Kachua Media - কচুয়া মিডিয়া

Kachua Media - কচুয়া মিডিয়া ইসলামিক বানী গুলো বিশ্বের দরবারে পৌছিয়ে দিতে আপনার মুল্যবান লাইক/কমেন্ট ও শেয়ার মাধ্যমে সাথে থাকুন।

25/06/2025

"ধমক দিয়ে কখনো সত্যকে চাপা দেয়া যায় না। যে বুঝেই না, সে শুধু শুধু বাহাসের সময় নষ্ট করল কেন—বুঝার চেষ্টা না করে বিরোধিতা করা নিজের অজ্ঞতার প্রমাণ। আলেমদের কথা কিতাবের রেফারেন্সসহ যখন পেশ করা হয়, তখন সেটা আদবের সঙ্গে শোনাই উচিত ছিল।"

পক্ষের আলেমগণ কিতাব ও ফিকহের রেফারেন্সসহ নিজ অবস্থান উপস্থাপন করলেও দুঃখজনকভাবে ইউনো সাহেব সেই বক্তব্য শোনার আগ্রহ না দেখিয়ে পক্ষপাতমূলক আচরণ করেন এবং পক্ষের এক আলেম উপজেলা নির্বাহী কর্মকর্তা ধমকিয়ে যা বল্লেন, চ্যানেল আইর নিয়মিত আলোচক, ইসলামী দেশ বরণ্যে আলেম ড. মুফতী মাওলানা এ.কে.এম. মাহবুবুর রহমান মুমতাজুল মুহাদ্দেসিন; মুমতাজুল ফোকাহা: বি.এ (অনার্স); এম.এ; পি.এইচ.ডি হুজুর কে প্রকাশ্যে ধমক দেন।
তিনি অধ্যক্ষ, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা, ফরিদগঞ্জ, চাঁদপুর।
যুগ্ম-মহাসচিব, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন।
চেয়ারম্যান, আঞ্জুমানে সিরাজাম মুনীরা বাংলাদেশ।
সভাপতি- চান্দ্রমাসের সঠিক তারিখ বাস্তবায়ন জাতীয় কমিটি।
উপদেষ্টা- মারকাজুল বুহুছিল ইসলামিয়া, বাংলাদেশ।

কিন্তু বিপক্ষ দল অফিস থেকে বেরিয়ে মিথ্যা প্রচার করে—যেন পক্ষের লোকজন ক্ষমা চেয়ে নিয়েছে ও তারা পরাজিত হয়েছে। অথচ এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া দাবি।

শেষ পর্যায়ে ইউনো সাহেব উভয় পক্ষকে লিখিত বক্তব্য দেয়ার আহ্বান জানান এবং বলেন, বিষয়টি ইসলামিক ফাউন্ডেশনে প্রেরণ করা হবে। ইসলামী ফাউন্ডেশনের সিদ্ধান্তকেই প্রশাসনিকভাবে মানা হবে।

ইউ এন সাহেব দরকার ছিল ইসলামি ফাউন্ডেশনের অধীনে এ বাহাসটি করা, যেহেতু তিনি সিদ্ধান্ত নিতে পারবে না,তাই সময় অপচয় করার কোন মানে হলো না?
পরোক্ষভাবে একই দিনে ঈদ রোজার দল জয়লাভ করেছে। সবসময়ই করবে। কারণ এই পক্ষে দলীল, যুক্তি, গভেষণা খুবই মজবুত।

24/06/2025

কুমিল্লার বুড়িচং আগানগর স্বপ্নে দেখে, দীর্ঘ ৪ মাস দুইদিন পর ,
শাহপুর দরবার শরিফের খাদেম হাজী আবদুল গফুর আল-ক্বাদেরী সাহেবের ম,র,দে,হ উ'ত্তো'ল'ন করে মিলেছে
অ,ক্ষ,ত অবস্থায়।

কোন পরিস্থিতিতে মাতৃভূমি প্রিয় গা"জা ত্যাগ করেছিল এই ছোট্ট শিশু তা-ই বর্ণনা করছিল। রীতিমত শি"হ"র"ণ জাগানো!
23/06/2025

কোন পরিস্থিতিতে মাতৃভূমি প্রিয় গা"জা ত্যাগ করেছিল এই ছোট্ট শিশু তা-ই বর্ণনা করছিল। রীতিমত শি"হ"র"ণ জাগানো!

