Maksoda kabir Sheuly

Maksoda kabir Sheuly Need Peace...❤️❣️

08/02/2025

আপনার পার্টনার আপনার প্রতিদ্বন্দ্বী নয়, সে অবশ্যই চাইবে আপনি জীবনে সফল হোন। এটা কখনোই তার বড় স্বপ্ন নয়, উচ্চাকাঙ্ক্ষা নয়, এটা শুধুমাত্র একটি পবিত্র চাওয়া, "আমার মানুষটা জীবনে সফল হোক।"

তার মানে এই নয় যে, সে আপনার ওপর ভরসা করে,আপনার টাকায় আজীবন চলার স্বপ্ন দেখবে? লোভী মেয়ে আর সাপোর্টিভ মেয়ের মধ্যে পার্থক্য খুঁজে না পেলে, বিচার করার মতো ক্ষমতাও আপনি রাখেন না!

আপনার পরিবর্তন দেখে সে খুশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটাকে কখনোই ভালোবাসার সঙ্গে মেলাবেন না। পাশাপাশি, দুজনের সফল হওয়াই হোক প্রতিটা সম্পর্কের কমিটমেন্ট!

একজন সফল হয়ে আরেকজনকে নিচে নামানোর জন্য হুটহাট অপমানজনক কিছু বলে ফেলা মানে, অপরজনের আত্মবিশ্বাস নষ্ট করে ফেলা। মানুষ পরিবর্তনশীল—কার ভাগ্য কখন বদলে যাবে, তা আগে থেকে কেউ নির্ধারণ করতে পারে না। তাই একজনকে সফল হতে হলে দুজনেরই অবদান প্রয়োজন।

দুজন একসঙ্গে এগিয়ে যেতে না পারলে, সে সম্পর্ক কখনোই টিকে থাকবে না!
Congratulations Mithila ❤️‍🩹

30/12/2024

🖤🙂

25/12/2024

Happpyy birthdayy....Dev.... My childhood to forever crush... 😘😘....
You are my emotions ... 😷... Khusi thkle Tumr song e dance kori.. Koste thklew Tumar song e kanna kori...! 😪........ Every Movie mukhosto hoye ache jemon kore mone Ache "আতা গাছে তোতা পাখি ছড়া"🤦‍♀️......

Happy Birthday paglu 😑.....!!!...

16/12/2024

❤️‍🩹❤️‍🩹👍

শুধু এক্স ফেক্স না, যে বন্ধুর সাথে বন্ধুত্ব আমি চুকাই আসছি সেই পথ আমি মাড়াই না। খাইয়া না খাইয়া তাদের স্টক করা, কে কোন মহ...
03/09/2024

শুধু এক্স ফেক্স না, যে বন্ধুর সাথে বন্ধুত্ব আমি চুকাই আসছি সেই পথ আমি মাড়াই না। খাইয়া না খাইয়া তাদের স্টক করা, কে কোন মহাবিশ্ব জয় করে ফেললো তা জানা, কে কি করতে পারলো না তা জানা এইসব জিনিসে আমার কোনো আগ্রহ নাই। আগ্রহ থাকলে সেই রাস্তা ছাড়তাম ই না, থাকতাম।
আমার এক বন্ধু লিখছিলো, "আমি খুব সহজে কিছু ছেড়ে দিতে পারিনা, দিলে ভয়ংকরভাবেই দেই"। একদম তাই।
আমি জানি, আমার অনেক সময় লাগে হয়তোবা ওই জায়গা থেকে সরে আসতে পরিস্থিতি এবং অবস্থান জানা স্বত্তেও। কিন্তু আমি ছেড়ে দিলে কারো ক্ষমতা নাই আমাকে একই রাস্তায় এনে দাঁড়া করানোর তবে আমাকে আগে পুরোপুরি সরতে হবে। সেই সময়টুকুই আমার ভালনারেবল ফেস। এবং আমি সরে আসবার পর আমার সামান্য শুভকামনা ও থাকেনা সেই মানুষের প্রতি।

I just simply don't know them again.

