Unlimited Love's

Unlimited Love's ✒️নিয়মিত ইসলামিক পোষ্ট এবং ভিডিও পেতে আমার প্রোফাইল ফলো দিয়ে রাখুন🥀✊ Please everyone like my page � Unlimited Love's

16/07/2025

রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামী দিনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা। . . . . . .. অর্থ : আল্লাহ আমার প্রভু, ইসলাম আমার ধর্ম এবং মুহাম্মদ (সা.) আমার নবী হওয়ায় আমি সন্তুষ্ট আছি।

গতকালকে দাউদকান্দি  গৌরিপুর বাজারে কবুতর ক্রয় করতে গিয়েছিলো। গৌরিপুর বাজারে একটা চক্র এসে তাকে মারধর করে , কিডনাপ করে। প...
14/07/2025

গতকালকে দাউদকান্দি গৌরিপুর বাজারে কবুতর ক্রয় করতে গিয়েছিলো। গৌরিপুর বাজারে একটা চক্র এসে তাকে মারধর করে , কিডনাপ করে। পরবর্তীতে কোন বিল্ডিং এ নিয়ে যায় ,অনেক মার ধর করার পর ছেলের বাড়ি থেকে ৫০ হাজার টাকা মুক্তিপন ও নেয়। টাকা পাওয়ার পড়ে ছেলে টাকে ছেড়ে দেয় 💔
ছেলের সাথে এইরকম ঘটনা ঘটায় তার বাবা এসব সহ্য করতে না পেরে টেনশনে হটাৎ বাজারে স্ট্রোক করে , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (গৌরিপুর) নিয়ে যাওয়ার পরে তাকে মৃত ঘোষণা করেন 😭

13/07/2025

এনি ভাই যা বলছে সেগুলো ঠিকভাবে পালন করিস। চাঁদাবাজি করছে কিন্তু কৌশল টা পুরোপুরি কাজে লাগছে না , কেননা সব ফাঁস হয়ে যাচ্ছে। তাই মোটিভেশান ক্লাস চলছে !

13/07/2025

চাঁদাবাজি না করে মসজিদে খয়রাত করে খাও - আল্লামা সাঈদী রহঃ

11/07/2025

'অহংকারী না হলে উত্তর দিয়ে যাবেন,
মান রাব্বুকা = তোমার রব কে ?🤍

08/07/2025

আরো করো বান্ধবীর bf এর সাথে পরোকিয়া 🤣

প্রবাসী ভাইয়ের লা'শ নেয়ার পথে সড়ক দু'র্ঘ'ট'নায় মামাতো-ফুফাতো ভাই নি'হ'ত।
05/07/2025

প্রবাসী ভাইয়ের লা'শ নেয়ার পথে সড়ক দু'র্ঘ'ট'নায় মামাতো-ফুফাতো ভাই নি'হ'ত।

দীর্ঘ এক বছরের অপেক্ষার অবসান, দেশে ফিরছে প্রবাসী রুবেলের নিথর দেহভালোবাসার পরিবার আর স্বপ্নে ভর করে সৌদি আরবের পথে পা ব...
04/07/2025

দীর্ঘ এক বছরের অপেক্ষার অবসান, দেশে ফিরছে প্রবাসী রুবেলের নিথর দেহ

ভালোবাসার পরিবার আর স্বপ্নে ভর করে সৌদি আরবের পথে পা বাড়িয়েছিলেন রুবেল।
কিন্তু আজ তিনি ফিরছেন—একটি কফিনে বন্দী হয়ে। দীর্ঘ এক বছর আইনি প্রক্রিয়া শেষে, আগামীকাল দেশে আসছে সৌদি আরবে নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া ৪নং ভূজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড তালুকদার পাড়ার বাসিন্দা প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ।

পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালের দিকে পরিবারের অভাব ঘোচাতে এবং স্বপ্ন বাস্তবায়নের তাগিদে রুবেল সৌদি আরব পাড়ি জমান। কিন্তু প্রবাসে তার দিনগুলো সুখের ছিল না। ক্ষুধার্ত অবস্থায় একদিন তিনি দোকান থেকে মালিকের অনুমতি ছাড়াই একটি বার্গার খেয়ে ফেলেন। এতটুকুই ছিল তার "অপরাধ। এর জেরে শুরু হয় নির্মম নির্যাতন—নিপীড়নের সেই কালো অধ্যায় রুবেলের জীবনের প্রতিটি মুহূর্তকে নীরবে নিঃশেষ করে দেয়।

নির্যাতনে গুরুতর আহত হলে তাকে মদিনার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ জুলাই ২০২৪ সালে পৃথিবী থেকে চির বিদায় নেন রুবেল। এরপর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই—মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবার ছুটে বেড়ায় এক দুয়ার থেকে আরেক দুয়ারে।

অবশেষে দীর্ঘ এক বছরের আইনি জটিলতা শেষে, রুবেলের নিথর দেহ দেশে ফেরত আসছে আগামীকাল।

রুবেলের প্রতিবেশী মো. মাসুদ রানা বলেন,
রুবেল ছিল অত্যন্ত নম্র, ভদ্র, পরিশ্রমী ছেলে। তাদের তিন ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়। পিতা মোহাম্মদ ফুল মিয়ার এই ছেলেটা পরিবারের জন্য নিজের জীবন দিয়ে গেল। এমন মৃত্যু মেনে নেওয়া আমাদের জন্য খুবই কষ্টের।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ রুবেল ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন—আমিন।

তথ্য ওয়ান মোশান

02/07/2025
02/07/2025

এমন এক ধর্ম পেয়েছি যেখানে মুচকি হাসলে সোয়াব আর কান্না করলে গুনাহ মাফ।

 #ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যাত্রী ছাউনির কোণে থেমে ছিল একটি রিকশা। অনেকেই ভেবেছিলেন হয়তো চালক একটু বিশ্রাম নিচ্ছেন। ...
01/07/2025

#ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যাত্রী ছাউনির কোণে থেমে ছিল একটি রিকশা। অনেকেই ভেবেছিলেন হয়তো চালক একটু বিশ্রাম নিচ্ছেন। সারাদিনের ক্লান্তি তো আর কম নয়!

#একজন পথচারী বিকেলে দেখেছিলেন তাকে ঘুমন্ত অবস্থায়। কয়েক ঘণ্টা পর আবার যখন ঐ পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখনো একইভাবে বসে আছেন তিনি। কিন্তু এবার মনটা কেমন যেন কেঁপে উঠল। গায়ের ওপর হাত রাখতেই বুঝলেন ঘুমিয়ে নেই তিনি। ফিরে গেছেন না-ফেরার দেশে।

#রিকশার উপরেই মৃত্যু হয়েছিল তার। নীরবে, একা। হয়তো স্ট্রোক করেই শেষ নিঃশ্বাসটা ফেলেছিলেন। কোনো শব্দ নেই, কোনো আর্তনাদ নেই শুধু একটুকরো নিঃশব্দ বিদায়।

#পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এসে মরদেহের দায়িত্ব নিয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি।

#মানুষের জীবন কতটা অস্থায়ী, কতটা অনিশ্চিত! হয়তো শুধু একটু বিশ্রাম নিতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্য তাকে চিরবিশ্রামের দেশে পাঠিয়ে দিল।

#আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমিন।

#দয়া করে এই #পোস্টটি #শেয়ার করুন, #হয়তো তার #স্বজনের কাছে খবর পৌঁছে যাবে…😭

01/07/2025

বাংলাদেশকে নিয়ে কি বললো ডেন্ডিয়ার সেনাবাহিনি....😡😡😡

Address

Jurain

Alerts

Be the first to know and let us send you an email when Unlimited Love's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unlimited Love's:

Share