ইলিশের বাড়ি চাঁদপুর

ইলিশের বাড়ি চাঁদপুর Chandpur News, Presents The Latest Bangla News Of Chandpur District In Online. The Most Reliable Loc The Most Reliable Local Newspaper In Chandpur Bangladesh.

Phone: +8801823292897

18/02/2025

চাঁদপুরের কচুয়া তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

#সরাসরি #কচুয়া

পাখির চোখে চাঁদপুর ফরিদগঞ্জের ঐতিহাসিক রূপসা জমিদার বাড়ি।।🖤
18/02/2025

পাখির চোখে চাঁদপুর ফরিদগঞ্জের ঐতিহাসিক রূপসা জমিদার বাড়ি।।🖤

আগামীকাল ১৯ ফেব্রুয়ারি আসছেন চাঁদপুর স্টেডিয়াম এ জনপ্রিয় কন্ঠশিল্প পড়শী  | চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমি...
18/02/2025

আগামীকাল ১৯ ফেব্রুয়ারি আসছেন চাঁদপুর স্টেডিয়াম এ জনপ্রিয় কন্ঠশিল্প পড়শী | চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ২৫ তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে | দেখা হচ্ছে চাঁদপুর ❤️

18/02/2025

অবশেষে বা'তি"ল হলো পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন 👇

আজ ইলিশের বাড়ি চাঁদপুর এর শুভ জন্মদিন 🎂❤️ ‘চাঁদপুর ভরপুর জলে আর স্থলে, মাটির মানুষ আর সোনার ফসলে।’ স্বল্প শব্দ ব্যয়ে বরে...
15/02/2025

আজ ইলিশের বাড়ি চাঁদপুর এর শুভ জন্মদিন 🎂❤️


‘চাঁদপুর ভরপুর জলে আর স্থলে, মাটির মানুষ আর সোনার ফসলে।’ স্বল্প শব্দ ব্যয়ে বরেণ্য চারণ কবি ইদ্রিস মজুমদার চঁদাপুর জেলার স্বরূপ তুলে ধরেছেন এইভাবে। পদ্মা-মেঘনা-ডাকাতিয়া-ধনাগোদা নদীর আশীর্বাদপুষ্প বাংলাদেশের অন্যতন আলোকিত জেলা ইলিশের বাড়ি চাঁদপুর। নদীবিধৌত এ চাঁদপুর জেলার ঐতিহাসিক জন্মদিন আজ। ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারির এ দিনে চাঁদপুর মহকুমা নতুন নাম ধারণ করে ‘চাঁদপুর জেলা’ হিসেবে আত্মপ্রকাশ করে। সে হিসেবে চাঁদপুর জেলার আজ ৩৭ তম জন্মদিন। এর আগে ১৮৭৮ সালে ব্রিটিশ আমলে প্রশাসনিক পূর্ণবিন্যাসের ফলে চাঁদপুর মহকুমার উৎপত্তি হয়।

আর ১৮৯৬ সালের ১ অক্টোবর চাঁদপুর শহরকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। সে হিসেবে প্রতিষ্ঠার দিক থেকে দেশের সবচেয়ে পুরোনো পৌরসভা চাঁদপুর পৌরসভা। বর্তমানে এই পৌরসভা ১২৫ বছরে পর্দপন করেছে। ২০১৭ সালে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ নামে দেশের প্রথম ব্র্যান্ডিং জেলা হিসেবে স্বীকৃতি দেয় সরকার। এর আগে আধুনিক রুপে চাঁদপুরকে দেশ-বিদেশে বিশেষভাবে উপস্থাপনের জন্য ২০১৫ সালের আগস্ট মাস হতে জেলা ব্র্যান্ডিং কার্যক্রম শুরু করেন তৎকালিন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সবুর মণ্ডল। এই নামানুসারে জেলার কৃতিসন্তান বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান একটি লোগো অঙ্কন করেছেন।

১৯৬০ খ্রি. পর্যন্ত এ জেলার নাম ছিল ত্রিপুরা জেলা। এই ত্রিপুরা জেলা ৪টি মহকুমা নিয়ে গঠিত ছিল। সেগুলো হলো ত্রিপুরা সদর উত্তর, ত্রিপুরা সদর দক্ষিণ, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর। ত্রিপুরার ২১টি থানা ও ৩৬২টি ইউনিয়ন কাউন্সিল ছিল। চাঁদপুর মহকুমায় চাঁদপুর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, কচুয়া ও মতলব নামে ৫টি থানা ছিলো। বর্তমানে চাঁদপুর জেলার উপজেলা ৮টি এবং পৌরসভা ৫টি। ৮টি উপজেলা হলো, চাঁদপুর, হাইমচর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, মতলব দক্ষিণ ও মতলব উত্তর।

