Juri Online Media Club

Juri Online Media Club স্বাগতম জুড়ী অনলাইন মিডিয়া ক্লাব✅
(1)

15/09/2025
15/09/2025

নেপালের নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ ।


15/09/2025
জাতীয়তাবাদী দল-বিএনপি০২নং পূর্ব জুড়ী ইউনিয়নদ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন ২০২৫গণতান্ত্রিক প্রক্রিয়া ও উৎসবমুখর পরিবেশে স...
08/07/2025

জাতীয়তাবাদী দল-বিএনপি
০২নং পূর্ব জুড়ী ইউনিয়ন
দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন ২০২৫

গণতান্ত্রিক প্রক্রিয়া ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হলো জাতীয়তাবাদী দল বিএনপির ০২নং পূর্ব জুড়ী ইউনিয়নের দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন।

এই নির্বাচনে বিজয়ী হয়েছেন
🔷 সভাপতি: হাজী মুহিদ আলী নামর
🔷 সাধারণ সম্পাদক: সহিবুর রহমান তুয়েল
🔷 সাংগঠনিক সম্পাদক: মোঃ জইন উদ্দিন

তাঁদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

একইসাথে নির্বাচনপ্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকল প্রার্থী, বিজয়ী ও বিজিত, কাউন্সিলরগণ ও উপস্থিত নেতাকর্মীদের প্রতি রইল প্রাণঢালা ভালোবাসা ও কৃতজ্ঞতা।

আশা করি, নতুন নেতৃত্ব দলের আদর্শে বলীয়ান হয়ে, শৃঙ্খলা, ঐক্য এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবেন।।

পেরুর প্রত্নতাত্ত্বিকেরা বৃহস্পতিবার জানিয়েছেন, আমেরিকার প্রাচীনতম সভ্যতার কেন্দ্র ‘কারাল’ শহরের পবিত্র এলাকায় খননকার্য ...
25/04/2025

পেরুর প্রত্নতাত্ত্বিকেরা বৃহস্পতিবার জানিয়েছেন, আমেরিকার প্রাচীনতম সভ্যতার কেন্দ্র ‘কারাল’ শহরের পবিত্র এলাকায় খননকার্য চালিয়ে ৫,০০০ বছর আগের এক অভিজাত নারীর মমিকৃত দেহাবশেষ পাওয়া গেছে। এ আবিষ্কারে প্রমাণ মিলেছে, ওই সভ্যতায় নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। 'যে কঙ্কাল উদ্ধার হয়েছে, তা সম্ভবত এক উচ্চ মর্যাদার নারীর—অভিজাত এক নারীর,' বলেন প্রত্নতাত্ত্বিক ডেভিড পালোমিনো। মমিটি উদ্ধার হয়েছে কারাল শহরের অন্তর্গত পবিত্র স্থান অ্যাস্পেরো থেকে, যা ১৯৯০-এর দশক পর্যন্ত ৩০ বছরের বেশি সময় একটি আবর্জনার স্তূপ ছিল। পরে এটি একটি প্রত্নতাত্ত্বিক এলাকায় রূপ নেয়।

পিনাকী ভট্টাচার্য কেমন মতামত দিন❤️❤️Ten unknown Facts About  1. The first film ever made was "Roundhay Garden Scene" in ...
25/04/2025

পিনাকী ভট্টাচার্য কেমন মতামত দিন❤️❤️

Ten unknown Facts About

1. The first film ever made was "Roundhay Garden Scene" in 1888, directed by French inventor Louis Le Prince.

2. The first Hollywood film was "The Squaw Man" in 1911, directed by Oscar Apfel and Cecil B. DeMille.

3. The first 3D film was "The Power of Love" in 1922, directed by Nat G. Deverich and Harry K. Fairall.

4. The first film with sound was "The Jazz Singer" in 1927, directed by Alan Crosland.

5. The longest film ever made was "Ambian" in 2016, directed by Anders Weberg, with a runtime of 720 hours.

6. The highest-grossing film of all time is "Avengers: Endgame" in 2019, directed by Anthony and Joe Russo.

7. The most Academy Awards won by a single film is 11, achieved by "Ben-Hur" in 1959, "Titanic" in 1997, and "The Lord of the Rings: The Return of the King" in 2003.

8. The first film to feature a computer-generated image (CGI) was "Westworld" in 1973, directed by Michael Crichton.


9. The first film to use motion capture technology was "The Lord of the Rings: The Fellowship of the Ring" in 2001, directed by Peter Jackson.

