20/08/2025
একটি বিশেষ বিজ্ঞপ্তি
রোগী কল্যাণ সমিতি, কচুয়া, চাঁদপুর এর কার্যকরী কমিটি গঠনের নিমিত্তে সদস্য হালনাগাদকরণ চলমান রয়েছে। কচুয়া উপজেলার সকল স্তরের সম্মানীত নাগরিকবৃন্দকে সদস্য হিসেবে নিবন্ধনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের অংশ হিসেবে ‘রোগী কল্যাণ সমিতি, কচুয়া, চাঁদপুর’ (নিবন্ধন নম্বর-চাঁদ/৬৭২/২০১০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত দারিদ্র্য, অসহায়, সমস্যাগ্রস্থ, ভবঘুরে রোগীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমিতির মাধ্যমে উল্লিখিত রোগীদের চিকিৎসকের পরামর্শক্রমে চিকিৎসা সহায়তা বাবদ ঔষুধ প্রদান, প্রয়োজনীয় পরীক্ষা, পরিচয়বিহীন লাশের সৎকার, যাতায়াত বাবদ এ্যাম্বুলেন্স পরিবহণ ব্যয়, বিশেষ পথ্য, বস্ত্র-স্ক্রাচ প্রদান, কাউন্সিলিং ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান, সদস্যদের চাঁদা এবং বিভিন্ন ব্যক্তি ও সংস্থার দান-অনুদান ও যাকাত-ফিতরার অর্থ সংগ্রহের মাধ্যমে রোগী কল্যাণ সমিতির তহবিল গঠিত হয়ে থাকে। কার্যকরী কমিটির মাধ্যমে উক্ত সমিতির সকল কার্যক্রম পরিচালিত হয়। বর্তমান কমিটির মেয়াদ গত ৩০ জুন ২০২৫ ইং তারিখে শেষ হয়েছে। এমতাবস্থায়, নতুন কার্যকরী কমিটি গঠন প্রকৃয়ার অংশ হিসেবে সমিতির সদস্য তালিকা হালনাগাদকরণ চলমান রয়েছে। নিম্নে গঠনতন্ত্র অনুযায়ী সদস্যের ধরণ এবং চাঁদার পরিমান উল্লেখ করা হলোঃ
০১ সাধারণ সদস্য - চাঁদার পরিমাণ ৫০/- টাকা (মাসিক)
০২ আজীবন সদস্য- ৫০০০/- (বাৎসরিক)
০৩ পৃষ্ঠপোষক সদস্য - চাঁদার পরিমাণ অনির্ধারিত
নতুন সদস্য নিবন্ধন ফি ৫০/- টাকা। নতুন নিবন্ধনের ক্ষেত্রে অত্র কার্যালয়ে সশরীরে এসে (রশীদ সংগ্রহের মাধ্যমে) নিবন্ধন ফর্ম জমা দেয়া যাবে। একই সাথে সম্মানীত প্রবাসীদের জন্য এবং অন্যান্যদের জন্য ইমেইলের ([email protected]) মাধ্যমে নিবন্ধন ফর্ম জমা দেয়া যাবে। এ ক্ষেত্রে ভর্তি ফি এবং চাঁদা ব্যাংক একাউন্ট (একাউন্ট নামঃ রোগী কল্যাণ সমিতি, কচুয়া, চাঁদপুর, হিসাব নম্বরঃ ১৫০৮১৩৪১১৩২০১, সোনালী ব্যাংক লিঃ, কচুয়া বাজার শাখা, কচুয়া, চাঁদপুর) অথবা বিকাশ একাউন্ট (একাউন্টঃ 01729798546; জনাব মোঃ শামিম হোসেন, ইউনিয়ন সমাজকর্মী, উপজেলা সয়ামজসেবা কার্যালয়, কচুয়া, চাঁদপুর) এর মাধ্যমে প্রদান করতে হবে। এ সংক্রান্ত প্রমাণক (ব্যাংক ট্রান্সফার রিসিপ্ট/বিকাশ সেন্ট মানি স্ক্রিন শর্ট) নিবন্ধন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে।
আগামী ৩১ আগস্ট ২০২৫ ইং তারিখ পর্যন্ত নতুন সদস্য নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে। সদস্য তালিকা হালনাগাদ শেষ হলে কার্যকরী কমিটি গঠনের তফসিল ঘোষণা করা হবে।