বর্তমান চাঁদপুর প্রাচীন বঙ্গ সমতট রাজ্যের অধিনে ছিলো। সপ্তম শতাব্দীর দ্বিতীয় পাদের শেষ দিকে চৈনিক পরিব্রাজক ওয়ান চোয়াঙ সমতট রাজ্যে আগমন করেছেন মর্মে ভ্রমণ বৃত্তান্তে পাওয়া যায়। তিনি সমতট রাজ্যকে সমুদ্র তীরবর্তী নিম্ন আদ্র-ভূমি রূপে বর্ণনা করেছেন যা এ অঞ্চলকে বুঝায়। প্রাচীন বাংলার গুপ্ত পাল ও সেন রাজবংশের রাজারা এই অঞ্চল শাসন করেছেন বলে ইতিহাস সাক্ষ্য দেয়। তবে চাঁদপুর জেলার কোনো স্বতন্ত্র আদি নাম সনাক্ত করা সম্ভব না হলেও এ জেলাকে চাঁদপুর হিসেবে নামকরণের ঐতিহাসিক কিছু তথ্য পাওয়া যায়। বার ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদরায়ের দখলে ছিল। এ অঞ্চলে তিনি একটি শাসনকেন্দ্র স্থাপন করেন। ঐতিহাসিক জে এম সেনগুপ্তের মতে, চাঁদরায়ের নাম অনুসারে এ অঞ্চলের নাম হয়েছে চাঁদপুর।

অন্যমতে, চাঁদপুর শহরের (কোড়ালিয়া) পুরিন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নাম অনুসারে এ অঞ্চলের নাম চাঁদপুর। কারো মতে, শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাসক দিল্লী থেকে পঞ্চদশ শতকে এখানে এসে একটি নদী বন্দর স্থাপন করেছিলেন। তার নামানুসারে নাম হয়েছে চাঁদপুর। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ-বিন-বখতিয়ার খিলজী কর্তৃক বঙ্গ বিজয়ের পর পুরো বাংলা মুসলিম শাসনের অধিকারে আসার সাথে সাথে এ অঞ্চলও স্বাভাবিকভাবে মুসলিম শাসনের অধিনস্থ হয়। বিশেষ করে সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ এ অঞ্চলে শাসন করেছেন এমন প্রমাণ ইতিহাসে পাওয়া যায়।

মহান মুক্তিযুদ্ধে চাঁদপুর ২নং সেক্টরের অধিনে ছিলো। ১৯৭১ সালের ২৮ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত চাঁদপুর পাক হানাদার মুক্ত হতে থাকে। ৭ এপ্রিল সকাল ৯টায় পাক হানাদার বাহিনী প্রথম চাঁদপুরের পুরাণবাজারে বিমান হামলা চালায়। তাদের প্রথম দিনের বর্বরতায় এক নারী পথচারি নিহত হয়। এরপর ৮ এপ্রিল ৯৮টি যানের একটি বহর নিয়ে চাঁদপুর শহরে প্রবেশ করে হানাদার বাহিনী। মুক্তিযুদ্ধ চলাকালিন চাঁদপুরের বেশ কয়েকটি স্থানে মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তান হানাদার বাহিনীর সম্মুখ যুদ্ধ হয়। এদের মধ্যে বাবুরহাট, টেকনিক্যাল হাইস্কুল, বাখরপুর মজুমদার বাড়ি, ফরিদগঞ্জ-এর গাজীপুর ওটতলী নামক স্থান অন্যতম। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর দিবাগত রাত ১০টায় চাঁদপুর পুরোপুরি শত্রু মুক্ত হয়। সে হিসেবে এ দিনটি চাঁদপুর মুক্ত দিবস হিসেবে পালন করা হয়।

ব্রিটিশ শাসনামল থেকেই চাঁদপুর ব্যবসা-বানিজ্য সমৃদ্ধ ছিলো এবং সারা ভারতবর্ষে এই জেলার পরিচিতি ছিলো। একটা সময় চাঁদপুরকে বলা হতো ’গেটওয়ে টু ইস্টান ইন্ডিয় ‘ বা ইন্ডিয়া প্রবেশের গেইট। একটা সময় চাঁদপুর পাঠ ব্যবসার অন্যতম কেন্দ্র ছিলো। বর্তমানে চাঁদপুর জেলার অর্থনীতি মূলত কৃষি ও মৎস্যচাষ নির্ভর। তবে সম্প্রতিক সময়ে চাঁদপুর বাবুর হাট বিসিক শিল্প নগরীতে বেশ কিছু শিল্পকারখানা গড়ে উঠছে। কৃষি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের মতে চাঁদপুর জেলায় দুটি সেচ প্রকল্পের ব্যাপক ভূমিকায় নিজস্ব উৎপাদিত শস্য থেকে এ জেলা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের ১৫ ভাগ খাদ্য উৎপাদন চাঁদপুর জেলার মানচিত্র থেকেই হয়ে থাকে।

