কচুয়া পোস্ট - Kachua Post

কচুয়া পোস্ট - Kachua Post Kachua Post is the Most Popular Online News Portal in Chandpur. Kachua Post Covers Breaking News 24/7

29/09/2025

কচুয়া পৌরসভা হবে ময়লামুক্ত শহর! হায়াতপুরে ২ একর জমিতে ডাম্পিং স্টেশন তৈরি হচ্ছে। পরিচ্ছন্ন কচুয়ার পথে বড় পদক্ষেপ।

24/09/2025

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রস্তুতিমূলক সভা
---------------------------+
চাঁদপুরের কচুয়া উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দমুখর উদযাপন নিশ্চিত করতে থানা পুলিশের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে কচুয়া থানার আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে ও কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কচুয়া সার্কেল, সহকারি পুলিশ সুপার মোঃ আব্দুল হাই চৌধুরী ।

24/09/2025

🔘 চাঁদপুর-১ আসনে মনোনয়ন লড়াইয়ে শক্ত অবস্থানে উত্তর না দক্ষিণ ?

“সাত দিন ধরে নি/খোঁজ, সন্ধান মিলছে না মাদ্রাসাছাত্র জাহিদের” উৎকণ্ঠায় পরিবারমোঃ রাছেল,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥চাঁদপুর...
22/09/2025

“সাত দিন ধরে নি/খোঁজ, সন্ধান মিলছে না মাদ্রাসাছাত্র জাহিদের” উৎকণ্ঠায় পরিবার

মোঃ রাছেল,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥

চাঁদপুরের কচুয়া উপজেলার গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার মোঃ জাহিদ হোসেন (১৫) নামে এক ছাত্র সাত দিন ধরে নি'খোঁজ। পরিবারের থেকে সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে। সে উপজেলার দরিয়া হায়াতপুর গ্রামের বেপাড়ী বাড়ির জামাল হোসেনের বড় ছেলে। এ ঘটনায় ছেলেটির মাতা কাজল বেগম গতকাল রোববার কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যাহা নম্বর: ১১৯২।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেস্বর সকাল ৯টার দিকে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয় জাহিদ। প্রতিদিনের ন্যায় পড়াশোনার উদ্দেশ্যে মাদ্রাসায় যাওয়ার পথে হঠাৎ করেই জাহিদ নিখোঁজ হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। জামাল হোসেনের বড় ছেলে ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিা আলিম মাদ্রাসায় ৮ম শ্রেণীতে পড়ুয়া। কিন্তু সে মাদ্রাসায় না যাওয়ায় গত এক সপ্তাহ ধরে আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। ছেলেটির পরনে সাদা পাঞ্জাবি ও সাদা চেলোয়ার ছিল। তার উচ্চতা ৫ ফুট, মুখম-ল লম্বাটে, গায়ের রং শ্যামলা, গঠন হালকা পাতলা।

সৌদি প্রবাসী নি/খোঁজ জাহিদের বাবা জামাল হোসেন বলেন, আমার বড় ছেলেকে না পেয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। যদি কেউ আমার ছেলেকে ফিরে পেতে সাহায্য করেন, আমরা কৃতজ্ঞ থাকবো। এদিকে ছেলেকে খুঁজে না পেয়ে আমার স্ত্রী উৎকণ্ঠায় হয়ে পড়েছে।

যদি কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন উক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো। যোগাযোগ: ০১৮৩৫৮৩৩৬৩২ / ০১৭১৩৬৩৯৪৬৯।

এব্যাপারে কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) আজিজুল ইসলাম বলেন, নি/খোঁজ জাহিদের সন্ধানে পুলিশের বিভিন্ন টিম কাজ করছে। আশেপাশের থানাসহ সারাদেশে বার্তা পাঠানো হয়েছে। ছেলেটির সন্ধানে কাজ অব্যাহত রয়েছে।

ছবি: নি/খোঁজ মাদ্রাসার ছাত্র জাহিদ হোসেন ফাইল ফটো।

এই কাজের জন্য সত্যিই কচুয়া উপজেলা প্রশাসন প্রশংসার দাবিদার ...................কচুয়া বিশ্বরোড এলাকার রাস্তার দুই অবৈধ স...
21/09/2025