@

একটা ঘর ভর্তি কিছু মার্বেল ছড়িয়ে দিন আর একটা কোনায় রাখুন কয়েকটা ভারী কার্টন। এবার একজন একজন করে কয়েক জন পুরুষ এনে বলেন ত...
02/09/2024

একটা ঘর ভর্তি কিছু মার্বেল ছড়িয়ে দিন আর একটা কোনায় রাখুন কয়েকটা ভারী কার্টন।

এবার একজন একজন করে কয়েক জন পুরুষ এনে বলেন তুমি যে কোন একটা কাজ করবা।

হয় একটা একটা করে মার্বেল কুড়াও না হয় পড়ে থাকা তিনটা ভারী কার্টন সরাও।

আমি একজন পুরুষ হিসাবে বলছি। একটা একটা মার্বেল কুড়ানোর চেয়ে ভারী কার্টন সরানো আমার জন্য সহজ কাজ।

না আমরা শুধু সহানুভুতি থেকে মেয়েদের জন্য ঘর ঠিক করে দেইনি l বরং আমরা জানি আমাদের ধৈর্য কম শক্তি বেশি।

আমার না পারা কাজটা যে মেয়েটা করে দেয় তার কাজের গুরুত্ব আমার কাছে কতটুকু?

পুরুষ শাষিত এ সমাজে মেয়েটা নিজেও মাথা নিচু করে বলে সে নাকি কিছুই করে না। রাত ১২টার পরেও মশারি গুজতে গুজতে মেয়েটা ভাবে সে একটা গৃহিনী !

ঘুম থেকে উঠে সাজানো ডাইনিং দেখে চোখ দুটো চক চক করলেও দৃশ্যের আড়ালে থেকে যায় তার গরম চুলার ভাপ !

লবন কম অথবা ঝাল বেশি আমাদের দৃষ্টি না এড়ালেও গরম তেলে ফোস্কাটা পড়াটা ঠিকই থাকে দৃষ্টির আড়ালে !

যে নারী কিছুই করেনা সে নারীর সন্তানের দায়িত্বটা শুধু আপনাকে দেওয়া হোক। আপনি তখন কার্টনও সরাবেন মার্বেলও কুড়াবেন তবু বাচ্চার চিৎকার শুনতে ঘরে বসে থাকবেন না l

আমরা পুরুষ বেছে নিয়েছি আমাদের কাজ। আর দিন ভর যে নারী মার্বেল কুড়ায় সে নারীকে বলি অকর্মা !

যে নারীর স্বামী নাই আমি দেখেছি সে নারীকে মাটি কাটতে কিন্তু যে স্বামীর বউ নাই তাকে দেখি নাই ঘর বাড়ি সামলাতে !

ঘর বাচ্চা সামলানোর চেয়ে আরেকটা বিয়ে করা যে সহজ !

কারো এটো বাসন ধুতে শুধু শক্তি না, মমতাও লাগে। আপনি খাটলে বেতন পান সে খাটলে ভালবাসা পায় তো ?

@

18/06/2024

এমন শান্ত জীবন কে চেয়েছিলো মাবুদ। উৎসবে আনন্দ লাগে না, শোকে কান্না আসে না। আঘাতে দুঃখ লাগে না, দুঃখে অবাক লাগে না। বাইশ গজ নিচে নলকূপের জলের মতো, এমন শান্ত জীবন তো চাইনি কখনো। আমারে নদীর জলের মতো বানাইতে পারতা। বাতাসে ঢেউ হইতাম, মানুষ আসতো, দেখতো, জোয়ার-ভাটার মতো খোঁজ খবর নিতো। আমারে মানুষ বানাইলা, বুকে ব্যথার পাহাড় দিলা, শুধু খোঁজ নেয়ার মানুষ দিলা না।

@

Men, take note…When a woman stops gettting jealous, stops questioning, doesn’t text first, seems unconcerned about your ...
05/06/2024

Men, take note…

When a woman stops gettting jealous, stops questioning, doesn’t text first, seems unconcerned about your actions, or no longer asks about the other women in your life, accepting everything with an "It's okay" or "I'm not upset", just know that last tear has dropped and she no longer cares what happens.

A woman does not make noise when she’s leaving you.

She made noise before when she wanted to stay, but you didn’t listen.
@

Protect Your Wife Protect your wife from emotional abuse. Your words hold immense power, and the emotional scars they le...
05/06/2024

Protect Your Wife

Protect your wife from emotional abuse. Your words hold immense power, and the emotional scars they leave can be just as damaging as physical ones.

Treat her with kindness and empathy, always mindful of the impact your words have on her self-esteem and mental well-being.

Protect your wife from financial stress by being a responsible partner. Work together to manage your finances and ensure that she feels secure and supported.

Money matters can be a significant source of tension, so open and honest communication about your financial goals and responsibilities is crucial.

Protect your wife from the daily grind by sharing household and parenting duties. A strong partnership means both of you are equally responsible for the home and the children you're raising.

Strive for a balance that allows her to pursue her own interests and dreams, just as you pursue yours.

