Movie Lover

Movie Lover আপনার পছন্দের মুভি ওয়েব সিরিজ দেখতে টেলিগ্রাম লিংকে কিল্ক করুন। 👇👇👇
https://t.me/+KhSeDUZc9oY3ZjRl

১৮+ সতর্কতা ⛔ 🎬 আপনি যদি রোমান্টিক মুভি খুঁজতে খুঁজে বোরিং হয়ে যান, তাহলে এটা একবার দেখতে পারেন..? এই মুভিটি দেখলে আপনি ...
15/10/2025

১৮+ সতর্কতা ⛔

🎬 আপনি যদি রোমান্টিক মুভি খুঁজতে খুঁজে বোরিং হয়ে যান, তাহলে এটা একবার দেখতে পারেন..? এই মুভিটি দেখলে আপনি উত্তেজনা হয়ে যাবেন 💋

🎬 Movie: Sa Gabing Mainit (2025)
🎭 𝗚𝗲𝗻𝗿𝗲: Drama, Romance

--------------রিভিউ❌
🎥 এক মেয়ে ব্রেকআপের ধাক্কা সামলাতে গিয়ে চলে যায় ক্যাম্পে। ক্যাম্পে গিয়ে মেয়েটি মনে করেছিল শান্তি পাবে, কিন্তু সেখানেই এক ছেলের সাথে দেখা হয়। এবং প্রথমে সাধারণ আলাপ, তারপর আস্তে আস্তে সেই আলাপ গড়িয়ে গেল অন্যরকম অনুভূতিতে।🔥

ক্যাম্পের অন্ধকারে শুরু হয় এক খেলার, যেখানে কোনো মানুষ নাই থাকে শুধু উত্তেজনার শব্দ, যেনো বাঘ হরিণকে খাবলে খাচ্ছে, আর হরিণ চিৎকার করছে 🥶

প্রথমে সাধারণ মুভি ভাবলেও, পরে বুঝতে পারলাম ও মাই হড..! এমন রোমান্টিক মুভি তো ফিলিপিনো ইন্ডাস্ট্রি ছাড়া সম্ভব নয়, যেহেতু এটা একটা রোমান্টিক মুভি 😐 তাই একটা দেখবেন ও নিজ দায়িত্বে দেখবেন 🎥



━━━━━━━━━━━━━━━
⚠️ Disclaimer: This post is only a review for entertainment & educational purposes.
It does NOT promote nudity, adult scenes, or explicit content. Movie is for 18+ mature audiences only.

  : মৃত মানুষের গোস্ত ব্যবহার করে ভয়ঙ্কর রকমের কালোজাদুর🤯 পুরাই মাথা নষ্ট করা একটা মুভি ছিলো🔥 মুভিটা দিনে না দেখে গভির র...
14/10/2025

: মৃত মানুষের গোস্ত ব্যবহার করে ভয়ঙ্কর রকমের কালোজাদুর🤯 পুরাই মাথা নষ্ট করা একটা মুভি ছিলো🔥 মুভিটা দিনে না দেখে গভির রাতে দেখার অনুরোধ রইলো🙂

🎬 Movie : Sijjin (2023)
⭐ IMDb Rating : 7.1/10 💥
🎭 Genre : Horror | Thriller
🌐 Language: Bangla Subtitle Available
📶 Available our website ✅️

🕵️‍♂️ গল্প : গল্পটা এই রকম— একটা মাইয়া আছে, পরকিয়ার প্রেমে হাবুডুবু খাইতেছিল। কিন্তু যখন ওই প্রেম ঠিকমতো টিকল না, তখন রাগ আর জিদের মাথায় সে গিয়া পরে এক কালোজাদুকরের কাছে। ওরে বাপরে! ওই জাদুকর এমন জাদু করে, যেটাতে মৃত মানুষের গোস্ত লাগে!

