
05/03/2024
জীবন কারও জন্যই সহজ নয় ✍️
দূর থেকে দেখলে মনে হতেই পারে ভারতের সবচেয়ে ধনাঢ্য পরিবারের ছোটে নবাব অনেক রাজকীয় জীবন যাপন করছেন। কিন্তু বাস্তবতা মোটেও সেরকম নয়। আম্বানি পরিবারের ছোট নবাব চাইলেই যা খুশি তাই করতে পারেন না, খাইতে পারেন না। তার এমন একটা দুরারোগ্য ব্যাধি আছে যে ব্যাধির কারণে খাওয়া দাওয়ার উপর তার অনেক রেস্ট্রিকশনস। নিয়মিত ৫ ঘন্টা তাকে জিমেই কাটাতে হয়। না হলে ওজন কেবল বাড়তেই থাকে। একঝাঁক ফিটনেস ট্রেইনার রাখার পরও তার ওজন গিয়ে ঠেকেছে ১৬০ কেজিতে!
জীবন কারও জন্যই সহজ নয়।
কাজেই অনেক বেশি ধন সম্পদের চেয়েও আল্লাহর কাছে একটা সুস্থ, সবল, সহজ, সুন্দর জীবন পাওয়াটাই অনেক অনেক স্পেশাল 🙏
So সুস্থ জীবন সুন্দর,, আল্লাহু তালার সবচেয়ে বড় একটা নিয়ামত /দয়া ✍️