Engr Mahmudul Hasan

Engr Mahmudul Hasan I talk for people. I am a voice of human being. I am not a leader.

live for a life
28/06/2025

live for a life

Created by
24/06/2025

Created by

এই প্রতারক কে ধরিয়ে দিন। শত শত মানুষ থেকে বিট কয়েনের কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
21/06/2025

এই প্রতারক কে ধরিয়ে দিন। শত শত মানুষ থেকে বিট কয়েনের কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

কাকে আপনার পছন্দ ভোট দিন।
18/06/2025

কাকে আপনার পছন্দ ভোট দিন।

17/06/2025

কীভাবে তুমি নিজেই তোমার ক্যারিয়ার নষ্ট করবে?
১০টি কার্যকর টিপস!

আমার আজকে উল্টো দিকে যাওয়ার প্ল্যান। কারণ সফল হবার টিপস শুনে শুনে তুমি তো অলরেডি ওভারডোজ হয়ে গেছো।

তাই লিখে ফেললাম "ক্যারিয়ারকে ধ্বংস করার ১০টি পরীক্ষিত ও প্রমাণিত কার্যকর উপায়!" 😎

১. তোমার মূলমন্ত্র হবে "আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু।" কখনো ভুলেও আজকের কাজ আজ করবে না। কাজ করাকে অলিম্পিকের মতো করে প্রতি চার বছর পর একবার করার প্ল্যান রাখো।

২. যেকোনও নতুন স্কিল শিখতে গেলে নিজের ব্রেনে বলো, "দোস্ত, আমি তো অলরেডি সব জানি"। নতুন শেখার দরকার কী? স্কিল শেখা থেকে যতটা নিরাপদ দূরত্বে থাকতে পারো ততই মঙ্গল।

৩. গুরুজনেরা বারবার বলে নেটওয়ার্কিং করতে, তুমি চরম আধুনিক। এই নেটওয়ার্কিং জিনিসটা তুমি কখনই করবা না। আরে ভাই, তুমি তো ইন্ট্রোভার্ট মানুষ, বাসার ওয়াইফাইটাই তোমার যথেষ্ট "নেটওয়ার্ক"।

৪. নিজের সব ভুল আর ব্যর্থতার জন্য বাসায় বসে বসে বস, অফিস কলিগ, সরকার, এমনকি জীবনেও সুযোগ না পাওয়া ভাগ্যকেও নিয়মিত গালি দাও।
তোমার চোখে পৃথিবীর সবাই দোষী। তুমিই কেবল ধোয়া তুলসী পাতা।

৫. সময় পেলে ইউটিউবে বসে বসে মারাত্মক সব 'জীবন বদলানো' ভিডিও দেখো। যেমন— "বিড়াল কেন মিউ মিউ করে?", "রাত ২টায় আসলেই ভূত বাসায় আসে কিনা?" এগুলো নিয়মিত দেখলে একসময় তোমার ব্রেইনে চিন্তার একেবারে জানাযা হয়ে যাবে।

৬. কিছু একটা শেখার জন্য টিউটোরিয়াল দেখবে ঠিকই, কিন্তু নিজে সেটার অনুশীলন করবে না। 'Copy-Paste Hero' হিসেবে টিউটোরিয়াল শেষ করলে ব্রাউজার ক্লোজ করে নিজেকে অলরেডি 'বিশেষজ্ঞ' হিসেবে গন্য করো।

৭. ফেসবুকের রিল আর ইনস্টাগ্রামের স্ক্রলে প্রতিদিন দুই-তিন ঘন্টা ব্যয় করো। সময়টা সস্তা, পয়সা খরচ নেই। বেশি বেশি স্ক্রল করো। তোমার যে এই সময়টা স্কিল শেখার জন্য আল্লাহ দিয়েছে, তা ভুলে যাও!

৮. জীবনে চ্যালেঞ্জ নিবে না। কমফোর্ট জোন থেকে একটা পা-ও বাইরে বের করবে না। জোনের বাইরে পা ফেললে তোমার পায়ের তলার মাটি উল্টে যাবে, আচমকা আকাশ নেমে আসবে কিন্তু।

৯. আশেপাশে তোমার বন্ধু বা আত্মীয়-স্বজনদের ভালো কিছু করতে দেখলে মন দিয়ে তাদের হিংসা করো। সকাল-বিকাল চিন্তা করো, "ও তো সফল হলো মামা-চাচার বা মামার শালার ভাগ্নের কারণে। ও কেন সফল হয় আর আমি ব্যর্থ?"

১০. একটা স্কিল থেকে আরেকটা স্কিলে লাফাতে লাফাতে ক্যারিয়ারের ক্যাঙারু হও। আজ ডেভেলপমেন্ট শিখছো দুই সপ্তাহ, পরে ডিজাইনার হও, তিন মাস পরে ইউটিউবার হও। এভাবে জীবনে যত পারো স্কিল টেস্টিং করো, যেন কোনোদিন কোনো কিছুতেই ভাল না হও।

এই দশটা কাজ যদি আন্তরিকভাবে করতে পারো তাহলে আমি ফুল গ্যারান্টি দিয়ে লিখলাম তোমার ক্যারিয়ার হওয়ার চান্স শূন্য পার্সেন্ট, ধ্বংসের চান্স ১০০%।

ভাই, কথাগুলো মজা করে বললেও জীবনে আমরা প্রায়ই এগুলো করে ফেলি, তাই সিরিয়াসলি তোমাকে বলছি—উপরের ভুলগুলো বন্ধ করো, নিজেকে আপডেট করো।

কমেন্ট করে জানাও, উপরের দশটা জীবাণুর মাঝে তোমার কোনগুলো আছে?

30/03/2025
09/09/2024

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Engr Mahmudul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Engr Mahmudul Hasan:

Share

RobinHood

I am not a Leader. I am a voice of ordinary people.