
12/08/2022
প্রতিটি ব্র্যান্ডের লোগোর পেছনে একটি গল্প থাকে। আপনার ব্র্যান্ডের গল্পটিও আমরা শুনতে চাই। তার আগে চলুন আমাদের তৈরি কিছু ব্র্যান্ডের গল্প জেনে নিই...
সেবা সামগ্রী :
ব্র্যান্ডেটি কাজ করছে চিকিৎসা সামগ্রী নিয়ে। লোগোতে প্রথম অক্ষর স এবং এ-কারের মধ্যে নেগেটিভ স্পেসে মেডিকেল আইকন তৈরীর মাধ্যমে তারা মেডিকেল সামগ্রী সাপ্লাইয়ার এই ম্যাসেজটি সহজ ভাবে দেয়া হয়েছে।
সোশ্যাল গিক :
ব্র্যান্ডেটি কাজ কাজ করছে ডিজিটাল মার্কেটিং এবং বিজনেস গ্রোথ নিয়ে। কোম্পানিটি B2B সার্ভিস দিয়ে থাকে। লোগোতে দুইপাশে দুই কালার সমৃদ্ধ একটি রিবন পেচিয়ে উপরের দিকে উঠছে। এবং প্রতিটি স্টেপে নির্দিষ্ট পরিমাণে বেড়ে যাচ্ছে। অর্থাৎ আপনার ব্র্যান্ড টি তাদের সাথে কাজ করলে রিবনের মতো জড়িয়ে রাখবে। এবং প্রতিটি স্টেপে আপনার কোম্পানির গ্রোথ বাড়বে। এমন ম্যাসেজ দেয়া হয়েছে।
রসনা :
ব্র্যান্ডেটি খাঁটি গুড়া মসলা সরবরাহ করে থাকে। লোগোর শেষ অক্ষর না-তে নেগেটিভ স্পেসের মাধ্যমে একটি পাত্রে রান্নার হচ্ছে এবং পাত্রের ঢাকনাটি সরে গিয়ে সুস্বাদু খাবারের সুবাস ছড়িয়ে যাচ্ছে। এমন একটি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
গ্রাম অর্গানিক :
ব্র্যান্ডেটি ইনস্টাগ্রামে অর্গানিক মার্কেটিং নিয়ে কাজ করছে। এই লোগোটি নিয়ে আপনারা কী ভাবছেন চাই। পাশাপাশি আরো শুনতে চাই আপনার নিজের ব্র্যান্ডের লোগোর চমৎকার গল্পটিও। কমেন্টে আপনার গল্পটি লিখে আমাদের সবাইকে জানান। প্রয়োজনে লিঙ্কও যুক্ত করতে পারেন।
আপনার যদি এমন গল্প সমৃদ্ধ মিনিংফুল কোন লোগো না থাকে, চিন্তিত হবার কোন কারণ নেই। আপনার জন্য লোগো তৈরি করতে আমরাতো আছি। আমাদের লোগোর প্রাইসিং শুরু মাত্র ৩০০০ টাকা থেকে। আমাদের রয়েছে দেশ-বিদেশের ক্লায়েন্টের জন্য অন্তত ১০০'র অধিক লোগো এবং ব্র্যান্ডিং-এর অভিজ্ঞতা।
তাহলে চলুন, আপনার গল্পের লোগোটি তৈরি করা যাক...
প্রয়োজনে- 01619997770