রাজধানী ঢাকা থেকে চাঁদপুরের দূরত্ব প্রায় ৯৬ কিলোমিটার। আর বিভাগীয় শহর চট্টগ্রাম থেকে দূরত্ব ২০৮ কিলোমিটার। বর্তমানে কেবলমাত্র বিমান বন্দর ছাড়া চাঁদপুর জেলায় সড়ক, নৌ ও রেলপথের উন্নত যোগাযোগ ব্যাবস্থা রয়েছে। এ জেলার প্রধান সড়ক হল ঢাকা-চাঁদপুর মহাসড়ক এবং চট্টগ্রাম-চাঁদপুর মহাসড়ক। শুধুমাত্র চাঁদপুর জেলার জন্য আলাদা একটি রেল পথ রয়েছে, যার মাধ্যমে প্রতিদিন চাঁদপুর-চট্টগ্রাম এবং চাঁদপুর-কুমিল্লার আন্তনগর ট্রেন চলাচল করে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা শহর থেকে নৌপথে যোগাযোগের জন্যে রয়েছে চাঁদপুর নদী বন্দর।

14/02/2025

চাঁদপুরের কচুয়া গৌরিপুর আঞ্চলিক সড়কে ফের একটি ট্রাকে ডা'কা"তি।

ভাড়ায় নয়, সুনাম চাই, যাত্রী সেবা এবং নিরাপদ গন্তব্য চাই। যতটুকু শুনেছি আইদি পরিবহনের লাভের অংশ অসহায় ও এতিম মানুষদের দেও...
14/02/2025

ভাড়ায় নয়, সুনাম চাই, যাত্রী সেবা এবং নিরাপদ গন্তব্য চাই। যতটুকু শুনেছি আইদি পরিবহনের লাভের অংশ অসহায় ও এতিম মানুষদের দেওয়া হয়। আপনাদের মতামত রিপ্লাই কমেন্টে জানিয়ে দিবেন.!

আইদি এন্টারপ্রাইজের ভাড়ার তালিকা।।
রুটঃ চাঁদপুর টু কুমিল্লা।।

পদ্মা এক্সক্লুসিভের বহরে থাকা ১৫-৮০২৭ গাড়িটি রি- পেইন্ট হয়ে বহরে যুক্ত হয়েছে। গাড়িটি এখন থেকে নিয়মিত ট্রিপ প্রদান ক...
13/02/2025

পদ্মা এক্সক্লুসিভের বহরে থাকা ১৫-৮০২৭ গাড়িটি রি- পেইন্ট হয়ে বহরে যুক্ত হয়েছে। গাড়িটি এখন থেকে নিয়মিত ট্রিপ প্রদান করবে।

ঢাকা - চাঁদপুর - ঢাকা
ঢাকা - ভায়া হাজীগঞ্জ - চাঁদপুর - ঢাকা।

13/02/2025

পবিত্র শবে বরাত আজ 🕌

কুমিল্লায় পা রাখার এক বছর পর অবশেষে আইদি এন্টারপ্রাইজ কুমিল্লা-চাঁদপুর রুট চালু করলো।২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডেলকো থেকে ...
12/02/2025

কুমিল্লায় পা রাখার এক বছর পর অবশেষে আইদি এন্টারপ্রাইজ কুমিল্লা-চাঁদপুর রুট চালু করলো।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডেলকো থেকে ২০ ইউনিট প্যাকেট লেলে ১৬১৬ এবং ৪টা পুরান বাস নিয়ে কুমিল্লার জাঙ্গালিয়ায় প্রবেশ করে। পরে রাজনৈতিক কারনে আর কুমিল্লা-চাঁদপুর রুট চালু করতে পারেনি। এরপর জুন মাসে চাঁদপুর জেলার সীমান্ত পর্যন্ত জগৎপুর-চাঁদপুর রুট চালু করে। ৫ আগস্ট লীগ পলায়ন করার পর আশা করেছিলাম খুব তাড়াতাড়ি কুমিল্লা জেলায় ঢুকবে। কিন্ত অপেক্ষার প্রহর দীর্ঘ করে ৬ মাস ৬ দিন পর আজ ১১/০২/২০২৫ তারিখে মেইন রুট চালু করলো।

