
28/06/2025
বেশি নরম মন যাদের, তাদের কে সবাই কষ্ট দিতেই ভালোবাসে! তারা কষ্ট পেয়েই যায়, কষ্ট পেতে পেতে একদিন মন শক্ত করে আর মুভ অন করে!
তারপর ই ঘটে যায় অন্য ঘটনা! 'ভালোবেসে কষ্ট পাওয়া' মানুষের জীবনেও এমন কেউ আসে,যে 'প্রিন্সেস ট্রিটমেন্ট' দেওয়া শুরু করে। তার ভালোবাসার জন্য মেয়েটার চেহারা গ্লো করা শুরু করে। তাকে দেখলেই বুঝা যায় সে খুব শান্তি তে আছে!
সবচেয়ে সুন্দর ব্যাপার বোধহয় এটাই যে, যাদের কে আপনি কষ্ট পেতে দেখেছেন, তাদের কে এখন 'ভালোবেসে ভালো থাকতে দেখা' টা! দেখতেই কি যে ভাল্লাগেএএএএ!❤️
নরম মনের মানুষজন দের কে বলি, সবাই কষ্ট দিবেনা। কেউ একজন আসবে, আপনার মোমের মতো মন টা কে আদরেই রাখবে ❤️