Sonaly village bg

Sonaly village bg I went to say, Daily life video of my village...
(127)

24/02/2025

পৃথিবীতে গাছের মূল্য থাকলেও আগাছার কোনো মূল্য হয় না! আমিও ঠিক আগাছার মতো। অযত্নে-অবহেলায় ফেলে রাখো। ঠিক যেমন করে ফেলে রাখে মানুষ শুকনো ফুল, ভাঙ্গা কাঁচ, ব্যবহৃত টিস্যু।

পৃথিবীর সবকিছুর গুরুত্ব আছে, শুধু এই আমিই ত
নিদারুণ অবহেলা পাত্রি! কতকিছুই তুমি যত্ন করে রেখে দাও–অথচ আমি যেন আগাছা হয়ে পড়ে থাকি এক কোণে।

অনাদর-অবহেলায় পড়ে থেকে আমিও যে জীবনের স্বাদ ভুলে গেছি,,ভালোবাসা বাড়ে, শুধু অনুভূতি তীলে তীলে নষ্ট হয়! বিবেকের অজুহাতে আবেগকে বিসর্জন দিয়ে তুমি মানুষ হও....

আর আমি মানুষ হতে পারি না!
আগাছার মতো পড়ে থাকি অযত্নে-অবহেলায়! বুকের ভেতর তীব্র হাহাকার নিয়ে আমি নিঃসঙ্গতায় মৌন পাহাড় হয়ে যাই। সুনসান নীরবতায় আমি ফুরিয়ে যাই! অথচ তুমি দিব্যি তৃপ্তির ঢেঁকুর তুলে স্বচক্ষে দেখো, আমার অধঃপতন–ফুরিয়ে যাওয়া!

তবে আমিও আর কিছুর পরোয়া করিনা,,,সময় আমাকে নিষ্ঠুর হতে শিখিয়েছে,,, এটাকে জীবন বলেনা,,,,,,সব অসময়ের সামনে দাড়াতে আমি প্রস্তুত।,,,

24/02/2025

আমি জানি না, ঠিক কতটা বদলেছি।
কিন্তু একটা বিষয় বুঝতে পারি-
আগের মতো আর ভেঙে পড়ি না,
সহজে কাউকে দোষ দিতেও ইচ্ছে করে না।

_আর কাউকে বুঝতে ইচ্ছে করেনা,,
কাউকে বুঝাতেও ইচ্ছে করেনা,,,আসলে কি পরিমান পাগল ছিলাম কারো জন্য।,,

❤️হয়তো আজও টিকে আছি শুধু তোদেরি জন্য,, ❤️

কাঠকলমের লেখাগুলো যেভাবে মুছা যায়,,সেভাবে যদি সব মুছে ফেলা যেত বা,,যা হয়েছে জীবনে তা যদি স্বপ্ন হতো, সপ্ন ভেঙ্গে যাবার পর আর কখনো দিতামনা ভূল পথে পা,,,

এক আকাশ বিশ্বাস নিয়ে ডুব দিয়েছিলাম সমুদ্রে,, কে জানতো সমুদ্রের তলদেশে গিয়ে উপরে উঠার রাস্তা যাবে হারিয়ে,,,

পথ খুজে আর পাবনা,, এটা যেনেই পরে আছি সমুদ্রের ভয়ংকর স্থানে,,

01/01/2025

অভিমান করতে করতে মেয়েরা একদিন বুঝে যায়, তার আবেগ অনুভূতির কোন মূল্যই নেই
সেই মানুষটার কাছে,
ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন,
তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়,
নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয় ,
তারপর তাকে কে ভালবাসলো কে বাসলো না,
কে পাত্তা দিল কে পাত্তা দিল না,
তাতে তার কিছুই যায় আসে না,
মানুষ বদলে গেলে ভয়ংকর ভাবে বদলে যায়
মাটি একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায়,
চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না💔

22/12/2024

অভিমান তার সাথে করাই মানায়,, যে তোমার অভিমানের ভাষা বুঝে,,,

19/12/2024

উকিল আর ঘরের বউ,,
এই দুই যায়গায় মিথ্যা বলতে নেই,, কারন ওনারা সত্যিটা যেনেই আপনাকে প্রশ্ন করে,,

17/12/2024

ব্যথা পেলে নারী বদলায় না
নারী বদলায় নীরবে, গোপনে, অবহেলায়
প্রচন্ড এক অভিমানে।

17/12/2024

ভালোবাসা পরিবর্তনশীল

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
13/12/2024

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

Address

Jurain

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonaly village bg posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share