ভালবাসার লাল গোলাপ

ভালবাসার লাল গোলাপ এখানে আমরা সমাজ,দেশ,মানুষ,প্রকৃতি,ভাল? সব ধরনের সামাজিক,ভালবাসা,অনুভূতিঅনুভূতি,আবেক ও ধর্মীয় post করা হয়

12/03/2024

#প্রথম_দিনের_রোজা_ডান

#আলহামদুলিল্লাহ

বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা নয়, মাদ্রাসাগুলোকে বিশ্ববিদ্যালয় বানাতে হবে। স্কলারশিপ নিয়ে সুদূর আমেরিকা থেকে ইলম গবেষণা কর...
12/03/2024

বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা নয়, মাদ্রাসাগুলোকে বিশ্ববিদ্যালয় বানাতে হবে। স্কলারশিপ নিয়ে সুদূর আমেরিকা থেকে ইলম গবেষণা করতে আসবে এমন অবকাঠামো তৈরি করতে হবে।

✒️- Sheik Sadi
@highlight

সুন্নাতে ভরা ইজতিমায় তাহাজ্জুদ ও ফজরের নামায  ২য় দিনের ৪র্থ পর্বের অংশ বিশেষ...!!           #صلی‌الله‌علیه‌وسلم    #محمد...
15/02/2024

সুন্নাতে ভরা ইজতিমায় তাহাজ্জুদ ও ফজরের নামায ২য় দিনের ৪র্থ পর্বের অংশ বিশেষ...!!



#صلی‌الله‌علیه‌وسلم #محمد #امين #رسول #الله

29/10/2023
জাতীয় কন্যাশিশু দিবসে সকল কন্যাশিশুকে শুভেচ্ছা ।
30/09/2022

জাতীয় কন্যাশিশু দিবসে সকল কন্যাশিশুকে শুভেচ্ছা ।

29/09/2022
14/08/2022

(১) উপুর হয়ে বুকের উপরে ভর দিয়ে
শোয়া নিষিদ্ধ,
কারণ এইভাবে শয়তান শোয়। সহীহ
বুখারী।

(২) বাম হাতে খাওয়া বা পান করা
নিষিদ্ধ,
কারণ বাঁ হাতে শয়তান খায়। রিয়াদুস
সালেহীন।

(৩) পশুর হাড় দিয়ে ইস্তিঞ্জা করা
নিষিদ্ধ,
কারণ আল্লাহর নাম নিয়ে জবাই করা
প্রাণীর হাড়গুলো যা মানুষেরা ফেলে
দেয়, তা
মুসলিম জিনদের খাবার। সহীহ বুখারী।

(৪) সন্ধ্যা সময় বাচ্চাদের বাইরে বের
হতে
দিতে রাসুল (সাঃ) নিষেধ করেছেন
এবং
ঘরের
দরজা জানালা বন্ধ রাখতে বলেছেন,
কারণ
তখন জিনেরা বাইরে বের হয়।

(৫) আযান দিলে শয়তান জিনেরা বায়ু
ছাড়তে
ছাড়তে লোকালয় থেকে পলায়ন করে।
আর
কুকুর ও গাধা শয়তান জিনদেরকে
দেখতে
পেলে চিৎকার করে। একারণে, অনেক
সময়
ইশা বা ফযরের আযান দিলে কুকুরেরা
চিৎকার চেচামেচি শুরু করে। কারণ
তখন
কুকুরেরা আযান শুনে পলায়নরত
শয়তান
জিনদের দেখতে পায়। উল্লেখ্য, রাতের
বেলা কুকুর ও গাধার ডাক শুনলে
"আউযুবিল্লাহি....রাজীম" এই দুয়া পড়ে
শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য
আল্লাহ্র কাছে আশ্রয় চাইতে হয়।
সহীহ
বুখারী, হিসনুল মুসলিম।

(৬) মোরগ আল্লাহর রহমতের
ফেরেশতাদেরকে দেখতে পায়, একারণে
মোরগের ডাক শুনে "আল্লাহুম্মা ইন্নি
আস-
আসুকা মিং ফাযলিকা" এই দুয়া পড়ে
আল্লাহর
অনুগ্রহ চাইতে হয়। হিসনুল মুসলিম।

(৭) গোসলখানায় প্রসাব করা যাবে
না।।
________ আল হাদিস (ইবনে মাজাহঃ
৩০৪)

