24/02/2025
পৃথিবীতে গাছের মূল্য থাকলেও আগাছার কোনো মূল্য হয় না! আমিও ঠিক আগাছার মতো। অযত্নে-অবহেলায় ফেলে রাখো। ঠিক যেমন করে ফেলে রাখে মানুষ শুকনো ফুল, ভাঙ্গা কাঁচ, ব্যবহৃত টিস্যু।
পৃথিবীর সবকিছুর গুরুত্ব আছে, শুধু এই আমিই ত
নিদারুণ অবহেলা পাত্রি! কতকিছুই তুমি যত্ন করে রেখে দাও–অথচ আমি যেন আগাছা হয়ে পড়ে থাকি এক কোণে।
অনাদর-অবহেলায় পড়ে থেকে আমিও যে জীবনের স্বাদ ভুলে গেছি,,ভালোবাসা বাড়ে, শুধু অনুভূতি তীলে তীলে নষ্ট হয়! বিবেকের অজুহাতে আবেগকে বিসর্জন দিয়ে তুমি মানুষ হও....
আর আমি মানুষ হতে পারি না!
আগাছার মতো পড়ে থাকি অযত্নে-অবহেলায়! বুকের ভেতর তীব্র হাহাকার নিয়ে আমি নিঃসঙ্গতায় মৌন পাহাড় হয়ে যাই। সুনসান নীরবতায় আমি ফুরিয়ে যাই! অথচ তুমি দিব্যি তৃপ্তির ঢেঁকুর তুলে স্বচক্ষে দেখো, আমার অধঃপতন–ফুরিয়ে যাওয়া!
তবে আমিও আর কিছুর পরোয়া করিনা,,,সময় আমাকে নিষ্ঠুর হতে শিখিয়েছে,,, এটাকে জীবন বলেনা,,,,,,সব অসময়ের সামনে দাড়াতে আমি প্রস্তুত।,,,