বর্তমানে ১৮ ইউনিট ডেলকো মেড প্যাকেট ১৬১৬ সুপার এবং কিছু পুরান বাস আছে এদের বহরে।কুমিল্লা-চাঁদপুর রুটে বোগদাদ এর ভাড়া ১৭০ টাকা হওয়াতে আইদি ২০ টাকা কমে ১৫০ টাকায় সার্ভিস দিচ্ছে।

,আইদি'র ভাড়ার তালিকা:
🔶 চাঁদপুর-কুমিল্লা➤১৫০ টাকা
🔷মহামায়া & বাকিলা-কুমিল্লা➤১২০ টাকা
🔶হাজীগঞ্জ & আলীগঞ্জ-কুমিল্লা➤১০০ টাকা
🔷ওয়ারুক বাজার-কুমিল্লা➤৯০ টাকা
🔶দোয়াভাঙ্গা & কালিয়াপাড়া-কুমিল্লা➤৮০ টাকা
🔷জগতপুর-কুমিল্লা➤৭০ টাকা
🔶মুদাফরগঞ্জ-কুমিল্লা➤৬০ টাকা

ইলিশের বাড়ি চাঁদপুর

12/02/2025

চাঁদপুরের কচুয়া উপজেলার (চাঙ্গিনী) গ্রাম থেকে আজ ভোর রাতে আব্দুর রাজ্জাক নামের এক খামারির ৪ টি গরু চু'রি করে নিয়ে গেছে।

11/02/2025

আগামী ২১ শে ফেব্রুয়ারী, রোজ শুক্রবার ।
চাঁদপুরের শাহরাস্তি আসতেছে, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাইফ উদ্দিন ❤️🌸

শাহরাস্তি তে সকল খেলা প্রেমীদের স্বাগতম 🌸

অবশেষে আজ সকাল থেকে "আইদি পরিবহন"চাঁদপুর-কুমিল্লা রুটে চলাচল শুরু করেছে।চাঁদপুর-কুমিল্লা ভাড়া ১৫০ টাকা।
11/02/2025

অবশেষে আজ সকাল থেকে "আইদি পরিবহন"
চাঁদপুর-কুমিল্লা রুটে চলাচল শুরু করেছে।
চাঁদপুর-কুমিল্লা ভাড়া ১৫০ টাকা।

-------আসসালামু আলাইকুম --------সু-খবর             সু-খবর               সু-খবর ✅কচুয়া বাসীর জন্য  নতুন পরিবহন,  ✅নিউ দাউ...
10/02/2025

-------আসসালামু আলাইকুম --------
সু-খবর সু-খবর সু-খবর

✅কচুয়া বাসীর জন্য নতুন পরিবহন,
✅নিউ দাউদকান্দি এক্সপ্রেস,,
✅সার্ভিস -এসি-নন এসি

🔰 কক্সবাজার টু কচুয়া
ভায়া -দাউদকান্দি-চট্টগ্রাম - কুমিল্লা - গৌরীপুর

🔴ভাড়া তালিকা:
কচুয়া টু কক্সবাজার -৭৫০৳
কক্সবাজার টু কচুয়া -৭৫০৳

🔴সময় তালিকা:
কচুয়া টু কক্সবাজার,সন্ধা০৮:০০
কক্সবাজার টু কচুয়া,রাত-১১:০০

চট্টগ্রাম টানেল হয়ে যাতায়াত করবে।

চাঁদপুরের এই বিষয়টা নিয়া হাসি পাইলো 🤔অটোবাইক দুইটা কালার করলেন লাল ও সবুজ, শহরের যানজট নিরসনের কোনো ভালো উদ্যোগ তো নেই-ই...
08/02/2025

চাঁদপুরের এই বিষয়টা নিয়া হাসি পাইলো 🤔অটোবাইক দুইটা কালার করলেন লাল ও সবুজ, শহরের যানজট নিরসনের কোনো ভালো উদ্যোগ তো নেই-ই, বরং অটোগুলা রঙ করা যে কারনে (এখন দেখি দুইটাই একসাথে আর একই দিনে চলে)।

08/02/2025

Dream project Chandpur 💖🐬🐟🖼️
পর্যটন সম্ভাবনার চাঁদপুর। এই প্রকল্প নিয়ে আপনার মতামত চাই।

৮'ই ফেব্রুয়ারী শনিবার চাঁদপুর আসছে সঙ্গীতশিল্পী পড়শি - ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ৮৮বছর পুর্তির প্রথম পুনর্মিলন...
07/02/2025

৮'ই ফেব্রুয়ারী শনিবার চাঁদপুর আসছে সঙ্গীতশিল্পী পড়শি - ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ৮৮বছর পুর্তির প্রথম পুনর্মিলনীতে।

Address

Kachua

Telephone

+8801823292897

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইলিশের বাড়ি চাঁদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share