MD EMRAN 01

MD EMRAN 01 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MD EMRAN 01, Tatuiy kachua Chandpur Chetagong, Kachua.

আমার ছোট পেইজে আপনাকে স্বাগতম
ইতিহাস গড়তে হলে নিয়ম ভাঙ্গতে হবে
সমাজ আপনাকে প্রজা বানাবে রাজা নয়

https://youtube.com/.emran.bengali.official?si=TayqIVkoX-LGJ27y

16/10/2025

ইফাদ এর জন্য সবার কাছে দোয়ার দরখাস্ত রইলো

খুব বাজে অনুভূতি হয়, যখন আমার কাছের কেউ, আমার সাথে মিথ্যা বলে, কিন্তু সত্যিটা আমি আগে থেকেই জানি
15/10/2025

খুব বাজে অনুভূতি হয়, যখন আমার কাছের কেউ, আমার সাথে মিথ্যা বলে, কিন্তু সত্যিটা আমি আগে থেকেই জানি

আমার অসীম ভালোবাসা শুধুই তোমার জন্য ভালোবেসে আপন করো তবেই আমি হবো ধন্য।
15/10/2025

আমার অসীম ভালোবাসা শুধুই তোমার জন্য ভালোবেসে আপন করো তবেই আমি হবো ধন্য।

বাংলাদেশ ফুটবলে দুর্নীতির বরপুত্র খ্যাত কাজী সালাউদ্দিন ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদিকা মাহফুজা ...
15/10/2025

বাংলাদেশ ফুটবলে দুর্নীতির বরপুত্র খ্যাত কাজী সালাউদ্দিন ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদিকা মাহফুজা আক্তার কিরনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিতে গত ২১ আগষ্ট ২০২৫ স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আবেদন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

দেশের ফুটবলের সর্বোচ্চ ক্ষতি যিনি করেছেন, বাফুফে কেন্দ্রীক দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্মীয়করণ, অনিয়ম ও কমিশন বাণিজ্যের গুরু এই সালাউদ্দিন আর-কিরন এর বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা তুলতে আপনি কোন বিবেচনায় দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আবেদন করেছেন? আপনার কি কোন জ্ঞান বা বুদ্ধি নাই? নাকি ইচ্ছাকৃতভাবে কোনোভাবে 'ম‍্যানেজড' হয়ে এই কাজটি করেছেন?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন পালিয়ে গেলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন দেশ ছেড়ে পালাতে পারেনি, ৫ আগস্ট ২০২৪ এর পর হতে এই সালাহউদ্দিন আর কিরণ দেশ ছেড়ে যাবার নানা উপায় খুঁজছিলেন ।

তবে বিএনপি নেতা জনাব তাবিথ আউয়ালের অনুরোধে (পড়ুন বদান‍্যতায়) অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সালাহউদ্দিন ও তার সহযোগী বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত‍্যাহার করেছে।

অনতিবিলম্বে এই প্রত‍্যাহারের সিদ্ধান্ত বাতিল করুন #।

ঘটনা কিন্তু একটা ঘটিয়ে ফেলেছি। হঠাৎ করে তোমার প্রেমে পড়ে গেছি। এখন কি করতে হবে? ধমক না দিয়ে বুঝিয়ে বলো।
15/10/2025

ঘটনা কিন্তু একটা ঘটিয়ে ফেলেছি। হঠাৎ করে তোমার প্রেমে পড়ে গেছি। এখন কি করতে হবে? ধমক না দিয়ে বুঝিয়ে বলো।

13/10/2025

একটুও ভয় পায়না

কিছু রাত স্বপ্নের, কিছু স্মৃতি কষ্টের, কিছু সময় আবেগের, কিছু কথা হূদয়ের, কিছু মানুষ মনের, কিছু বন্ধু চিরদিনের.
13/10/2025

কিছু রাত স্বপ্নের, কিছু স্মৃতি কষ্টের, কিছু সময় আবেগের, কিছু কথা হূদয়ের, কিছু মানুষ মনের, কিছু বন্ধু চিরদিনের.

