M Abdullah

M Abdullah welcome to my page
(1)

13/01/2026
12/01/2026

তারাও ছাড় পেল না

২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার সাথে যারা সাক্ষাৎ করতে গিয়েছিলো সবাই ভারতীয় দা’লাল৷ তামিমকে জুলাই হ'ত্যা মামলায় অন্তর্ভু...
10/01/2026

২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার সাথে যারা সাক্ষাৎ করতে গিয়েছিলো সবাই ভারতীয় দা’লাল৷ তামিমকে জুলাই হ'ত্যা মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি বলেই আজকে সে ভারতের দালালি করতে পারে৷
বাংলাদেশকে ভারতে খেলতে নেয়ার ভারতীয় চাওয়া বাস্তবায়ন করতেই মাঠে নেমেছে ভারতীয় এই দা’লাল৷

হাসনাত আব্দুল্লাহ ভোটারদের কাছে ভোট চাইতে চাইতে গেছিলো একটা কওমি মাদ্রাসায়..এই সমাজ যেটাকে এ-তি-মখানাও বলে..সেখানে পৌছান...
09/01/2026

হাসনাত আব্দুল্লাহ ভোটারদের কাছে ভোট চাইতে চাইতে গেছিলো একটা কওমি মাদ্রাসায়..এই সমাজ যেটাকে এ-তি-মখানাও বলে..

সেখানে পৌছানোর পর ছাত্ররা কেউ হাসনাতকে মেসওয়াক দিচ্ছিলো..কেউ আতর দিচ্ছিলো..কেউ খুচরা টাকা দিচ্ছিলো..
এগুলা সব নিখাঁদ ভালোবাসা..যা অর্থ দিয়ে কিনা যায়না..

এতিমখানার হুজুর..ছাত্রদের এসব গিফট পেয়ে ইমোশনাল হয়ে কা-ন্না করে হাসনাত..

হয়তো মানুষ হা-দি-র শূন্যতা পূরণ করতে চাচ্ছে..হা-দিকে না পেয়ে হা-দির উপহার তার বন্ধুদের দিচ্ছে 🙂

08/01/2026
আন্দোলনে এ যেয়ে আর ফেরেনি ফয়সাল সরকার,দেড় বছর কবর শনাক্ত হলো রায়েরবাজার এ।১৯ জুলাই ২০২৪ এর বিকেল,হাউজবিল্ডিং রোড। পুলিশ,...
07/01/2026

আন্দোলনে এ যেয়ে আর ফেরেনি ফয়সাল সরকার,দেড় বছর কবর শনাক্ত হলো রায়েরবাজার এ।

১৯ জুলাই ২০২৪ এর বিকেল,হাউজবিল্ডিং রোড।

পুলিশ,এপিবিএন এর টার্গেট শ্যুট ,উত্তরা পুরোপুরি যুদ্ধক্ষেত্র ,এত গুলি মনে হচ্ছিলো আকাশ বাতাশ ফেটে যাচ্ছে।
হঠাৎ বাম পাশ ভেদ করে চলে গুলি মগজ ছুলো। ধরাধরি করে উত্তরা আধুনিক মেডিকেল এ নিতে গিয়ে দেখে গেল পুরো হসপিটাল পুলিশ ঘিরে রেখেছে।

মগজ ক্ষয়ে পড়ছিলো,কোনোমতে সিএনজি করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে দিয়ে আসলো।

পরিবার ছেড়ে ঢাকায় এসে চাকরির পাশাপাশি পড়ালেখা করতো। বাবা-মা শেষ দেখাও দেখতে পায়নি।। অনেক খোজাখুজির পর আঞ্জুমান মফিদুল বললো তারা ৮ জনের সাথে একই কবরে দাফন করেছে।

আজ দেড় বছর পর ১১৪টি কবর থেকে শনাক্ত হলো ৩৫ কবরে তার দেহবশেষ।

নির্মম জুলাই , নির্মম সব কাহিনি। আরো কত নির্মমতা দেখব ,কতটা নির্ঘুম রাত কাটাবো জানিনা!

শহীদ ফয়সাল সরকার এর শহীদ হওয়ার অজানা গল্প।

লন্ডনে পাবলিক বাসে যাতায়াত করতে পারলেও দেশে কেন ভিভিআইপি প্রটোকল ছাড়া চলাচল করতে পারছেন না বিএনপি নেতা তারেক রহমান?এর কা...
07/01/2026

লন্ডনে পাবলিক বাসে যাতায়াত করতে পারলেও দেশে কেন ভিভিআইপি প্রটোকল ছাড়া চলাচল করতে পারছেন না বিএনপি নেতা তারেক রহমান?