এই কাজের জন্য সত্যিই কচুয়া উপজেলা প্রশাসন প্রশংসার দাবিদার ...................
কচুয়া বিশ্বরোড এলাকার রাস্তার দুই অবৈধ স্থাপনা ও সাচার বাজারের রাস্তা দুই পাশে অবৈধ ভাবে দখল করে দোকান গুলো উচ্ছেদের অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী। বিশেষ করে এই দুইটি জায়গায় অবৈধভাবে দখল করে টং দোকানের জন্য প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়। এতে পথচারী যাত্রীদের ভোগান্তি ও যানবাহনের চলাচলের বিঘ্ন ঘটে। আপনি কাজের জন্য সত্যিই প্রশংসা দাবিদার। এ উচ্ছেদের অভিযানটি দ্বিতীয়বার না দিতে হয় সেজন্য ইনশাল্লাহ আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

29/08/2025
আগামীকাল ২৩ আগস্ট ২০২৫ ইং তারিখ রোজ শনিবার সকাল ৮.০০ ঘটিকায় সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ হেলাল চৌধুরী স্...
22/08/2025

আগামীকাল ২৩ আগস্ট ২০২৫ ইং তারিখ রোজ শনিবার সকাল ৮.০০ ঘটিকায় সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ হেলাল চৌধুরী স্যারের নেতৃত্বে কচুয়া পৌরসভাধীন খাল পরিষ্কার কর্মসূচির শুভ উদবোধন করা হবে।

কচুয়ার কয়েকটি সামাজিক সংগঠন উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করবে।

21/08/2025

কচুয়ায় দা/লাল চ'ক্রে"র ফাঁ'দে পড়ে তিন মাসের শিশু'কে বি'ক্রি, আ'টক-১

"গৌরিপুর-কচুয়া-হাজীগঞ্জ-রামগঞ্জ-লক্ষ্মীপুর" সড়কটিকে জেলা মহাসড়ক থেকে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করে গেজেট প্রকাশিত হয়েছে।
21/08/2025

"গৌরিপুর-কচুয়া-হাজীগঞ্জ-রামগঞ্জ-লক্ষ্মীপুর" সড়কটিকে জেলা মহাসড়ক থেকে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করে গেজেট প্রকাশিত হয়েছে।

একটি বিশেষ বিজ্ঞপ্তিরোগী কল্যাণ সমিতি, কচুয়া, চাঁদপুর এর কার্যকরী কমিটি গঠনের নিমিত্তে সদস্য হালনাগাদকরণ চলমান রয়েছে। কচ...
20/08/2025

একটি বিশেষ বিজ্ঞপ্তি

রোগী কল্যাণ সমিতি, কচুয়া, চাঁদপুর এর কার্যকরী কমিটি গঠনের নিমিত্তে সদস্য হালনাগাদকরণ চলমান রয়েছে। কচুয়া উপজেলার সকল স্তরের সম্মানীত নাগরিকবৃন্দকে সদস্য হিসেবে নিবন্ধনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের অংশ হিসেবে ‘রোগী কল্যাণ সমিতি, কচুয়া, চাঁদপুর’ (নিবন্ধন নম্বর-চাঁদ/৬৭২/২০১০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত দারিদ্র্য, অসহায়, সমস্যাগ্রস্থ, ভবঘুরে রোগীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমিতির মাধ্যমে উল্লিখিত রোগীদের চিকিৎসকের পরামর্শক্রমে চিকিৎসা সহায়তা বাবদ ঔষুধ প্রদান, প্রয়োজনীয় পরীক্ষা, পরিচয়বিহীন লাশের সৎকার, যাতায়াত বাবদ এ্যাম্বুলেন্স পরিবহণ ব্যয়, বিশেষ পথ্য, বস্ত্র-স্ক্রাচ প্রদান, কাউন্সিলিং ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান, সদস্যদের চাঁদা এবং বিভিন্ন ব্যক্তি ও সংস্থার দান-অনুদান ও যাকাত-ফিতরার অর্থ সংগ্রহের মাধ্যমে রোগী কল্যাণ সমিতির তহবিল গঠিত হয়ে থাকে। কার্যকরী কমিটির মাধ্যমে উক্ত সমিতির সকল কার্যক্রম পরিচালিত হয়। বর্তমান কমিটির মেয়াদ গত ৩০ জুন ২০২৫ ইং তারিখে শেষ হয়েছে। এমতাবস্থায়, নতুন কার্যকরী কমিটি গঠন প্রকৃয়ার অংশ হিসেবে সমিতির সদস্য তালিকা হালনাগাদকরণ চলমান রয়েছে। নিম্নে গঠনতন্ত্র অনুযায়ী সদস্যের ধরণ এবং চাঁদার পরিমান উল্লেখ করা হলোঃ

