22/07/2025
" টাকাই সব" , "মানবিকতা"?? ওসব গল্পে মানায়🙂
কালকে(২১.০৭.২৫) যখন আগুনের পো*ড়া য*ন্ত্রণা নিয়ে একটু ঠান্ডা পানির জন্য কাতরাচ্ছে, ডিমান্ড দেখে দাম চড়া করে ফেললো, ২লিটার ঠান্ডা পানি ৬০০ টাকা, আহা, ব্যাবসা যদি আর না করতে পারে, সুযোগ বারবার আসবে না। তাই হাকাও দাম, কিনবেই। 🙂
স্কুল ক্যান্টিন থেকে পানি নেয়া হচ্ছিল, তারাও দিল বন্ধ করে, কেন?, কারন টাকা কে দেবে?🙂
সিএনজি, রিকশা সবার চোখেমুখে বাড়তি ভারা আদায়ের লো*ভ যেন স্পষ্ট, ২০০ টাকার ভারা হয়ে গেল ১০০০ টাকা আর ২০টাকার টা ১০০ টাকা, আবার সুযোগ পাবে নাকি?🙂
শরীরের ৯০% বা*র্ন নিয়ে যখন ছোট্ট শিশুটা দৌড়াচ্ছে, অধিকাংশ লোক ক্যামেরা হাতে ব্যাস্ত ভিডিও ধারন করা নিয়ে, 🙂
লোভীগুলো কোনোদিন ম*রবেনা, সৃষ্টিকর্তার ভয় নেই এগুলোর মধ্যে, আর মানবিকতা কথা বলা, এদের কাছে, চো*রকে ধর্মের কাহিনী শোনানের মতো অবস্থা।
একটু মানুষ হন, মানুষের মতো দেখতে হলেই হবেনা, সৃষ্টির সেরা উপাধি পেতেও যোগ্যতা লাগে। বি*পদ কখন? কার? কীভাবে আসে? কেউ জানিনা। এমন ক্রান্তি লগ্নে, যতটা পারেন সাহায্য করুন।