26/07/2025
আমাকে জুড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে
আরও ভেঙে দিলে..?!
বেঁচে থাকার ভরসায়
জীবন্ত লাশ বানিয়ে দিলে...?!
আস্থার ঘরে আগুন জ্বালিয়ে
বিশ্বস্ততার দরজায় তালা ঝুলালে..?!
এখন যে আমি বড্ডো অসহায়!
নিজেকে জুড়তেই পারছি না,,,,
জুড়তে গেলেই দেখছি-
আমাকে এমনভাবে ভাঙা হয়েছে যে
জোড়াতালি দিয়েও জুড়ছে না!!!