আমার সংগ্রহ থেকে: এই ছবিটিএনবিসি নিউজের একজন কর্মীর তোলা, ৫ নভেম্বর ১৯৭১ তারিখে তৎকালীন পূর্ব পাকিস্তানের উপর একটি প্রতি...
13/10/2025

আমার সংগ্রহ থেকে: এই ছবিটি
এনবিসি নিউজের একজন কর্মীর তোলা, ৫ নভেম্বর ১৯৭১ তারিখে তৎকালীন পূর্ব পাকিস্তানের উপর একটি প্রতিবেদনের জন্য। কর্মীরা 'মুক্তিবাহিনী'র একটি প্রশিক্ষণ শিবির পরিদর্শন করেন, যেখানে প্রায় ১,০০০ মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের জন্য মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করছিলেন।

ছবির পিছনের তথ্য অনুসারে, নতুন মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন অফিসার এবং নন-কমিশনড অফিসারদের একটি ক্যাডার দ্বারা যারা বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে যোগ দিয়েছিলেন।

12/10/2025

এমন কেউ কি আছেন?
সৌদি আরব,রিয়াদ আল বাদিহা এর আশা পাশে
প্রতি শুক্রবার ভিডিও বানাবো আমার ক্যামরা আছে কিন্ত একজন লোক দরকার

11/10/2025

আশ্চর্য জনক

মগের মুল্লুক ছাড়া আর কোথাও এধরনের কান্ড ঘটে বলে মনে হয়না। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান, তার নিজের  ২০২০-২১, ২০২১...
10/10/2025

মগের মুল্লুক ছাড়া আর কোথাও এধরনের কান্ড ঘটে বলে মনে হয়না।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান, তার নিজের ২০২০-২১, ২০২১-২২ এবং ২০২২-২৩ আয়কর বর্ষের রিটার্নের তথ্যে যে সকল অসত‍্য তথ‍্য প্রদান করেছেন, তা আমি ইতোমধ্যেই প্রকাশ করেছি। তবে এতে রাষ্ট্রের কোন বিকার বোধ জাগ্রত হতে দেখা যায়নি।

এর প্রেক্ষিতে যা হয়েছে তা হলো, অজ্ঞাত যেসকল ব্যক্তি আব্দুর রহমান খানের আয়কর বর্ষের তথ্য ফাঁস করেছে, তাঁদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে রমনা থানায়।

তাহলে বিষয়টা হইলো এমন, যে খোদ রাজস্ব বিভাগের শীর্ষ ব্যক্তিরা তাদের আয়কর বর্ষের নথিতে অসত‍্য তথ‍্য দিতেই পারে — এবং সেটা ফাঁস হইলে, যে বা যারা ফাঁস করেছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হইবে, আর যেই ব্যক্তি মিথ্যা তথ‍্য দিলো, তার কিছুই হবেনা!

বাহ! বাহ!

এই ঘটনাটা আমার একেবারেই অপরিচিত নয়। শেখ হাসিনার একজন ব্যক্তিগত সহকারী ছিলেন, যার নাম আবদুস সোবহান গোলাপ, তিনি হাসিনার বিভিন্ন ফুটফরমাশ খাটতেন, এবং এসব করে ব্যাপক সম্পদও গড়ে তুলেছিলেন। আমি গোলাপের এসব কান্ড নিয়ে, ওসিসিআরপি (অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করপশান রিপোর্টিং প্রজেক্ট) তে অনুসন্ধানী প্রতিবেদন করলাম, তখন সেটা বেশ আলোড়ন সৃষ্টি করে।

কিন্তু প্রতিবেদন প্রকাশের পর দেখা যায়, শেখ হাসিনা গোলাপকে নিয়ে বেশি বেশি করে ঘোরাফেরা করতে শুরু করলেন, আগে যেই গোলাপকে কোনায় বসিয়ে রাখা হতো, তখন সে একেবারে সামনে সামনে হাঁটা শুরু করলো।

৫ই আগষ্ট পরবর্তী সময়ে অবশ্য গোলাপকে ওই প্রতিবেদনের সুত্রে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়।

আব্দুর রহমান সাহেব বিষয়ক আগের পোস্টগুলো সংযুক্ত টুইটে আছে, পড়তে পারেন।

Address

Tatuiy Kachua Chandpur Chetagong
Kachua
3630

Alerts

Be the first to know and let us send you an email when MD EMRAN 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share