তারপর শুরু হয় কাহিনি — ওই মেয়ের নিজের পরিবারই ধ্বংস হয়ে যায় এক এক করে। ওই জাদুর দমে এক জ্বীন আসে, যে কসম খায়— ওই পরিবারের রক্তের কেউ বাঁচবে না!😨 ৫ দিন টাইম পায়, আর ওই ৫ দিনেই সবাই শেষ। যা যা ঘটে, দেখলে বুক কাঁপে রে ভাই!

📣 শেষ কথা : কালোজাদু কইরা কেউ শান্তি পায় না, বরং নিজের জীবনই পচায়ে ফেলে। শিরক, হারাম— আর শেষে কেবল ধ্বংস।

এই মুভিগুলো দেখে বুঝাই যায় না যে এগুলো বলিউডের মুভি....👏💟কারণ এই মুভিগুলোতে বলিউডের আর ৪-৫ মুভির মতো অতিরঞ্জিত করা সিন ব...
14/10/2025

এই মুভিগুলো দেখে বুঝাই যায় না যে এগুলো বলিউডের মুভি....👏💟
কারণ এই মুভিগুলোতে বলিউডের আর ৪-৫ মুভির মতো অতিরঞ্জিত করা সিন বা টিপিক্যাল কাহিনি নেই! আছে বাস্তবিক গল্প, জীবনের সঙ্গে মিলে যাওয়া কিছু মুহূর্ত 🙏
-------
1.Masaan
2. Paan Singh Tomar
3. 8 A.M Metro
4. Udaan
5. Ankhon Dekhi
6. The Lunchbox
7. Tamasha
8. Queen
9. Aligarh
10. Talvar
11. Pink
12. Newton
13. Article 15
14. Kahaani
15. Titli
16. Mulk
17. NH10
18. Zindagi Na Milegi Dobara
19. Thappad
20. City Lights

🎬Title: Michael (2023)iMDB Rating :- 5/10Genre :- Action | ThrillerEXPLORING BEAUTY WATCH THIS POST 🎬..Michael, a gangst...
14/10/2025

🎬Title: Michael (2023)
iMDB Rating :- 5/10
Genre :- Action | Thriller

EXPLORING BEAUTY WATCH THIS POST 🎬..

Michael, a gangster mentored by a Mumbai-based crime boss, aspires for greater things in life. However, an assassination mission and unexpected love complicate his goals.

They Call Me Jeeg (2015)কতই তো সুপারহিরো দেখেছেন! কেউ ল্যাব এক্সপেরিমেন্টে, কেউ মহাকাশে গিয়ে, কেউবা জিনেটিক মিউটেশনে ক্ষ...
14/10/2025

They Call Me Jeeg (2015)

কতই তো সুপারহিরো দেখেছেন! কেউ ল্যাব এক্সপেরিমেন্টে, কেউ মহাকাশে গিয়ে, কেউবা জিনেটিক মিউটেশনে ক্ষমতা পায়। কিন্তু আবর্জনা আর শহরের বর্জ্যের ভেতরে পড়ে কেউ সুপারহিরো হয়, এটা ভেবেছেন কখনও?
ইতালিয়ান এই ছবিটি সেই অসম্ভবকেই সম্ভব করেছে।

#স্পয়লার_নেই

রোমের এক চোর এনজো, একদিন পুলিশ থেকে পালাতে গিয়ে টিবার নদীতে পড়ে যায়. সেখানে বর্জ্য-দূষিত এক রহস্যময় কেমিক্যালের সংস্পর্শে এসে সে অজানা শক্তি পায়। কিন্তু এই শক্তি তাকে তাৎক্ষণিকভাবে নায়ক বানায় না। বরং সে তার নতুন ক্ষমতা ব্যবহার করে নিজের মতো করে বাঁচতে চায়, যতক্ষণ না জীবনের কঠিন বাস্তবতা তাকে এক নতুন পথে ঠেলে দেয়।

