ইলিশের বাড়ি চাঁদপুর

ইলিশের বাড়ি চাঁদপুর Chandpur News, Presents The Latest Bangla News Of Chandpur District In Online. The Most Reliable Loc The Most Reliable Local Newspaper In Chandpur Bangladesh.

Phone: +8801823292897

অ'বৈধ দখ/লমুক্ত হচ্ছে চাঁদপুরের কচুয়া, সড়কের দু’পাশে উচ্ছেদ শতাধিক স্থাপনাচাঁদপুরের কচুয়ায় সড়কের দু’পাশে নির্মিত অ"বৈধ...
22/09/2025

অ'বৈধ দখ/লমুক্ত হচ্ছে চাঁদপুরের কচুয়া, সড়কের দু’পাশে উচ্ছেদ শতাধিক স্থাপনা

চাঁদপুরের কচুয়ায় সড়কের দু’পাশে নির্মিত অ"বৈধ দখল/মুক্ত হচ্ছে কচুয়া, সড়কের দু’পাশে উচ্ছেদ শতাধিক স্থাপনা উচ্ছেদে অভি/যান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ‌।সোমবার (২২ সেপ্টেম্বর) কচুয়া বিশ্বরোড এলাকার সুলতানা পেট্রোল পাম্পের সামনে থেকে কড়ইয়া ব্রীজ পর্যন্ত এ উ"চ্ছেদ অভি/যান পরিচালনা করা হয়।

এসময় সড়কের দু’পাশে পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা প্রায় শতাধিক দোকান ও অ/বৈধ স্থাপনা উ'চ্ছেদ করা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী’র নেতৃত্বে অভি/যান পরিচালিত হয়।

“সাত দিন ধরে নি/খোঁজ, সন্ধান মিলছে না মাদ্রাসাছাত্র জাহিদের” উৎকণ্ঠায় পরিবারকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥চাঁদপুরের কচুয়া উ...
22/09/2025

“সাত দিন ধরে নি/খোঁজ, সন্ধান মিলছে না মাদ্রাসাছাত্র জাহিদের” উৎকণ্ঠায় পরিবার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥

চাঁদপুরের কচুয়া উপজেলার গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার মোঃ জাহিদ হোসেন (১৫) নামে এক ছাত্র সাত দিন ধরে নি'খোঁজ। পরিবারের থেকে সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে। সে উপজেলার দরিয়া হায়াতপুর গ্রামের বেপাড়ী বাড়ির জামাল হোসেনের বড় ছেলে। এ ঘটনায় ছেলেটির মাতা কাজল বেগম গতকাল রোববার কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যাহা নম্বর: ১১৯২।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেস্বর সকাল ৯টার দিকে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয় জাহিদ। প্রতিদিনের ন্যায় পড়াশোনার উদ্দেশ্যে মাদ্রাসায় যাওয়ার পথে হঠাৎ করেই জাহিদ নিখোঁজ হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। জামাল হোসেনের বড় ছেলে ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিা আলিম মাদ্রাসায় ৮ম শ্রেণীতে পড়ুয়া। কিন্তু সে মাদ্রাসায় না যাওয়ায় গত এক সপ্তাহ ধরে আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। ছেলেটির পরনে সাদা পাঞ্জাবি ও সাদা চেলোয়ার ছিল। তার উচ্চতা ৫ ফুট, মুখম-ল লম্বাটে, গায়ের রং শ্যামলা, গঠন হালকা পাতলা।

সৌদি প্রবাসী নি/খোঁজ জাহিদের বাবা জামাল হোসেন বলেন, আমার বড় ছেলেকে না পেয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। যদি কেউ আমার ছেলেকে ফিরে পেতে সাহায্য করেন, আমরা কৃতজ্ঞ থাকবো। এদিকে ছেলেকে খুঁজে না পেয়ে আমার স্ত্রী উৎকণ্ঠায় হয়ে পড়েছে।

যদি কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন উক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো। যোগাযোগ: ০১৮৩৫৮৩৩৬৩২ / ০১৭১৩৬৩৯৪৬৯।

এব্যাপারে কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) আজিজুল ইসলাম বলেন, নি/খোঁজ জাহিদের সন্ধানে পুলিশের বিভিন্ন টিম কাজ করছে। আশেপাশের থানাসহ সারাদেশে বার্তা পাঠানো হয়েছে। ছেলেটির সন্ধানে কাজ অব্যাহত রয়েছে।

ছবি: নি/খোঁজ মাদ্রাসার ছাত্র জাহিদ হোসেন ফাইল ফটো।

21/09/2025
21/09/2025

ইলিশের বাড়ি চাঁদপুর
সারাদেশে ভাইরাল একমাত্র জেলা এখন।

আপনি কি জানেন কেন ভাইরাল ?

