Welcome to Islami ganer oishi-torie ;
আসসালামু ওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু .
সম্মানিত মেম্বার, ফলোয়ার এবং শুভাকাঙ্ক্ষীদের Islami ganer oishi-torie পেজের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন...।
আপনারা অবগত আছেন যে, আপনাদের সবার প্রিয় পেজটি খুব অল্প সময়ে Facebook এর সমাদৃত একটি পেজে পরিণত হয়েছে৷ গত ১১ডিসেম্বর ২০১৭ঈসায়ী ইসলামের দাওয়াতকে সামনে নিয়ে আমাদের অগ্রযাত্রা শুরু হয়েছে। এবং কাল
ের পরিক্রমা ও আল্লাহর অশেষ রহমতে তা অপ্রতিরোধ্য গতিতে পুরোদ্যমে এগিয়ে চলছে। আমাদের বর্তমান লাইকারের সংখ্যা প্রায় ১৫৫০+ । আমরা আশা করি বর্ষপূর্তিতে ইনশাআল্লাহ দু'হাজার ছাড়িয়ে যাবে।
বাস্তবতায় সময়ের সবচেয়ে শক্তিশালী যোগাযোগ মাধ্যম Facebook. তাই শুরু হতেই গতানুগতিক Like-Comment এর ব্যতিক্রম হিসেবে বাংলাদেশের সব বয়েসি ব্যবহারকারীকে কুরআন-সুন্নাহর সঠিক দাওয়াত, এবং তথ্য সেবা ও নির্মল বিনোদন দানে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।
এছাড়াও পেজের উদ্যেগে দুস্থ-অসহায়ের পাশে দাঁড়াতেও আমরা সক্ষম হয়েছি।(এই অংশটা সম্ভাব্য আগামিতে ইনশাআল্লাহ চালু হবে)
এজন্য আল্লাহ'র শুকরিয়া আদায় করছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেননা “মেম্বার বিহীন একটা গ্রুপ এবং পেইজ জ্বালানি বিহীন মোটরযানের মতই।” আমাদের যত অর্জন তা আপনারা পাশে থাকায় এবং তথ্য-উপাত্ত-পরামর্শ দিয়ে উৎসাহিত ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সহযোগিতা করেছেন বলেই সম্ভব হয়েছে।
আমরা চাই মিলে মিশে সুন্দরভাবে Islami ganer oishi-torie -কে সামনে আরো বহু দূর এগিয়ে নিতে।
এ জন্য আপনাদের সহযোগিতার কোনো বিকল্প নেই৷