05/06/2024
৬ষ্ঠ উপজেলা পরিষদ ৪র্থ ধাপের সাধারণ নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে।
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের কচুয়ায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কচুয়া পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মো: মাহবুব আলম,(টেলিফোণ প্রতীক), তিনি ৩৪,৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন কচুয়া উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান ও কচুয়া উপজেলা শাখা আওয়ামীলীগের সভাপতি মো: শাহজাহান শিশির।
ভাইস চেয়ারম্যান পদে ৪৪,৮৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কচুয়া উপজেলা শাখা যুবলীগের সাধারণ সম্পাদক মো: শাহজালাল প্রধান (উড়োজাহাজ প্রতীক)।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: রাকিবুল হাসান (তালা প্রতীক) ৪২,৮৮৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭,২২৬ ভোট পেয়ে জোৎস্না আক্তার (ফুটবল প্রতীক) নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পারভীন আক্তার (প্রজাপতি প্রতীক) ২৩,৪৪৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।উপজেলার ১১০টি কেন্দ্রে মোট ৩,৩০,৫৩১ জন ভোটারের মধ্যে ১,০২,৭০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কাস্টিং ভোটের হার ৩১.০৭%।
মো: এমদাদ উল্যাহ
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
মোবাইল নং 01819-191834