Kachua Media - কচুয়া মিডিয়া

Kachua Media - কচুয়া মিডিয়া ইসলামিক বানী গুলো বিশ্বের দরবারে পৌছিয়ে দিতে আপনার মুল্যবান লাইক/কমেন্ট ও শেয়ার মাধ্যমে সাথে থাকুন।

 #চাকসু নির্বাচন নিয়ে অহিংস শিক্ষার্থী ঐক্যের সংবাদ সম্মেলন.......সময় ও স্থান : ১৫ অক্টোবর ২০২৫, বিকাল ৫.৩০ টা, বুদ্ধিজী...
15/10/2025

#চাকসু নির্বাচন নিয়ে অহিংস শিক্ষার্থী ঐক্যের
সংবাদ সম্মেলন.......
সময় ও স্থান : ১৫ অক্টোবর ২০২৫, বিকাল ৫.৩০ টা, বুদ্ধিজীবী চত্বর,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

প্রিয় সাংবাদিকবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

দীর্ঘদিনের আকাঙ্খিত চাকসু নির্বাচনের আয়োজনের পর আমরা মনে করেছিলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক ছাত্ররাজনীতি চর্চায় ভিন্নতা আসবে,গুণগত মান পরিবর্তন হবে।জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে সবার মাঝে বৈষম্যহীন মানসিকতা সৃষ্টি হবে।সবজায়গায় স্বচ্ছতার জায়গা ফিরে আসবে। কিন্তু আজ চাকসু নির্বাচনের শুরুতে সর্বস্তরের শিক্ষার্থীদের সরব উপস্থিতি থাকলেও প্রশাসনের একপেশে পক্ষপাতমূলক আচরণ,বিভিন্ন প্রার্থীর শৃঙ্খলাভঙ্গ,ভোটদানে বাধাদানসহ বিভিন্ন গুরুতর আপত্তিকর বিষয় ওঠে এসেছে।যা এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। যেমন
১। বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের ২১৪ নম্বর কক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরবিহীন ২০টি ব্যালেট পেপার বাক্সে প্রবেশ করানো হয়েছে।দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তাদের জানানোসহ চ্যানেল ২৪ এবং আরটিভিতে প্রতিবেদন প্রকাশ হওয়া সত্বেও প্রশাসন কোনধরনের পদক্ষেপ নেয়নি। আমরা এঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের শাস্তি করছি

২।আমরা বিভিন্ন ভোটারের সাথে কথা বলে জেনেছি পানি দিলেই মুছে যাচ্ছে অমোচনীয় কালি। আমরা মনে করি- এটা প্রশাসনের উদ্দেশ্যমূলক গাফিলতি। অনেকের মতো আমরাও বিষয়টি জালভোট কান্ডে ব্যবহার হওয়ার সমূহ সম্ভাবনা থাকার শংকা করছি।

৩। ভোটকেন্দ্রের গোপন বুথে একটি প্রার্থী উদ্দেশ্যমূলক ছাপানো প্যানেল কপি রেখে আসার অভিযোগ করেছে অসংখ্য ভোটার।প্রিসাইডিং অফিসাররা শুনার পরও কোন পদক্ষেপ নেয়নি।

৪। আমাদের প্যানেলভুক্ত প্রার্থী ইসমাইল ফাহিমের দেয়া তথ্যমতে -বিবিএ ফ্যাকাল্টি ভবনের ৩৩৫ নাম্বার রুমে ইতোমধ্যেই ভোট প্রদান করা একজন ভোটারের আইডি কার্ড নিয়ে একজন ভোট দেয়ার চেষ্টা করেছে। ছাত্রী সংস্থার একজনকে ধরছে আরেকজনের জালভোট দেয়ার জন্য।এছাড়াও চাকসু নির্বাচনে অনেকগুলো ভোটপ্রদান কক্ষে ভোটারদেরকে ব্যালট পেপার দেয়ার পর স্বাক্ষর নেয়া হয়নি।

৫। সব প্যানেলের জন্য অনুমোদিত পর্যবেক্ষক লিস্ট দেয়া হলেও অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলের জন্য কোনধরনের পদক্ষেপ নেয়নি প্রশাসন।আজ সকালে স্বাক্ষরযুক্ত পর্যবেক্ষক কার্ড দেয়ার প্রতিশ্রুতি দিলেও কমিশনের দায়িত্বপ্রাপ্তরা অবেহলা করেছেন।তারা এ প্যানেলের প্রতি বিমাতাসূলভ আচরণ করেছেন।

৬। আইটি ভবনের ৩০৯ নম্বর ভোটকক্ষের সামনে রাখা টেবিলে শিবির সমর্থিত প্যানেলের লিফলেট রাখা,ভোটকালীন সময়ে ভোটারদের প্রভাবিত করাসহ আইটি ভবনের সামনেই নির্বাচনি ক্যাম্প বসানো হয়েছে।যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্গন।

