প্রবাস তথ্যকেন্দ্র

প্রবাস তথ্যকেন্দ্র প্রবাস খাতের প্রথম ডিজিটাল তথ্যকেন্দ্র । Information to awareness for safe migration.
(5)

20/07/2025

প্রবাসীদের নিয়ে বিএনপি দলীয় সাবেক এমপি পাপিয়ার মন্তব্য, আর এদিকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পরিকল্পনা? কোনটা সঠিক?
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Tarique Rahman আপনার কাছে প্রবাসীদের পক্ষ থেকে জানতে চাই, দলীয় আদর্শের বিপক্ষে অবস্থান নেয়া এমন আশিফা আশরাফি পাপিয়ারা কি বিএনপির লোক?
মিরাজ হোসেন গাজী। সচেতনতায়: প্রবাস তথ্যকেন্দ্র।

এই ধরণের কথা বলার সাহস ওনাকে কে দিয়েছে? আমি মিরাজ হোসেন গাজী বলছি, প্রবাসীদের কল্যাণে ২০১৪ সাল থেকে নিরলসভাবে কাজ করে য...
18/07/2025

এই ধরণের কথা বলার সাহস ওনাকে কে দিয়েছে? আমি মিরাজ হোসেন গাজী বলছি, প্রবাসীদের কল্যাণে ২০১৪ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই আশিফা আশরাফি পাপিয়ারা কোন দিন প্রবাসীদের জন্য কথা বলেননি! আমি চ্যালেঞ্জ করছি!

এই সাবেক এমপি'র উল্লেখিত বক্তব্যের মূল ভিডিও ফুটেজ কারো কাছে থাকলে, আমাকে সরবরাহ করে সহযোগিতা করবেন প্লিজ।

এই ধরণের কথা তিনি যদি আসলেই বলে থাকেন, তাহল প্রবাসীদের কাছে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আর ক্ষমা না চাইলে, বিএনপি থেকে বহিষ্কার করার জন্য যতো দূর যেতে হয়, আমি একজন প্রবাসী কল্যাণ কর্মী ও সাংবাদিক হিসেবে একাই যথেষ্ট, ইনশাআল্লাহ।

তবে, আগে আমাকে ও আপনাকে আমাদেরকে নিশ্চিত হতে হবে যে, আসলেই তিনি এই বক্তব্য দিয়েছেন কি না?

কারণ, প্রবাসে বাংলাদেশিদের কাজের সুযোগ ওনার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান করেছিলেন। বেগম খালেদা জিয়া প্রবাসীদের জন্য আলাদা একটি মন্ত্রণালয় "প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়" প্রতিষ্ঠা করেছিলেন। তারেক রহমানের ৩১ দফাতে প্রবাসীদের ভোটাধিকার ও কল্যাণের জন্য বিশেষ পরিকল্পনা আছে, যা এই সরকারও গ্রহণ করেছে।

আর তিনি সেই দলের একজন সাবেক এমপি হয়ে, এমন কথা বলার সাহস কোথায় পেলেন? সেই কৈফিয়ৎ তাকে দিতেই হবে।

11/07/2025

ড. ইউনূসের সরকারও সিন্ডিকেট করবে, ভুয়া কোম্পানীতে ক‍‍র্মী নিয়োগও চলতে থাকবেই? মিরাজ হোসেন গাজী৤
সচেতনতায়: প্রবাস তথ্যকেন্দ্র৤

#প্রবাসতথ্যকেন্দ্র #মালয়েশিয়ারখবর #মালয়েশিয়া #মালয়েশিয়া_নিউজ

03/07/2025

মালয়েশিয়া শ্রমবাজারে ক‍‍র্মীদের বেশি খরচের দায় শুধু সিন্ডিকেট না, সাব-এজেন্টের কারণেও বেশি খরচ হচ্ছে৤ মালয়েশিয়া সরকার চায় সিন্ডিকেট, রাজি না হলে ক‍‍র্মী পাঠানো সম্ভব হবে না৤ এমন তথ্য জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍র্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল৤ তাহলে উপায় কী?
মিরাজ হোসেন গাজী ৤ সচেতনতায়: প্রবাস তথ্যকেন্দ্র৤

