
17/08/2025
Ripon Mia'র একটা পডকাস্ট দেখলাম..জানলাম তার অতীত সম্পর্কে..জানলাম তার চিন্তাধারা সম্পর্কে..আপনার ও জানা উচিত..
রিপন ও প্রেম করে ছ্যাঁ-কা খায়..তবে ছ্যাঁ-কা খাওয়া টা রিপন মিয়ার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিলো..রিপন মিয়ার ভিতরে জে-দ এসেছিলো আর ভেবেছিলো..একজন যেহেতু চলে গেছে..আরো ১০ জন যাতে আমার পিছে ঘুরে..এইজন্য মন দিয়া ভিডিও বানানো শুরু করে..সেইখান থেকেই শুরু..
মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার ব্যাপারে রিপন মিয়া বলে..এই যে আমার লেখাপড়া নাই..এক জায়গায় গেলে আমারে সম্মান দেয়..এই সম্মানটা ভাই অনেক কিছু..এটা আমি টাকা দিয়ে জীবনেও কিনতে পারবো না..সম্মান, ইজ্জত, ভালোবাসা..এগুলো কখনো টাকা দিয়ে কেনা যায় না..টাকা দিয়ে মাপা যায় না..
শেষে সবচেয়ে সুন্দর কথাটাই বলেছে..
বউ কে শুধু 'বউ' হিসাবে ভাবলেই হবেনা..বউ মানেই সব..এইডাই বউ,এইডাই বন্ধু,এইডাই সব..
এত্ত সহজ সরল আর ম্যাচিউর একটা মানুষ রিপন মিয়া। 🙂