Protect your wife by showing her love and appreciation every day. Never take her for granted, and express your affection regularly.

Small gestures of kindness and affirmation go a long way in making her feel cherished and valued in your life.

Protect your wife from societal pressures and expectations. Stand by her choices and support her in pursuing her own path, even if it differs from traditional norms. Celebrate her individuality and the unique qualities that make her who she is.

Remember that protecting your wife is not just about shielding her from external threats but also creating a loving and nurturing environment within your relationship.

It's about being her partner, confidant, and biggest supporter, ensuring that she feels safe, respected, and deeply loved throughout your journey together.

- Abhikesh

@

কাল একজন অনলাইন ব্যবসায়ী বা ইনফ্লুয়েন্সার আপুর লাইভ দেখলাম,তিনি কান্না করে লাইভ করছেন।সেই আপু ও তার হাজব্যান্ড,যারা কি ন...
05/06/2024

কাল একজন অনলাইন ব্যবসায়ী বা ইনফ্লুয়েন্সার আপুর লাইভ দেখলাম,তিনি কান্না করে লাইভ করছেন।সেই আপু ও তার হাজব্যান্ড,যারা কি না মিলেমিশে লাইভ করে চমৎকার অনলাইন (অফলাইন ও) ব্যবসা করতেন,বছরে দুবার দেশের বাইরে যেতেন,সুন্দর সুন্দর ম্যাচিং ড্রেসের ছবি দিতেন....সবার চোখে যারা সুখী দম্পতি হিসাবে পরিচিত ছিলেন।

কালই জানলাম তাদের ডিভোর্সের প্রসেসিং চলছে, তারা নাকি কখনোই সুখী ছিলেন না !!

কিছুদিন আগে আমার আরেক পছন্দের দুবাই ভিত্তিক কাপল ভ্লগার খালিদ & সালামা'র ডিভোর্স হলো,তাদের টিনেজ দুই সন্তান আছে,তারাও সুখীই জানতাম....মানে তারাই দেখাতেন তারা সুখী,আমরা দেখতাম।

আসলে সুখ কি?
সুখী দাম্পত্যই বা আসলে কি?

আর নিজেরা সুখী না থাকলে অহেতুক পাব্লিককে কেন দেখানো বা শো অফ করা যে তারা 'সুখী'। এটাও তো পাব্লিকের সাথে করা প্রতারণা। আপনাদের কাপল হিসাবে সুখী দেখেই না মানুষ আপনাদের নিয়ে আগ্রহী হয়, আর নিজেদের দাম্পত্যকে আপনাদের সুখী আনন্দিত দাম্পত্যের সাথে মেলাতে গিয়ে কখনো কষ্ট পায়,কখনো পার্টনারকে দোষারূপ করে। কি বলবো,মিথ্যা আর শো অফের ভারে ভারাক্রান্ত এ পৃথিবী!

শুনেন,পরম সুখী,চরম দুখী বলতে কিছু নেই।
সুখ ব্যাপারটা আপেক্ষিক,আপনি কিভাবে দেখছেন আপনার জীবন, ব্যাপারটা তার উপর নির্ভর করে।

কারো হাজব্যান্ড ডায়মন্ডের নেকলেস নিয়মিত গিফট করলেই সেই মেয়েটা সুখী এটা প্রমান হয় না।

সুখ মনের বিষয়,দেখিয়ে বেড়ানোর জিনিস না।

তাই কেউ সুন্দর সুন্দর কাপল পিক দিচ্ছে,হিল্লি-দিল্লী ঘুরে বেড়াচ্ছে দেখে হিংসায় জ্বলবেন না। দেখিয়ে না বেড়িয়েও আপনি হয়তো নিজের জীবনে সুখী।এটা আবার সবাইকে বলতে যেয়েন না,বারবার দেখিয়ে বেড়াবেন না।কিছু কিছু ব্যাপার নিজে উপভোগ করার জিনিস,সবাইকে বলে বেড়ানোর ব্যাপার না।

বিজ্ঞজনেরা বলেন, নিজের ভালো কথা, সুখের কথা বেশি বলে বেড়ালে, শো অফ করলে সেটায় শয়তানের ছায়া পড়ে।

আপনি কি বলেন,বা আপনি কি এটা বিশ্বাস করেন?

মাঝে মাঝে মনে হয়, এত ছোট জীবনে এত কাহিনী ক্যানে!

@

কি করে 🫡🫡
03/06/2024

কি করে 🫡🫡

30/05/2024

Address

Jurain

Telephone

+8801850700675

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maksoda kabir Sheuly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maksoda kabir Sheuly:

Share