ফিল্মটা একটা সাধারণ সুপারহিরো গল্প না, বরং এক গলির মানুষের হঠাৎ শক্তি পাওয়ার পর তার ভেতরের মানবিকতা জেগে ওঠার গল্প। অনেকটা বাস্তবধর্মী টোনে বানানো এই সিনেমায় সুপারহিরো আর অ্যান্টিহিরোর যে দ্বন্দ্ব সেটা অন্যান্য সুপারহিরো সিনেমার মতো না। ক্লাউদিও সান্টামারিয়া এনজোর ভূমিকায় দারুণ অভিনয় করেছে, একেবারে ordinary yet powerful।

They Call Me Jeeg দেখলে মনে হয়, যদি বাস্তবে কোনো লোক হঠাৎ সুপারপাওয়ার পেত; সে ঠিক এমনই হতো। না চকচকে পোশাক, না বড়ো স্পেশাল ইফেক্ট। শুধু একজন মানুষ, এক শহর আর তার অপরাধ-দাগে ঢাকা বাস্তবতা।
চিত্রনাট্যে হালকা কিছু দূর্বলতা আছে কিন্তু আমার কাছে ছবিটা বেশ ইন্টারেস্টিং লেগেছে।

IMDb : 7.1/10
My Rating : 7/10

🩵 হয়তো এটাই সবচেয়ে বাস্তব ভালোবাসার গল্প...🎬 Kumbalangi Nights এটা সিনেমা না, একটা শান্ত গ্রামের জীবন আর মানুষের ভেতরের ...
14/10/2025

🩵 হয়তো এটাই সবচেয়ে বাস্তব ভালোবাসার গল্প...

🎬 Kumbalangi Nights

এটা সিনেমা না, একটা শান্ত গ্রামের জীবন আর মানুষের ভেতরের সৌন্দর্য ক্যামেরায় বন্দী করা এক কবিতা...
চার ভাইয়ের তিক্ত সম্পর্ক ধীরে ধীরে বদলে যায় এক মেয়ের আগমনে — ভালোবাসা, অপমান আর আত্মসম্মানের চমৎকার ভারসাম্য!
প্রতিটা চরিত্র যেন নিজের জায়গায় পূর্ণ, বিশেষ করে Fahadh Faasil— ওর এক্সপ্রেশনগুলো গায়ে কাঁটা দেয়!

▶️ ধৈর্য ধরে দেখতে হবে, কিন্তু শেষে বুঝবেন — জীবনের সৌন্দর্য আসলে ছোট ছোট মুহূর্তেই লুকানো।

🎬Title:- Jewel Thief (2025)Genre:- Adventure | Action | ThrilleriMDb - 4.1/10Watch on Netflix✅||                        ...
14/10/2025

🎬Title:- Jewel Thief (2025)
Genre:- Adventure | Action | Thriller
iMDb - 4.1/10

Watch on Netflix✅
|
|

  : এক দমবন্ধ করা পৌরাণিক সুপারহিরো অ্যাকশন থ্রিলার!🔥 শুরু করলেই মনে হবে—আপনি ঢুকে গেছেন এক অজানা রহস্যের ভেতর! ইতিহাস, ...
12/10/2025

: এক দমবন্ধ করা পৌরাণিক সুপারহিরো অ্যাকশন থ্রিলার!🔥 শুরু করলেই মনে হবে—আপনি ঢুকে গেছেন এক অজানা রহস্যের ভেতর! ইতিহাস, অমরত্বের গোপন রহস্য আর রক্তগরম করা অ্যাকশন—সব মিলে প্রতিটা মুহূর্তে গায়ে কাঁটা দিয়ে উঠবে! শেষে বুঝবেন—“ভাই, এ তো শুধু মুভি না, এ তো একদম নতুন এক জগৎ!”💥

🎬 Movie: Mirai (2025)
⭐ IMDb Rating: 7.7/10 💥
🎭 Genre: Action | Sci-Fi | Thriller
🌐 Language: Hindi Dub Available
📶 Available our website ✅️

