20/02/2025
ছাত্রদল নিয়ে মন্তব্য করার আগে ছাত্রদলের গঠনতন্ত্র সম্পর্কে আগে জানুন।
শিক্ষা - ঐক্য - প্রগতি ছাত্রদলের মূল নীতি ।
শিক্ষা জাতির মেরুদণ্ড।শিক্ষা ব্যতীত কোন দেশের পক্ষে উন্নতি করা সম্ভব নয়।শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে ছাত্র জীবন শুরু হয়।এজন্য শিক্ষাকে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রধান মূলনীতি করা হয়েছে।তাই ছাত্রদল নিয়ে মন্তব্য করার আগে শিক্ষা গ্রহণ করেন,তাও যদি না পারেন জাতীয়তাবাদী শ্রমিক দল করেন।
আর তাও যদি না পারেন,গুপ্ত রাজনীতি থেকে বিরত থাকেন।
কারন,সবার আগে বাংলাদেশ 🇧🇩।
"এসো নবীন ভয় নাই,
ছাত্রদলে সন্ত্রাস নাই"।
"এসো নবীন দলে দলে,
ছাত্রদলের পতাকা তলে"।
ছাত্র সমন্বয়ক ভাইয়েরা।
আরো গভীর চিন্তা ধারণা করে কথা বলতে হবে আর
লিখতে হবে।