কচুয়া পোস্ট - Kachua Post

কচুয়া পোস্ট - Kachua Post Kachua Post is the Most Popular Online News Portal in Chandpur. Kachua Post Covers Breaking News 24/7

07/08/2025
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় কচুয়ার যুবক সবুজ নিহত। ৬ আগস্ট বুধবার সীতাকুণ্ড লেক দেখা শেষে মোটরসাইকেলযোগে চট্টগ্রামের উদ্...
06/08/2025

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় কচুয়ার যুবক সবুজ নিহত।

৬ আগস্ট বুধবার সীতাকুণ্ড লেক দেখা শেষে মোটরসাইকেলযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলে রাত এগারোটার সময় পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আরোহী মাহফুজ আশঙ্কা মুক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে কচুয়া উপজেলার ৯ নং কড়ইয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের তাজুল ইসলামের ছেলে। সদা হাস্য উজ্জ্বল ছেলেটি এভাবেই আমাদের ছেড়ে পরপারে চলে গেল, আল্লাহপাক তাকে বেহেশত নসিব করুক আমিন। আল্লাহপাক যেন তার বাবা মাকে এই শোক সইবার তৌফিক দান করেন।

শুভেচ্ছা ও অভিনন্দন শরিফুল ইসলাম মিঠু - পরিচালক হাজী ইউসুফ  - প্রচার সম্পাদক বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্...
05/08/2025

শুভেচ্ছা ও অভিনন্দন
শরিফুল ইসলাম মিঠু - পরিচালক
হাজী ইউসুফ - প্রচার সম্পাদক

বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের নির্বাচনে।

গত ২ আগষ্ট কচুয়া কলেজ মাঠে আয়োজিত খেলাফত মজলিস এর বিশাল জন সভায় বক্তব্য দিচ্ছেন, কচুয়া পৌর সভার সাবেক মেয়র, উপজেলা বিএনপ...
05/08/2025

গত ২ আগষ্ট কচুয়া কলেজ মাঠে আয়োজিত খেলাফত মজলিস এর বিশাল জন সভায় বক্তব্য দিচ্ছেন, কচুয়া পৌর সভার সাবেক মেয়র, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হুমায়ুন কবির প্রধান ।

26/07/2025

রহিমানগর বাজারে থমথমে বিরাজ করছে, মিলন গ্রুপ ও মোশারফ গ্রুপ সং ঘ'র্ষ

কচুয়া উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের সাবেক অফিস সহকারী মোঃ কাউছার আহমেদ এর জানাযা আজ রাত এশার নামাযের পর কচুয়া মাদ্রাসা...
17/07/2025

কচুয়া উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের সাবেক অফিস সহকারী মোঃ কাউছার আহমেদ এর জানাযা আজ রাত এশার নামাযের পর কচুয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তি
15/07/2025

বিজ্ঞপ্তি

কচুয়া বাজারের প্রাচীন কালীমন্দিরটি ঝুঁকিপূর্ণ: যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিচাঁদপুরের কচুয়া বা...
15/07/2025

কচুয়া বাজারের প্রাচীন কালীমন্দিরটি ঝুঁকিপূর্ণ: যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া বাজারের শত বছরের পুরাতন রক্ষাকালী মন্দিরটির ছাদের পলেস্তারা খসে পড়েছে। বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পরে। যে কোনো সময় বড় রকমের দুর্ঘটনার আশংকা রয়েছে।

শতবছরের পুরাতন এ মন্দিরটি ঠিক কতসালে স্থাপিত হয়েছে তার সঠিক তথ্য কেউ জানে না। বংশপরম্পরায় বাজারের সনাতন ব্যবসায়ীরা এই মন্দিরে পূজা-অর্চনা করে আসছে। প্রায় ৪৫ বছর পূর্বে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শ্রী মনিন্দ্র পালের নেতৃত্ব সে সময়কালের সনাতন ব্যবসায়ীদের সহযোগীতায় মন্দিরের পাকা দালান নির্মাণ করা হয়। বর্তমানে পাকা ঘরটি জরাজীর্ণ অবস্থায় আছে।