🕵️‍♂️ গল্প : গল্প ঘুরপাক খায় বেদ (তেজা সাজ্জা) নামে এক ছেলেকে ঘিরে। ওর ভাগ্যে জুটে গেছে এক বিশাল দায়িত্ব— সম্রাট অশোকের নবম পবিত্র বইটা বাঁচানো। কারণ এই বইয়ের ভেতরেই লুকিয়ে আছে অমর হওয়ার রহস্য! কিন্তু ওর সামনে এসে দাঁড়ায় মহাবীর লামা (মাঞ্চু মনোজ), যে প্রতিশোধে পাগল হয়ে দুনিয়াটাকেই ছাই করে দিতে চায়।

🎭 অভিনয়-পারফরম্যান্স..

জগপতি বাবু, জয়রাম, শ্রিয়া শরণ—সবাই নিজের জায়গায় একদম ঠিকঠাক। রিতিকা নায়ক ছোট রোলে থাকলেও দারুণ লেগেছে।

📣 শেষ কথা : যারা মিথোলজিকাল সুপারহিরো অ্যাকশন পছন্দ করেন, তাদের জন্য এটা একদম মাস্ট ওয়াচ!🔥


  : এক্কেবারে ডার্ক ক্রাইম থ্রিলার, পুরা মাথা ঘুরিয়ে দেবে!🔥 হঠাৎ শহরে এক সিরিয়াল কিলার🤯 শুরু হয় ভয়ংকর সব খুন, আর প্রতিটা...
12/10/2025

: এক্কেবারে ডার্ক ক্রাইম থ্রিলার, পুরা মাথা ঘুরিয়ে দেবে!🔥 হঠাৎ শহরে এক সিরিয়াল কিলার🤯 শুরু হয় ভয়ংকর সব খুন, আর প্রতিটা লাশের মুখে বিকৃত হাসি কেটে রাখে🥶 ধীরে ধীরে এমনভাবে গল্প এগোয়, মনে হবে — “এইবার পেলাম খুনিকে!” কিন্তু না ভাই, শেষমেশ এমন বাঁক দিবে যে মাথা ঝিম ধইরা যাবে!😵‍💫
🎬 Movie : The Smile Man (2024)
⭐ IMDb Rating : 7.1/10 💥
🎭 Genre : Crime | Thriller | Mystery
🌐 Language : Hindi Dub available
📶 Available our website ✅️

🕵️‍♂️ গল্প : প্রথমেই বলি — এইটা সেই ধরণের সিনেমা, দেখা শুরু করলে থামাই যাইবে না। তো চলুন কিছু কথা শেয়ার করি...

চিদাম্বরম নেডুমারান — এক রিটায়ার্ড পুলিশ অফিসার, যার মাথায় আলঝেইমারের ঝামেলা শুরু হইছে। হঠাৎ শহরে এক সিরিয়াল কিলার “The Smile Man” শুরু করে ভয়ংকর সব খুন — প্রতিটা লাশের মুখে বিকৃত হাসি কেটে রাখে 😈

এই কেসে চিদাম্বরম ফেরে ডিউটিতে, কিন্তু সময় তার বিরুদ্ধে! যতই এগোয়, স্মৃতি হারায়, ভুলে যায় ক্লু… তবু তার মনে হয় — এই খুনগুলা তার অতীতের সাথেই কেমন যেন জড়ানো! 😶‍🌫️

📌 যা ভালো লেগেছে:

👉 চরিত্রটা একদম আলাদা — বয়সে বুড়ো, কিন্তু
দারুণ মানবিক আর বাস্তবিক।
👉 সিরিয়াল কিলিংয়ের থিমটা ভয়ানক ডার্ক আর
সাসপেন্সে ভরপুর।

📣 শেষ কথা : যারা ক্রাইম থ্রিলার, সিরিয়াল কিলার টাইপ গল্পে মজা পান — এইটা তাদের জন্যই বানানো! শেষ পর্যন্ত বসে থাকলে, কিছু সিনে গায়ে কাঁটা দিবে নিশ্চিত! 😬🔥

