AZ Sports

AZ Sports যখন যেখানেই থাকুন খেলার খবর পৌছে যাবে আপনার কাছে !!

ছেলের সাথে ব্যাট করতে পারা, জীবনের অন্যতম সেরা একটি মুহুর্ত।ঢাকার বিপক্ষে বিপিএলে এক সাথে মাঠে নামে মোহাম্মদ নবী ও তাঁর ...
11/01/2026

ছেলের সাথে ব্যাট করতে পারা, জীবনের অন্যতম সেরা একটি মুহুর্ত।
ঢাকার বিপক্ষে বিপিএলে এক সাথে মাঠে নামে মোহাম্মদ নবী ও তাঁর ছেলে ইশাখিল ❤️

বিশ্বকাপের সমীকরণে বাংলাদেশকে উপেক্ষা করার কোনো পথ খোলা নেই। 🇧🇩🏏বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলে আইসিসির সামনে তৈরি ...
11/01/2026

বিশ্বকাপের সমীকরণে বাংলাদেশকে উপেক্ষা করার কোনো পথ খোলা নেই। 🇧🇩🏏
বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলে আইসিসির সামনে তৈরি হবে বড় ধরনের আইনি ও রাজনৈতিক জটিলতা। ⚖️🌐🔥

বিপিএলে পয়েন্ট টেবিল এর বর্তমান অবস্থা 🏏
08/01/2026

বিপিএলে পয়েন্ট টেবিল এর বর্তমান অবস্থা 🏏

টিম বাসে 🎶 “লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে” 🎶গান ছেড়ে পুরো দলকে নিয়ে জমজমাট আড্ডায় মেতেছেন মুস্তাফিজুর রহমান ...
06/01/2026

টিম বাসে 🎶 “লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে” 🎶
গান ছেড়ে পুরো দলকে নিয়ে জমজমাট আড্ডায় মেতেছেন মুস্তাফিজুর রহমান 😂

আইপিএল খেলতে না পারায় মুস্তাফিজের ক্ষতি মাত্র ৯ কোটি টাকা 💸
আর বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপই না খেলতে যায়—
তাহলে নাকি এক টিকিট বিক্রি না হতেই ক্ষতি ৩০ কোটি রুপি! 😬😛

আইএল টি২০ তে ম্যাচ উইনিং নক খেলার জন্য সাকিব শিশিরের ছবি খচিত গোল্ডেন আইফোন গিফট পেলো সাকিব আল হাসান । জমজম ব্রাদার্স ইল...
04/01/2026

আইএল টি২০ তে ম্যাচ উইনিং নক খেলার জন্য সাকিব শিশিরের ছবি খচিত গোল্ডেন আইফোন গিফট পেলো সাকিব আল হাসান । জমজম ব্রাদার্স ইলেকট্রনিক্স তাদের এই গিফটি দেন ।

ভারতের উ"গ্র*বাদী হিন্দুদের জন্য মোস্তাফিজ আইপিএল খেলতে না পারলে ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করতে হবে বাংলাদেশ সরকারকে ।অন...
03/01/2026

ভারতের উ"গ্র*বাদী হিন্দুদের জন্য মোস্তাফিজ আইপিএল খেলতে না পারলে ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করতে হবে বাংলাদেশ সরকারকে ।
অন্যদিকে বাংলাদেশী চ্যানেল টি স্পোর্টস, নাগরিক টিভি যদি ম্যাচ সম্প্রচার করে তবে তাদেরও বয়কট করা হবে ।

সিলেট টাইটানসের বিপক্ষে ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচের নায়ক বনে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাত্র ১৬ বল মোকাবিলা করে ৫টি চার ও ১টি ...
02/01/2026

সিলেট টাইটানসের বিপক্ষে ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচের নায়ক বনে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাত্র ১৬ বল মোকাবিলা করে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ রান করেন তিনি, যেখানে তার স্ট্রাইক রেট ছিল দারুণ ২১২। তার এই দূর্দান্ত ইনিংসেই দলের জয় নিশ্চিত হয়। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়ে ১ লাখ টাকার পুরস্কারও জিতে নেন অভিজ্ঞ এই অলরাউন্ডার ❤️

পরিবারের সাথে তামিম ইকবাল ..❤️সাথে আছে স্ত্রী আয়েশা, ছেলে আরহাম আর মেয়ে আলীশবা ।সবাইকে নিয়ে তামিমের সুখী পরিবার 🥰
02/01/2026

পরিবারের সাথে তামিম ইকবাল ..❤️
সাথে আছে স্ত্রী আয়েশা, ছেলে আরহাম আর মেয়ে আলীশবা ।
সবাইকে নিয়ে তামিমের সুখী পরিবার 🥰

রংপুরের বিপক্ষে অসাধারণ বোলিং নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন রিপন মন্ডল। সেই পুরস্কার তিনি ভালোবাসার স্ত্রী...
02/01/2026

রংপুরের বিপক্ষে অসাধারণ বোলিং নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন রিপন মন্ডল। সেই পুরস্কার তিনি ভালোবাসার স্ত্রীকে উৎসর্গ করেন।
ম্যাচের সুপার ওভারে রিপন দেন মাত্র ৬ রান, যার ফলে ৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো বাধা ছাড়াই সহজ জয় তুলে নেয় রাজশাহী। ❤️🔥

সুপার ওভারে অসাধারণ বোলিং নৈপুণ্য দেখিয়ে ম্যাচের ভাগ্য বদলে দিলেন রিপণ মন্ডল। মাত্র ৬ রান খরচ করে রংপুরের বিপক্ষে রাজশা...
01/01/2026

সুপার ওভারে অসাধারণ বোলিং নৈপুণ্য দেখিয়ে ম্যাচের ভাগ্য বদলে দিলেন রিপণ মন্ডল। মাত্র ৬ রান খরচ করে রংপুরের বিপক্ষে রাজশাহীকে এনে দেন রোমাঞ্চকর জয়। দুর্দান্ত এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়ে জিতে নেন ১ লাখ টাকা পুরস্কার। ❤️🔥

বিপিএলের সুপার ওভারের গ্রাফিক্স ১০/১০ !!
01/01/2026

বিপিএলের সুপার ওভারের গ্রাফিক্স ১০/১০ !!

বিপিএল নিলামে দল না পেলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টে খেলার সুযোগ মিলেছে সাদমান ইসলামের। এনসিএল টি–টোয়েন্টিতে সেঞ্চুরি করা ...
28/12/2025

বিপিএল নিলামে দল না পেলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টে খেলার সুযোগ মিলেছে সাদমান ইসলামের। এনসিএল টি–টোয়েন্টিতে সেঞ্চুরি করা এই বাঁহাতি ওপেনারকে নিলামে কেউ দলে না নিলেও আসর শুরুর পর তাকে অন্তর্ভুক্ত করেছে চট্টগ্রাম রয়্যালস। এবার তাদের হয়েই বিপিএলে দেখা যাবে সাদমানকে।

Address

Mirpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when AZ Sports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share