটা স্টাডি খুব জরুরি হয়ে পড়েছে।

পর্যালোচনা করে সিংহ দেখতে পেল, পিঁপড়ার বিভাগে উৎপাদন আগের তুলনায় অনেক কমে গেছে।

কাজেই সিংহ কয়েক দিনের মধ্যেই স্বনামখ্যাত কনসালট্যান্ট পেঁচাকে অডিট রিপোর্ট এবং উৎপাদন বাড়ানোর উপায় বাতলে দেওয়ার জন্য নিয়োগ দিল।

পেঁচা তিন মাস পিঁপড়ার ডিপার্টমেন্ট মনিটর করল, সবার সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলল। তারপর বেশ মোটাসোটা একটা রিপোর্ট পেশ করল সিংহের কাছে। ওই রিপোর্টের সারমর্ম হলো, এই অফিসে প্রয়োজনের তুলনায় কর্মী বেশি। কর্মী ছাঁটাই করা হোক।

পরের সপ্তাহেই ওই হতভাগ্য পিঁপড়াকে ছাঁটাই করা হলো।

~ প্রতিযোগিতা

21/12/2023

২১ ডিসেম্বর 🥀
চারিপাশে কোলাহল এত এত মানুষ কিন্তু তাও আমি এক নিস্তব্দ প্রাণী ,,মানুষ তার প্রিয় জন দের হাতে হাত রেখে কত স্বপ্ন বুনছে আর আমি ফোনের স্ক্রিনে তোমার হাসি মাখা মুখ দেখে অশ্রু মুক্ত করছি নয়ন🌼

Address

Jurain

Telephone

+97470681130

Website

Alerts

Be the first to know and let us send you an email when Poem.BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Poem.BD:

Share

Category