(৮) কেবলামুখি বা তার উল্টো হয়ে
প্রসাব, পায়খানা করা যাবে না।।
_________ সহিহ বুখারিঃ ৩৯৫

(৯) গুলি বা তীরের নিশানা
প্রশিহ্মণের
জন্য প্রাণী ব্যবহার
করা যাবে না।।
_________ মুসলিমঃ ৫১৬৭

(১০) মুশরিক বা অবিশ্বাসীদের কাউকে বিয়ে করা যাবে না। বিশেষ করে- স্বামী ছাড়া অন্য কারো জন্য স্ত্রীর সাজ-সজ্জা গ্রহণ করা নিষিদ্ধ।’ (সুরা আহজাব : আয়াত ৩৩)

(১১) কারো গোপনাঙ্গের দিকে তাকানো বা দৃষ্টি দেওয়া যাবে না। যদিও তাদের কাপড় পরা থাকে।’ (মুসলিম)

(১২) মুর্তি কেনা, বেঁচা, পাহারা
দেওয়া
হারাম।।
_________ আল কোরআন (মাইদাহঃ
৯০, ইবরাহীমঃ ৩৫)

(১৩) কারো মুখমণ্ডলে আঘাত
করা যাবে না।।
________ মুসলিমঃ ৬৮২১

(১৪) কাপড় পরিধাণ থাকা সত্তেও
কারো গোপন অঙ্গের জায়গার
দিকে দৃষ্টিপাত করা যাবে না।।
________ মুসলিম ৭৯৪

(১৫) আল্লাহ ব্যাতিত কারো নামে
কসম করা যাবে না। বাপ দাদার নাম,
কারো
হায়াত, মসজিদ বা কোরআন এর
নামে কসম করা, মাথায় নিয়ে
সত্যতা প্রকাশ করা যাবে না।।
__________ আবু দাউদ৩২৫০
নাসায়ীঃ ৩৭৭৮।

(১৬) কোন প্রাণীকে আগুনে পুড়িয়ে
মারা যাবে না।।
_________ আবু দাউদ ২৬৭৭

(১৭) হাশরের দিন শেষ বিচারের পরে
আল্লাহ
জান্নাতীদেরকে জান্নাতে দেবেন
আর,
জাহান্নামীদেরকে জাহান্নামে
দেবেন।
তখন আল্লাহ জান্নাতী ও
জাহান্নামীদেরকে
ডাক দিয়ে বলবেন, তোমরা এই দিকে
দেখো। তখন জান্নাত ও জাহান্নামের
মাঝখানে একটা সাদা দুম্বাকে
দেখিয়ে
আল্লাহ বলবেন, এই দুম্বাটা হচ্ছে
মরণ।
তখন সেই দুম্বাকে জবাই করে ফেলা
হবে।
এইভাবে দুম্বারূপী মরণকে জবাই করে
আল্লাহ মৃত্যুকে হত্যা করে ফেলবেন।
তখন
তিনি বলবেন, আজকের পর থেকে আর
কোন
মরণ থাকবেনা। সুতরাং, যারা
জান্নাতে
যাবে তারা চিরকাল জান্নাতে আনন্দ-
উল্লাসের মাঝে থাকবে। আর যারা
জাহান্নামে যাবে তারা চিরকাল
আযাব-
গজব
আর দুঃখ-কষ্টের মাঝে থাকবে।
দুম্বারূপী
মৃত্যুকে হত্যা করে ফেলার এই ঘোষণার
কারণে জান্নাতীরা আরো বেশি
আনন্দিত
হবে, কারণ তাদের আনন্দের জীবন
কখনো
শেষ হবেনা। আর এই ঘোষণা
জাহান্নামীদের জন্যে আরো বড় বিপদ

দুঃখ নিয়ে আসবে। কারণ জাহান্নামে
যতই
আগুনে পুড়ুক বা যতই যন্ত্রনাদায়ক
শাস্তি
ভোগ করুক, তার ফলে কোনদিন তারা
মরবেনা। অনন্তকাল কঠিন শাস্তি
ভোগ
করতে থাকবে। সহীহ বুখারী, সহীহ
মুসলিম।
হে আল্লাহ! আমাদেরকে উপরোক্ত
কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক
দান করুন।

Address

Jurain
1311

Alerts

Be the first to know and let us send you an email when ভালবাসার লাল গোলাপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভালবাসার লাল গোলাপ:

Share

Category