10. The highest-paid actor of all time is Keanu Reeves, with a salary of $250 million for "The Matrix" trilogy.


゚ ゚




23/04/2025

অসুস্থ চিকিৎসাধীন দুই সাংবাদিকের জন্য সকলের নিকট দোয়ার দরখাস্ত 🤲

জুড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জুড়ী উপজেলা শাখার সভাপতি প্রবীন সিনিয়র সাংবাদিক এস এম জালাল উদদীন গত ১৮ রমজান থেকে লিভার সমস্যা নিয়ে আক্রান্ত। ঢাকা এপোলো হাসপাতালে ১সপ্তাহ চিকিৎসা নিয়ে গত ১০ এপ্রিল বাড়ীতে আসেন। পরবর্তীতে অবস্থার অবনতি দেখা দিলে গতকাল মঙ্গলবার সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসা চলছে।

এদিকে দীর্ঘদিন যাবত অসুস্থ জুড়ী অনলাইন প্রেসক্লাবের অন্যতম সদস্য, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জুড়ী উপজেলা শাখার প্রচার সম্পাদক ও জনপ্রিয় অনলাইন মিডিয়া প্রভাত টিভির বার্তা সম্পাদক, কোয়াবের জুড়ী উপজেলার সহ সভাপতি জনাব তছিরুল ইসলাম। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থা খারাপ হলে প্রাথমিক ভাবে জুড়ীর স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ীতে আসেন। পরদিনই তার অবস্থার কোন পরিবর্তন না হলে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন।

জুড়ী অনলাইন প্রেসক্লাব ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জুড়ী উপজেলা শাখার পক্ষ থেকে দেশ বিদেশে অবস্থানরত সকলের আন্তরিক দোয়া কামনা করছি।
#এডমিন

12/04/2025

বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা ১২টি গুরুত্বপূর্ণ বিষয়, যাহা প্রতিটি পুরুষের জানা অতি জরুরী।

১. বন্ধুত্ব চিরস্থায়ী নয় – জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে দূরে সরে যায়।

২. নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ – আত্মসম্মান ও মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে মূল্যবান।

৩. কেউ পরিশ্রম দেখে না, সবাই শুধু ফলাফল দেখে – সফল হলে প্রশংসা, ব্যর্থ হলে সমালোচনা। তাই নিজের জন্যই পরিশ্রম করুন।

৪. হৃদয়ভঙ্গ ও ব্যর্থতা জীবনেরই অংশ – এগুলো এড়ানো নয়, বরং শেখার সুযোগ হিসেবে দেখাই শ্রেয়।

৫. বাড়ির মতো আপন কোনো জায়গা নেই – দুনিয়ার যেখানেই যান, মানসিক শান্তির ঠিকানা একটাই—নিজের ঘর।

৬. পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ – বন্ধু, গ্ল্যামার বা সামাজিক মর্যাদা ক্ষণস্থায়ী, কিন্তু পরিবার ও অর্থ দীর্ঘমেয়াদে আপনাকে আগলে রাখে।

৭. বই-ই সত্যিকার বন্ধু – বই কখনো প্রতারণা করে না, বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায়।

৮. শারীরিক ব্যায়াম চাপ কমায় – শুধু ফিটনেসের জন্য নয়, মানসিক প্রশান্তির জন্যও ব্যায়াম জরুরি।

৯. অনুশোচনা ও কান্নায় সময় নষ্ট নয় – যা হয়ে গেছে, তা আর ফিরে আসবে না। সামনে এগোনোর দিকেই নজর দিন।

১০. আজ যা চাইছেন, কাল হয়তো তার মূল্যই থাকবে না – মানুষের চাহিদা বদলায়, তাই আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই ভালো।

১১. আপনার সিদ্ধান্তই জীবন গড়ে দেয়, ভাগ্য নয় – ভাগ্য নির্ধারিত নয়, বরং আপনার সিদ্ধান্তই ভবিষ্যৎ তৈরি করে।

১২. শৈশবই জীবনের সেরা সময় – দায়িত্বহীন, নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না।

S.M. Jalal Ahmed
Freelance Crime Journalist

Address

Juri
Juri
3251

Alerts

Be the first to know and let us send you an email when Juri Online Media Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Juri Online Media Club:

Share