চাঁদপুরের কচুয়ায় একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছেন জান্নাতুল ফেরদৌস নামে এক গৃহবধূ। শুক্রবার (১৯) সেপ্টেম্বর দুপুরে কচুয...
19/09/2025

চাঁদপুরের কচুয়ায় একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছেন জান্নাতুল ফেরদৌস নামে এক গৃহবধূ। শুক্রবার (১৯) সেপ্টেম্বর দুপুরে কচুয়া বিশ্বরোড এলাকার ট্রমা হসপিটালে অ/স্ত্রো পচা/রের মাধ্যমে তাদের জন্ম হয়। বর্তমানে মা ও ৩টি সন্তান সুস্থ রয়েছে।

চাঁদপুর ওয়ারলেস এলাকায় একটি পুকুরের পানিতে ভাসমান অবস্থায় বাচ্চাটিকে মৃ**ত পাওয়া যায়। যদি কারো পরিচিত হয়ে থাকে তাহলে চাঁ...
14/09/2025

চাঁদপুর ওয়ারলেস এলাকায় একটি পুকুরের পানিতে ভাসমান অবস্থায় বাচ্চাটিকে মৃ**ত পাওয়া যায়।

যদি কারো পরিচিত হয়ে থাকে তাহলে চাঁদপুর সদর হাসপাতালে যোগাযোগ করুন....

#চাঁদপুর #বাচ্চা #পুকুর

চাঁদপুর পৌর কবরস্থানে নবজাতক জীবিত শিশুকে মৃ-ত বলে কবরস্থানে পাঠালেন বাবা-মা। কবর খুঁড়তে গিয়ে দেখেন শিশুটি জীবিত। বিস্...
14/09/2025

চাঁদপুর পৌর কবরস্থানে নবজাতক জীবিত শিশুকে মৃ-ত বলে কবরস্থানে পাঠালেন বাবা-মা। কবর খুঁড়তে গিয়ে দেখেন শিশুটি জীবিত।

বিস্তারিত কমেন্টে....

বৃষ্টিময় দিনে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ।
14/09/2025

বৃষ্টিময় দিনে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ।

ইলিশের বাড়ি চাঁদপুর 🕌🏞️🖼️
10/09/2025

ইলিশের বাড়ি চাঁদপুর 🕌🏞️🖼️

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পানচাইল গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। নিখোঁজ হওয়ার পর নিজ বাড়ির পুকুর থেকে এক শি শু র বস্...
04/09/2025

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পানচাইল গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। নিখোঁজ হওয়ার পর নিজ বাড়ির পুকুর থেকে এক শি শু র বস্তাবন্দি লা/শ উদ্ধার করেছে পুলিশ।

চাঁদপুর থেকে সরাসরি কক্সবাজার ভ্রমণ এখন আরও আরামদায়ক 🚌আজ থেকে শুরু হলো রূপসী ট্র্যাভেলস স্যুট ক্লাস এর নিয়মিত সার্ভিস।রূ...
04/09/2025

চাঁদপুর থেকে সরাসরি কক্সবাজার ভ্রমণ এখন আরও আরামদায়ক 🚌

আজ থেকে শুরু হলো রূপসী ট্র্যাভেলস স্যুট ক্লাস এর নিয়মিত সার্ভিস।
রূপসী ট্র্যাভেলস চাঁদপুর (স্যুট ক্লাস) এখন নিয়মিত!

🕗 সময়সূচি:
👉 চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন রাত ৮ টায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
👉 কক্সবাজার কলাতলী থেকে প্রতিদিন রাত ৯ টায় চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

💺 ভাড়া তালিকা:
🔹 এসি স্লিপার – মাত্র ১৩০০৳
🔹 বিজনেস ক্লাস সিট – মাত্র ১০০০৳

📍 কাউন্টার নাম্বার সমূহ:
📞 চাঁদপুর: 01346-803830
📞 হাজীগঞ্জ: 01346-594034
📞 কুমিল্লা বিশ্বরোড: 01406-506011
📞 অলংকার, চট্টগ্রাম: 01308-737342
📞 কক্সবাজার: 01796-690476

পরিবার বা প্রিয়জনকে নিয়ে উপভোগ করুন বিলাসবহুল ও আরামদায়ক ভ্রমণ রূপসী ট্র্যাভেলস চাঁদপুর, আপনার যাত্রা আমাদের দায়িত্ব।

চাঁদপুর সদর হাসপাতালের আজকের চিত্র। বিদ্যুৎ গেলে এভাবেই অন্ধকারে ডুবে যায় হাসপাতাল। আচ্ছা তখন যদি অপারেশন চলমান থাকে? রো...
03/09/2025

চাঁদপুর সদর হাসপাতালের আজকের চিত্র। বিদ্যুৎ গেলে এভাবেই অন্ধকারে ডুবে যায় হাসপাতাল। আচ্ছা তখন যদি অপারেশন চলমান থাকে? রোগীরাই বা কীভাবে থাকে?

জেনারেটর কি বরাদ্দ নেই? এটা কিন্তু শুধুই হাসাপাতাল নয়। মেডিকেল কলেজ এখানে এটাচড্! কিছু কি করার নেই?

সংগৃহীত

Address

Kachua

Telephone

+8801823292897

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইলিশের বাড়ি চাঁদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share