মাশাআল্লাহ মিশর বিজয়ী প্রথম সাহাবী হজরত আমর ইবনুল আ'স (রা.)'র প্রতিষ্ঠিত মসজিদের সম্মানিত খতিবের সাথে আলাপচারিতায় আল্লাম...
22/06/2025

মাশাআল্লাহ মিশর বিজয়ী প্রথম সাহাবী হজরত আমর ইবনুল আ'স (রা.)'র প্রতিষ্ঠিত মসজিদের সম্মানিত খতিবের সাথে আলাপচারিতায় আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক (হাফি.)লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ



বাংলাদেশের যুব রাজনীতির মডেল বাংলাদেশ ইসলামী যুবসেনা'র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী যুব সেনার ৪২ তম ...
21/06/2025

বাংলাদেশের যুব রাজনীতির মডেল বাংলাদেশ ইসলামী যুবসেনা'র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে

বাংলাদেশ ইসলামী যুব সেনার ৪২ তম প্রতিষ্টা বার্ষিকী যুব সমাবেশ ২০২৫
স্থান জি ই সি কনভেশন হল জিইসি মোর চট্টগ্রাম

দেশ ও প্রবাসে অবস্থানরত সকল স্তরের নেতাকর্মী- সমর্থক-সহযোগী ও সাধারণ জনগণকে জানাই শুভেচ্ছা।
প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে যুব সমাজের প্রতি উদাত্ত আহবান এই যে, বাঙ্গালি জাতির আত্মনির্ভরশীল ও নৈতিকতা সম্পন্ন দেশ এবং জাতি গঠনে যুব সমাজকে ভূমিকা রাখতে হবে। যুবকরাই এ দেশের প্রাণশক্তি। তাই এ দেশের যুব সমাজের আদর্শিক সংগঠন বাংলাদেশ ইসলামী যুবসেনার সাংগঠনিক কর্মকাণ্ডে যোগদান করে যুব ও ছাত্র সমাজকে মাদক, অন্যায়, অবিচার ও ভ্রান্ত আক্বীদাহ থেকে রক্ষা করার ঈমানী দায়িত্ব পালন করুন।

শুভ শুভ শুভদিন
যুব সেনার জন্মদিন।

সাদ্দাম হোসেন বা গাদ্দাফীর পাশে যারা দাঁড়ায়নি, তারা আজও গা*জা*র মুসলিমদের পাশে দাঁড়াতে ব্যর্থ।কিন্তু আপনি দাঁড়িয়েছেন—মের...
20/06/2025

সাদ্দাম হোসেন বা গাদ্দাফীর পাশে যারা দাঁড়ায়নি, তারা আজও গা*জা*র মুসলিমদের পাশে দাঁড়াতে ব্যর্থ।
কিন্তু আপনি দাঁড়িয়েছেন—মেরুদণ্ড সোজা করে, নিঃস্বার্থভাবে।

হয়তো আপনাকেও হারাবো আমরা খুব শীঘ্রই...😭
তবু আমাদের দোয়া থাকবে আপনার জন্য।
আল্লাহ আপনাকে গায়েবী হেফাজতে রাখুন।আমি

ধর্মকর্ম অতো বুঝি না,শিয়া-সুন্নী তফাৎ তত জানি না। আকীদাগত আমাদের মধ্যে ভিন্নতা আছে,আমরা ভিন্ন মাযহাবের। কিন্তু নিপীড়িত ফি*লি*স্তি*নের জনগনের হয়ে প্রতিশোধ নেওয়ার সাহস দেখানোর জন্য,লড়াই করার জন্য আপনিই আমার ইমাম। সশ্রদ্ধ চিত্তে সালাম,।

মহান আল্লাহ আপনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুক।
আমিন।

Those who did not stand by Saddam Hussein or Gaddafi, have failed to stand by the Muslims of Gaza even today.
But you have stood - with your spine straight, selflessly.

Maybe we will lose you too very soon...😭
But still, our prayers will be for you.
May Allah keep you in the unseen custody. I

I do not understand religious practices that much, I do not know the difference between Shia and Sunni. There are differences between us in terms of beliefs, we are of different schools of thought. But you are my Imam for showing the courage to take revenge and fight for the oppressed Palestinian people. With respectful greetings,.

May Allah Almighty accept you as a servant of Islam.

Amen.

18/06/2025

স্বমন্বয়কদের নিয়ে আর বলতে চাই না!
ওরা আমাকে ভু ল বুঝেছে। তারপরেও হুজুর করলেন দোয়া
|| ড. এনায়েতুল্লাহ আব্বাসী

18/06/2025

আলহামদুলিল্লাহ,,,
আশেকে রাসূল যে অবস্থাতেই থাকুক প্রিয় নবীজিকে আদব দেখাতে ভুলে না!

16/06/2025

তুমি যদি আউলিয়া কেরামের পদধূলি দ্বারা স্বয়ং চক্ষুকে জ্যোতিময় কর, তবে তুমি আধি অন্তর দিয়ে সব কিছু দেখতে সক্ষম হবে!

16/06/2025

পা/রমা/ণবি/ক ক্ষে/পণা/স্ত্র নিয়ে ইরানের পাশে দাঁড়াতে প্রস্তুত পাকিস্তান, দাবি ইরানের...

15/06/2025

গত ১১ই জুন'২৫ ইং তারিখ চাঁদপুর ১ আসনে বাংলাদেশ জামা*য়াতে ইসলা*মের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু নছর আশরাফী সাহেবের উপর হাম*লা এবং পরবর্তী সময়ে যাদের নামে মাম*লা করা হয়েছে তাদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

Address

Kachua
78539-6082

Alerts

Be the first to know and let us send you an email when Kachua Media - কচুয়া মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kachua Media - কচুয়া মিডিয়া:

Share