এর কারণ কী হতে পারে?

চট্টগ্রামের আনোয়ারায় শোলকাটা রাস্তার মাঝে ফেলে যাওয়া দুইটা ছেলে-মেয়ের মধ্যে ছোট্ট ছেলে মোরশেদ মা-রা গেছে..অথচ তার বোন যে...
06/01/2026

চট্টগ্রামের আনোয়ারায় শোলকাটা রাস্তার মাঝে ফেলে যাওয়া দুইটা ছেলে-মেয়ের মধ্যে ছোট্ট ছেলে মোরশেদ মা-রা গেছে..অথচ তার বোন যে মা ফেলে যাওয়ার পরেও ভাইকে আগলে রেখেছে সে এখনো জানে না..তার ভাই সবাইকে ছেঁড়ে আকাশের তাঁরা হয়ে গেছে 🙂

আল্লাহ বাচ্চাটাকে বেহেশত নসীব করুক🤲

ভারতের একটি হসপিটালে লাইফ সাপোর্টে আছে..উন্নত চিকিৎসার জন্য শিগ্রই বাংলাদেশে আনা হবে 🙂
05/01/2026

ভারতের একটি হসপিটালে লাইফ সাপোর্টে আছে..উন্নত চিকিৎসার জন্য শিগ্রই বাংলাদেশে আনা হবে 🙂

যেকোনো সময় খা-রা-প সংবাদ শুনতে পারে দেশবাসি..কলকাতার অ্যাপোলো হাসপাতালে Life Support-এ ওবায়দুল কাদের..অবস্থা খুব খা-রা-প...
05/01/2026

যেকোনো সময় খা-রা-প সংবাদ শুনতে পারে দেশবাসি..কলকাতার অ্যাপোলো হাসপাতালে Life Support-এ ওবায়দুল কাদের..অবস্থা খুব খা-রা-প 🙂

বরগুনার পাথরঘাটার চরদুয়ানী এলাকা ও বলেশ্বর নদীর মোহনা ছিল জিয়াউল আহসানের পরিচালিত হত্যাকাণ্ডের অন্যতম ‘হটস্পট। গভীর রাতে...
04/01/2026

বরগুনার পাথরঘাটার চরদুয়ানী এলাকা ও বলেশ্বর নদীর মোহনা ছিল জিয়াউল আহসানের পরিচালিত হত্যাকাণ্ডের অন্যতম ‘হটস্পট। গভীর রাতে বন্দীদের ট্রলার বা নৌকায় করে নদীর মাঝখানে নিয়ে গিয়ে মাথা বা বুকে বালিশ চেপে গুলি করা হতো। পরে পেট কেটে সিমেন্টের ব্লক বেঁধে লাশ পানিতে ডুবিয়ে দেওয়া হতো। এই পদ্ধতিকে ‘গেস্টাপো’ বা ‘গলফ’ কোডনামে পরিচালনা করা হতো বলে অভিযোগে উল্লেখ করা হয়। এভাবে সাবেক বিডিআর সদস্য নজরুল ইসলাম মল্লিক ও আলকাছ মল্লিকসহ কমপক্ষে ৫০ জনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সপ্তম শ্রেণির শি'ক্ষার্থী ফাহমিদা ফাহা গ'ত কাল থেকে খুঁ'জে পা"চ্ছে না পরিবার।জানা গেছে,,,সামসূল হক খান স্কু'ল  এন্ড কলেজ...
04/01/2026

সপ্তম শ্রেণির শি'ক্ষার্থী ফাহমিদা ফাহা গ'ত কাল থেকে খুঁ'জে পা"চ্ছে না পরিবার।

জানা গেছে,,,
সামসূল হক খান স্কু'ল এন্ড কলেজ ( শান্তিবাগ) এর ৭ম শিক্ষার্থী স্কু'লে যাওয়ার উ'দ্দে'শ্য বের হয়েছিল, তার পর আর বা'ড়ি ফি'রেনি,,এতে স্কু'ল ক'র্তৃ'প'ক্ষের সাথে যোগাযোগ করে যানতে পারে স্কু'লে যা'য়নি,, স'কাল ৮ টার দিকে বের হয়েছিল।

যদি মেয়েটিকে কে'উ দেখে থা'কেন তাহলে পরিবারের সাথে এই নম্বরে যোগাযোগ করবেন
নম্বর- 01770195892,
01767757315

Collected

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when M Abdullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category