20/07/2025
মর্মান্তিক এক ঘটনার সাক্ষী হলাম নিজে
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
আজ সকাল আনুমানিক ৯.৩০ মিনিট আমি দাড়িয়ে ছিলাম কাছপুর ব্রিজ থেকে একটু সামনে চট্টগ্রামে যাওয়ার পথে রাস্তার বাম পাশে নাস্তা করার জন্য দাঁড়াই,আনুমানিক ২০ মিনিট পর ছবির বাবুটাকে নিয়ে হঠাৎ তার বাবা মা কান্না করতে করতে আমাদের দিকে আসে পানির জগ নিয়ে বাবুটার মাথায় পানি ডালতে থাকে বাবুটার অবস্থা দেখে আমরা সবাই মনে করেছি বাবুটা মারা গিয়েছে,তাৎক্ষণিক আমরা সবাই বললাম পাশেই একটা হসপিটাল আছে ওখানে নিয়ে যান,সাথে সাথেই নিয়ে গেলো,আমার মন মানছিলো না বাবুটার অবস্থা যানার জন্য গেলাম হাসপাতালে, হাসপাতালে গিয়ে শুনি গত কালকে থেকে বাবুটার প্রচন্ড জ্বর ছিলো,ওকে নাপা সিরাপ খাওয়াইছে সাথে দুধও খাওয়াইছে,তারপর পর যা বুঝতে পারলাম,হয়তো সিরাপ+দুধ ই ক্ষতির কারণ তার কিছুক্ষণ পরে আমরা সেখান থেকে চলে আসি এখন বাবুটা কেমন আছে যানিনা,তবে আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করছি,আল্লাহ যাতে বাবুটা জলদি সুস্থতা দান করেন,আমিন