৭। অহিংস শিক্ষার্থী ঐক্যের প্রার্থীদের বিভিন্ন ভোটকেন্দ্রে প্রবেশে বাধাদান,ভিপিপ্রার্থী ফরহাদুল ইসলামের সাথে প্রশাসনিক কর্মকর্তাদের অশোভন আচরণের নিন্দা ও ধিক্কার জানাচ্ছি । আমরা মনে করে একটি বিশেষ পক্ষের হয়ে তারা কাজ করছে।এধরনের কর্মকর্তাদের সমন্বয়ে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।আমরা এ পক্ষপাতদুষ্ট আচরণের প্রতিকার চাই।

৮। প্রবেশের সময় ছবিযুক্ত আইডিকার্ডগুলো চেক না করার কারণে বহিরাগতদের সংখ্যা ছিল বেশি।নির্দিষ্ট প্যানেলের পক্ষে কাজ করতে আসা এসব বহিরাগতরা ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির পায়তারাসহ নির্বাচনকে প্রভাবিত করেছে।বহিরাগত নিয়ন্ত্রণ করতে প্রশাসনিক ব্যর্থতা ছিল দৃষ্টিকটু। পদক্ষেপ না নেয়ার বিষয়ে তাদের অবস্থান রহস্যজনক।

আমরা উপরের বিষয়াবলীর সুষ্ঠু তদন্ত পূর্বক জবাব চাই।চাকসু কোন বিশেষ ব্যক্তি বা জনগোষ্ঠীর নয়।এখানে প্রবেশাধিকার থাকবে সব শিক্ষার্থীর,বহিরাগতদের নয়।আমরা চাকসু নির্বাচন নিয়ে ওঠা আপত্তি-অভিযোগ আমলে নেয়ার আহবান এবংনদোষীদের বিষয়ে পদক্ষেপ গ্রহণের আহবান জানাচ্ছি ।

নিবেদক
মুহাম্মদ ফরহাদুল ইসলাম
ভিপি পদপ্রার্থী
অহিংস শিক্ষার্থী ঐক্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

13/10/2025

রিসালাতের শ্লোগানে মুখরিত শাহরাস্তির জমিন।।।

#সংগ্রহীত ゚viralシfypシ゚viralシalシ
#আলহামদুলিল্লাহ💕💕

জাতি আজ হতাশ! মানুষ গড়ার কারিগর শিক্ষকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ঘৃণা ও ধিক্কার জানাই।
12/10/2025

জাতি আজ হতাশ! মানুষ গড়ার কারিগর শিক্ষকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ঘৃণা ও ধিক্কার জানাই।

11/10/2025

সকলে আলেমরা এক সাথে মিলে আমির হামজা কে ঠান্ডা মাথায় বাঁ/শ দিলো যে সব কারণে!

゚viralシfypシ゚viralシalシ #

সকলে দৃষ্টি আকর্ষণ: মহান আল্লাহ, রাসুল (স:) ও পবিত্র কাবা ঘরকে নিয়ে কটুক্তির অপরাধে ইতোমধ্যে তমাল চন্দ্র সরকার(১৭),  পিত...
10/10/2025

সকলে দৃষ্টি আকর্ষণ:
মহান আল্লাহ, রাসুল (স:) ও পবিত্র কাবা ঘরকে নিয়ে কটুক্তির অপরাধে ইতোমধ্যে তমাল চন্দ্র সরকার(১৭), পিতা- দুলাল চন্দ্র সরকার, সাং- কান্দেরপাড়, থানা- কচুয়া, জেলা- চাঁদপুরকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সবাইকে শান্ত থাকার অনুরোধ করা হলো। তমালের পিতা, মাতা ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্ধ তমালকে পুলিশ হেফাজতে দিয়েছেন। তাঁর পরিবার বা ঘর বাড়িতে কোন আক্রমন হলে আপনি নতুন করে অন্য একটি ফৌজদারী অপরাধ করলেন। আর এটা করলে আপনার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। প্লিজ আমরা আইনকে শ্রদ্ধা করি। সবাই ভালো থাকবেন।

#সংগ্রহীত

চাদঁপুর কচুয়া উপজেলা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি! "ধর্মীয় অনুভূতিতে  আঘাত দেওয়া হলে আমরা চুপ থাকব না। দ্রুত তদন্ত ও গ্র...
10/10/2025

চাদঁপুর কচুয়া উপজেলা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি!

"ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হলে আমরা চুপ থাকব না। দ্রুত তদন্ত ও গ্রেফতার দাবি করছি,
আইনের সহায়তা চাই।"
আমাদের মহান আল্লাহ ও প্রিয় নবী হজরত মুহম্মাদ সা: অবমাননার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আমরা শান্তিপ্রিয়,

কিন্তু ন্যায় বলে বিচার চাই।"

তার বাড়ি কচুয়া কান্দার পাড় স্টেডিয়ামের পাশের গ্রাম

#বিঃদ্র সকলে যার আইডি থেকে বেশি বেশি শেয়ার করার অনুরুধ করছি, প্রচুর সকল মুসলিম ভাই ও বোনেরা আপনারা যার যার অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তুলুন!

সকলেই আতা হুজুরের জন্য খাস করে দোয়া করবেন।কুমিল্লা শাহপুর দরবার শরীফের বিশিষ্ট খাদেম- আলহাজ্ব মুহাম্মদ আতাউর রহমান আল কা...
09/10/2025

সকলেই আতা হুজুরের জন্য খাস করে দোয়া করবেন।

কুমিল্লা শাহপুর দরবার শরীফের বিশিষ্ট খাদেম- আলহাজ্ব মুহাম্মদ আতাউর রহমান আল কাদেরী শাহপুরী (মা:জি:আ:) (আতা হুজুর) রাত্র প্রায় ১২টায় মাহফিল শেষে সিএনজি করে বাড়ি ফেরার পথি মধ্যে এক্সিডেন্ট করে গুরুতর আহত হয়ে ওনার বুকে প্রচণ্ড আঘাত পেয়েছে, একটা হাত ভেঙ্গে গেছে! মাথায় কয়েকদিক দিয়ে ফেটে গেছে! শরীলের বিভিন্ন স্থানে কেটে সমস্ত শরীল রক্তাক্ত হয়ে গেছে।

বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন-!

ওনার পরিপূর্ণ সুস্থতা কামনায় সকলের দোয়া চাই-

আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাজ
আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত

আল্লাহ সোবহানু তাআলা যেন উনাকে নবীপাক (ﷺ) এর উছিলায় অতি তাড়াতাড়ি পূর্ণ সুস্থতা দান করেন, আমিন।🤲

৩৭ তম ওরছে ইমামে রাব্বানীতে আজকের বিশেষ আকর্ষণ, বাতেলদের আতংক,নবিজীর প্রিয় একজন আশেক চাঁদপুরের বিল্লাল ভাই।
08/10/2025

৩৭ তম ওরছে ইমামে রাব্বানীতে আজকের বিশেষ আকর্ষণ, বাতেলদের আতংক,নবিজীর প্রিয় একজন আশেক চাঁদপুরের বিল্লাল ভাই।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,ইলমের কাবা খ্যাত হাজার বছরের প্রাচীন বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয়ে জানাজা নাম...
07/10/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,

ইলমের কাবা খ্যাত হাজার বছরের প্রাচীন বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয়ে জানাজা নামাজ আদায় পরবর্তী মুনাজাত।

যার জানাজা নামাজ শেষে মুনাজাত করা হলো তিনি মিশর আল আযহার বিশ্ববিদ্যালয়ের সাবেক চ্যান্সেলর, উপস্থিত ছিলেন বর্তমান শায়খুল আজহারসহ অসংখ্য শিক্ষক ও বিশ্বখ্যাত আলেম ওলামাগণ।
অথচ, আমাদের দেশে জানাজা নামাজ শেষে মুনাজাত নিয়ে বিতর্কের শেষ নেই! আফসোস, একজন ইন্তেকাল প্রাপ্ত ব্যক্তির জন্য দোয়া করা নিয়েও আমরা বিতর্ক করি!

যামানার ইমাম বুখারী খ্যাত বর্তমান পৃথিবীর কিংবদন্তি ইসলামিক স্কলার,
হাজার হাজার আলেম ওলামাগণের ওস্তাদ,
মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক চ্যান্সেলর,
হাফিজুল হাদিস, বুখারী শরীফের শ্রেষ্ঠ ব্যাখ্যাকার, তাফসীর, হাদীস, ফিক্বহ, সিরাহ এবং তাসাউফসহ বিভিন্ন শাস্ত্রে অসংখ্য গ্রন্থের লেখক, মিশরের সূফী তরিক্বাগুলোর সর্বোচ্চ পরিষদের অন্যতম সদস্য, যার আলোচনা শুনে মিসরীদের চোখ অশ্রুসিক্ত হতো, উস্তাযুনা ওয়া শাইখুনা ডক্টর আহমাদ উমর হাশিম (রহ:) জানাজা নামাজ সম্পন্ন।

মওলায়ে করীম উনার দ্বীনি খেদমতগুলো কবুল করুন, জান্নাতের আলা মাক্বাম দান করুন। আমীন।

Address

Kachua
78539-6082

Alerts

Be the first to know and let us send you an email when Kachua Media - কচুয়া মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kachua Media - কচুয়া মিডিয়া:

Share