11/10/2025
শোক সংবাদ,
বর্ষীয়ান রাজনীতিবিদ দশমিনা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আবদুল আজিজ মিয়া ছিলেন একজন নিখাদ ভদ্রলোক, সৎ, নির্লোভ, সদালাপী ও জনদরদী নেতা। দুই মেয়াদে সফলভাবে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। রাজনৈতিক জীবনের পাশাপাশি সমাজসেবায়ও ছিল তাঁর গুরুত্ব। আল্লাহ তায়ালা মরহুমের রূহের মাগফিরাত করুন, জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন। আমিন।