
24/06/2025
২য় টেষ্টে বাংলাদেশের শক্তি বাড়ছে ❤️💯
গল টেস্টে জ্বরে আক্রান্ত হয়ে খেলতে পারেননি মেহেদী হাসান মিরাজ। তবে সুস্থ হয়ে উঠেছেন বাংলাদেশ দলের এই অলরাউন্ডার। সব ঠিক থাকলে কলম্বো টেস্টে একাদশে ফিরছেন তিনি।
মিরাজের ফেরা দলে বাড়তি শক্তি যোগাবে বলেই মনে করেন প্রধান কোচ ফিল সিমন্স। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মিরাজ বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার। ব্যাটে-বলে ওর উপস্থিতি দলের জন্য বড় সুবিধা। ও নিজের কাজটা তো করবেই, পাশাপাশি বাকিদেরও দায়িত্ব নিতে হবে।”
তবে মিরাজ ফিরলে গল টেস্টে ভালো করা নাঈম হাসান একাদশে জায়গা পাবেন কি না, সেই প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে সিমন্স বলেন, “উইকেট যেমনই হোক, আগে মানিয়ে নিতে হবে। নাঈম দারুণ বল করেছে। তাকে বাদ দেওয়া কঠিন হবে। দলের জন্য যেটা সেরা, সেটাই করব।”
২৫ জুন কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।