  : এক রহস্যের ভেতর আরেক রহস্য!🔥 একবার দেখা শুরু করলে মাথা কাজ করা বন্ধ হয়ে যাবে — কে আসলে দোষী, কে সত্যি, কে মিথ্যে — ক...
12/10/2025

: এক রহস্যের ভেতর আরেক রহস্য!🔥 একবার দেখা শুরু করলে মাথা কাজ করা বন্ধ হয়ে যাবে — কে আসলে দোষী, কে সত্যি, কে মিথ্যে — কিছুই আর মিলাতে পারবা না!
শেষে গিয়ে এমন ধাক্কা খাইবা, মনে হবে “এইটা তো ভাবতেও পারিনি!”

----------------------------------------------------------------------
📌 মুভিটি একদম ফ্রিতে ডাউনলোড করতে চাইলে【গুগলে সার্চ করুন ➤ 𝗠𝗼𝘃𝗶𝗲𝗛𝘂𝘁𝟰𝘂.𝗻𝗲𝘁 লিখে】
----------------------------------------------------------------------

🎬 Movie : Tribanadhari Barbarik (2025)
⭐ IMDb Rating : 6.8/10
🎭 Genre : Drama | Mystery | Thriller
🌐 Language : Hindi Dub
📶 Available our website ✅️

🕵️‍♂️ গল্প : গল্পটা শুরু হয় ডঃ শ্যাম খাটু (সত্যরাজ) নামে একজন মনোরোগ বিশেষজ্ঞকে নিয়ে। তার নাতনি নিধি হঠাৎ করেই হারিয়ে যায়!😢 এই ঘটনার পর তার শান্ত জীবনটা পুরো ওলটপালট হয়ে যায়। নাতনিকে খুঁজতে গিয়ে সে দল বাঁধে এক তরুণ রাম আর পুলিশ কনস্টেবল সত্যর সঙ্গে।

কিন্তু যতই তারা খোঁজ চালায়, ততই গল্প জট পাকায় — নতুন নতুন চরিত্র, পুরনো সম্পর্ক আর এমন কিছু গোপন রহস্য বের হয়ে আসে, যা কারও কল্পনাতেও ছিল না!

📣 শেষ কথা : যারাযারা একটু ধীরগতির কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ড্রামা–থ্রিলার খোঁজেন, তাদের জন্য “Tribanadhari Barbarik” একদম পারফেক্ট পছন্দ! 🎬🔥

🌀এই মুভির শেষে বুঝবেন—সবকিছু যেমন দেখা যায়, তেমন নয়!🎬 Evaruএক খুন, এক রহস্য, আর তার জেরায় জড়িয়ে পড়ে এক পুলিশ অফিসার। কিন...
12/10/2025

🌀এই মুভির শেষে বুঝবেন—সবকিছু যেমন দেখা যায়, তেমন নয়!

🎬 Evaru

এক খুন, এক রহস্য, আর তার জেরায় জড়িয়ে পড়ে এক পুলিশ অফিসার। কিন্তু জেরা যত এগোয়, সত্যি আর মিথ্যার সীমারেখা ততই ঝাপসা হয়ে যায়।
Adivi Sesh–এর mind-bending performance আর গল্পের প্রতিটা মোড় আপনাকে ভাবাবে—“Actually সত্যিকারের খুনি কে?”
চরমভাবে unpredictable এই থ্রিলারটা আপনার brain কে একদম জট পাকিয়ে দেবে!

🎬Title:- Search: The Naina Murder Case (2025)Crime | ThrilleriMDb - X/10Watch on Jio Hotstar✅                           ...
12/10/2025

🎬Title:- Search: The Naina Murder Case (2025)
Crime | Thriller
iMDb - X/10

Watch on Jio Hotstar✅

Address

Jurain

Website

Alerts

Be the first to know and let us send you an email when Movie Lover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share