08/02/2025
আপনার পার্টনার আপনার প্রতিদ্বন্দ্বী নয়, সে অবশ্যই চাইবে আপনি জীবনে সফল হোন। এটা কখনোই তার বড় স্বপ্ন নয়, উচ্চাকাঙ্ক্ষা নয়, এটা শুধুমাত্র একটি পবিত্র চাওয়া, "আমার মানুষটা জীবনে সফল হোক।"
তার মানে এই নয় যে, সে আপনার ওপর ভরসা করে,আপনার টাকায় আজীবন চলার স্বপ্ন দেখবে? লোভী মেয়ে আর সাপোর্টিভ মেয়ের মধ্যে পার্থক্য খুঁজে না পেলে, বিচার করার মতো ক্ষমতাও আপনি রাখেন না!
আপনার পরিবর্তন দেখে সে খুশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটাকে কখনোই ভালোবাসার সঙ্গে মেলাবেন না। পাশাপাশি, দুজনের সফল হওয়াই হোক প্রতিটা সম্পর্কের কমিটমেন্ট!
একজন সফল হয়ে আরেকজনকে নিচে নামানোর জন্য হুটহাট অপমানজনক কিছু বলে ফেলা মানে, অপরজনের আত্মবিশ্বাস নষ্ট করে ফেলা। মানুষ পরিবর্তনশীল—কার ভাগ্য কখন বদলে যাবে, তা আগে থেকে কেউ নির্ধারণ করতে পারে না। তাই একজনকে সফল হতে হলে দুজনেরই অবদান প্রয়োজন।
দুজন একসঙ্গে এগিয়ে যেতে না পারলে, সে সম্পর্ক কখনোই টিকে থাকবে না!
Congratulations Mithila ❤️🩹