০১ সাধারণ সদস্য - চাঁদার পরিমাণ ৫০/- টাকা (মাসিক)
০২ আজীবন সদস্য- ৫০০০/- (বাৎসরিক)
০৩ পৃষ্ঠপোষক সদস্য - চাঁদার পরিমাণ অনির্ধারিত

নতুন সদস্য নিবন্ধন ফি ৫০/- টাকা। নতুন নিবন্ধনের ক্ষেত্রে অত্র কার্যালয়ে সশরীরে এসে (রশীদ সংগ্রহের মাধ্যমে) নিবন্ধন ফর্ম জমা দেয়া যাবে। একই সাথে সম্মানীত প্রবাসীদের জন্য এবং অন্যান্যদের জন্য ইমেইলের ([email protected]) মাধ্যমে নিবন্ধন ফর্ম জমা দেয়া যাবে। এ ক্ষেত্রে ভর্তি ফি এবং চাঁদা ব্যাংক একাউন্ট (একাউন্ট নামঃ রোগী কল্যাণ সমিতি, কচুয়া, চাঁদপুর, হিসাব নম্বরঃ ১৫০৮১৩৪১১৩২০১, সোনালী ব্যাংক লিঃ, কচুয়া বাজার শাখা, কচুয়া, চাঁদপুর) অথবা বিকাশ একাউন্ট (একাউন্টঃ 01729798546; জনাব মোঃ শামিম হোসেন, ইউনিয়ন সমাজকর্মী, উপজেলা সয়ামজসেবা কার্যালয়, কচুয়া, চাঁদপুর) এর মাধ্যমে প্রদান করতে হবে। এ সংক্রান্ত প্রমাণক (ব্যাংক ট্রান্সফার রিসিপ্ট/বিকাশ সেন্ট মানি স্ক্রিন শর্ট) নিবন্ধন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে।

আগামী ৩১ আগস্ট ২০২৫ ইং তারিখ পর্যন্ত নতুন সদস্য নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে। সদস্য তালিকা হালনাগাদ শেষ হলে কার্যকরী কমিটি গঠনের তফসিল ঘোষণা করা হবে।

অভিনন্দন নবাগত জনাব আবু নাছির সহকারি কমিশনার (ভূমি), কচুয়া,চাঁদপুর।
19/08/2025

অভিনন্দন

নবাগত জনাব আবু নাছির
সহকারি কমিশনার (ভূমি), কচুয়া,চাঁদপুর।

🙏 একটি মানবিক সাহায্যের আবেদন 🙏মানবতার সেবায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের  আয়মা গ্রামের বা...
18/08/2025

🙏 একটি মানবিক সাহায্যের আবেদন 🙏

মানবতার সেবায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের আয়মা গ্রামের বাসিন্দা মোবারক হোসেন (৬৫), পরিবারিক অবস্থা বেশি ভালো না। দীর্ঘদিন যাবৎ লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন মোবারক।

চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত উন্নত চিকিৎসা শুরু করা জরুরি, কিন্তু আর্থিক অক্ষমতার কারণে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। উন্নত চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন, যা পরিবার বহন করতে পারছে না।

তাই মানবতার খাতিরে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের ছোট ছোট দান এই অসহায় রোগীর জীবনে বড় আশার আলো জ্বালাতে পারে।

📍 রোগীর নাম: মোঃ মোবারক হোসেন

📍 ঠিকানা: আরব আলী দরবেশ বাড়ী, গ্রাম: আয়মা, পোস্ট: রঘুনাথপুর।

📍 চিকিৎসাধীন হাসপাতাল: বর্তমানে নিজ বাড়িতে।

📍 যোগাযোগ নম্বর: ছোট ছেলে ইয়াছিন হোসেন : 01308-315690

📍 সহায়তার বিকাশ/নগদ/ব্যাংক হিসাব: 01308-315690 (নগদ)।

আসুন, আমরা সকলে মিলে এই অসহায় মানুষটির পাশে দাঁড়াই। আল্লাহপাক আপনাদের সবার দানকে কবুল করুন ও কল্যাণ দান করুন।

Address

Kachua
3630

Website

Alerts

Be the first to know and let us send you an email when কচুয়া পোস্ট - Kachua Post posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share