মনিন্দ্র পালের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী স্বপন পাল বলেন, আমার বাবা যখন মন্দিরের কাজ করেন তখন আমি স্কুলে পড়ি। বাবা বাড়ির কাজ করার জন্য ইট এনেছিলেন। ভয়ংকর অগ্নিকাণ্ডে মন্দিরসহ বাজারের শতাধিক ঘর পুড়ে যায়। বাবা বাড়ি না করে সেই ইট দিয়ে মন্দির নির্মাণ করেন।

বর্তমানে মন্দির পরিচালনা কমিটির আহ্বায়ক রতন চন্দ্র ভৌমিক বলেন, মন্দিরটি সংস্কারে সনাতন ব্যবসায়ীদের কাছ থেকে দান-অনুদান সংগ্রহ করা হচ্ছে। ব্যবসায়ীদের পাশাপাশি অতি-পুরাতন এই মন্দিরটি সংস্কারে সকল শ্রেণী পেশার সহযোগিতা কামনা করছি ।

ছবি : শতবছরের কালীমন্দিরটি ঝুঁকিপূর্ণ।

কচুয়া উপজেলা সমিতির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন কচুয়ার কৃতি সন্তান, সমিতির সভাপতি ডাঃ আ...
13/07/2025

কচুয়া উপজেলা সমিতির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন কচুয়ার কৃতি সন্তান, সমিতির সভাপতি ডাঃ আমিনুল ইসলাম,
সদস্য - পাবলিক সার্ভিস কমিশন।

জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আজ সাচারে লিফলেট বিতরণ কর্মসূচি এবং গণমিছিল। এসময় কচুয়া উপজেলা বিএনপি সভাপতি, সাধার...
12/07/2025

জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আজ সাচারে লিফলেট বিতরণ কর্মসূচি এবং গণমিছিল। এসময় কচুয়া উপজেলা বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ উত্তর কচুয়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

11/07/2025

চাঁদপুরের কচুয়ায় এসএসসি পরীক্ষায় ফেল করায় এক ছাত্রীর আত্ম'হ-ত্যা

বিস্তারিত আসছে....

 #নিখোঁজসংবাদ 😭📣একটি হারানো বিজ্ঞপ্তি আজ (১০/০৭/২৫)বৃহস্পতিবার  সকাল ৮ টার সময় মোহাম্মদ নাফিজ হোসেন নামের এই ছেলেটি হারা...
10/07/2025

#নিখোঁজসংবাদ 😭📣

একটি হারানো বিজ্ঞপ্তি আজ (১০/০৭/২৫)বৃহস্পতিবার সকাল ৮ টার সময় মোহাম্মদ নাফিজ হোসেন নামের এই ছেলেটি হারানো গিয়েছে। ধডডা উত্তর পূর্ব পাড়া শরফুদ্দিন মিয়াজী বাড়ি জান্নাতুল বাকী জামে মসজিদে পড়াশোনা শেষ করে বাড়িতে আসার সময় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন এই নাম্বারে যোগাযোগ করবেন ০১৩২১৮০৫৮৮৯। তার নানার বাড়ি ডুমুরিয়া।

ছেলের ঠিকানাঃ নামঃ মোঃ নাফিজ উদ্দিন
পিতাঃ মোঃ সিদ্দিকুর রহমান, মাতাঃ নাজমা আক্তার
বাড়ির নামঃ ইদ্রিস মাষ্টার বাড়ি, গ্রামঃ ধড্ডা
থানাঃ হাজীগঞ্জ, জেলাঃ চাঁদপুর, ফোনঃ 01926340820
শেয়ার করে দিবেন সবাই প্লিজ।

Address

Kachua
3630

Website

Alerts

Be the first to know and let us send you an email when কচুয়া পোস্ট - Kachua Post posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share