23/10/2025
কচুয়া উপজেলা ডায়াগনস্টিক হাসপাতাল মালিক সমিতির সভাপতি কাজী পরহাদ নির্বাচিত
মোঃ রাছেল, কচুয়া।।
চাঁদপুরের কচুয়া উপজেলা ডায়াগনস্টিক হাসপাতাল মালিক সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী কাজী মেডিকেলের স্বত্বাধিকারী কাজী আনোয়ার উল্লাহ ফরহাদ। বৃহস্পতিবার বিকালে কচুয়া বিশ্বরোড রাজমহল হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে সমিতির সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। সংগঠনের কার্যক্রম তদারকির জন্য ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিরা।
নবনির্বাচিত সভাপতি কাজী আনোয়ার পরহাদ বলেন, “কচুয়া উপজেলার মানুষের জন্য মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করবো।”
তার নেতৃত্বে সমিতি আরও সক্রিয় হয়ে চিকিৎসা খাতে শৃঙ্খলা ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ, সহ-সভাপতি কামরুল হাসান, পৌর ছাত্রদল নেতা জাফরুল হাসান প্রমুখ।