02/07/2025

শুধু সিন্ডিকেটের কারণেই বিদেশ যাওয়ার খরচ বাড়ে না, মালয়েশিয়া সরকারই সিন্ডিকেট চায়: ড. আসিফ নজরুল৤

#প্রবাসবা‍র্তা

30/06/2025

মালয়েশিয়া শ্রমবাজারে এবারও সিন্ডিকেট, তাও সরকারিভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে! কাজ না পাওয়া ক‍‍র্মীরা কী করবে? মিরাজ হোসেন গাজী ৤ সচেতনতায়: প্রবাস তথ্যকেন্দ্র৤

#প্রবাসতথ্যকেন্দ্র #মিরাজহোসেনগাজী #মালয়েশিয়া #মালয়েশিয়া_নিউজ

27/06/2025

প্রবাসীরা রেমিট্যান্স পাঠাচ্ছেন বেশি বেশি, সুবিধা ও ক‍‍র্মী পাঠানো কমছে, দিশেহার রিক্রুটিং এজেন্সি মালিকরা৤ মিরাজ হোসেন গাজী৤ সচেতনতায়: প্রবাস তথ্যকেন্দ্র ৤

25/06/2025

ইশরাক হোসেনের সংবাদ সম্মেলন

জুলাই অভ্যুত্থানে দেশে আন্দোলনকারীদের সমর্থনে বিদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা প্রবাসীদের অনেকে এখনো কারাগারে। তাদের মুক...
22/06/2025

জুলাই অভ্যুত্থানে দেশে আন্দোলনকারীদের সমর্থনে বিদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা প্রবাসীদের অনেকে এখনো কারাগারে। তাদের মুক্ত করতে সরকারের কাছে লিখিতভাবে দাবি দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। কিন্তু সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিশেষ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে দৃশ্যমান কোন তৎপরতা নেই। এতে করে ক্ষুব্ধ প্রবাসী পরিবারগুলো রাস্তায় নামতে বাধ্য হয়েছে।

রবিবার প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে অবস্থান নেন তারা।

18/06/2025

মালয়েশিয়ার নতুন কলিং খুলতে সরাসরি তদারকি করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস৤ আগের অ'বৈ'ধ প্রবাসীদের কী হবে? মিরাজ হোসেন গাজী৤ সচেতনতায়: প্রবাস তথ্যকেন্দ্র৤

#মালয়েশিয়ারখবর #মিরাজহোসনগাজী #মালয়েশিয়া #প্রবাসতথ্যকেন্দ্র

16/06/2025

মিরাজ হোসেন গাজীর প্রবাস খাতের সাংবাদিকতায় দালালী নাকি সাহসী? মালয়েশিয়া প্রবাসীদের সমস্য সমাধানে কী ভূমিকা, তার কিছুটা দেখে নিন। বি. দ্র. প্রবাসী ইস্যু আমার কাছে ভিন্ন । তাই সাংবাদিকতা ও দায়িত্ব পালনের স্বচ্ছতা নিশ্চিত করতে এই ভিডিও। এরপর থেকে অন্য কোন বিষয়ের অ'প'প্রচার গুরুত্বহীন। তবে এখন থেকে কমেন্টকারীদের দলের অপকর্ম তুলে ধরবো, রাজনৈতিক ফ্যাক্ট চেক প্রতিবেদনে।

#প্রবাসী #প্রবাসতথ্যকেন্দ্র #মিরাজহোসনগাজী #মালয়েশিয়ারখবর #মালয়েশিয়া

06/06/2025

প্রবাস তথ্যকেন্দ্র
ড. ইউনূসের সরকারের প্রথম বাজেটে প্রবাসীরা কী পাচ্ছেন? নতুন বাজাটে প্রবাসীদের আশা পূরণ হবে কতটুকু৤ মিরাজ হোসেন গাজী৤ সচেতনতায়: প্রবাস তথ্যকেন্দ্র৤

#প্রবাসতথ্যকেন্দ্র #মিরাজহোসেনগাজী

Address

Kalabaga

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাস তথ্যকেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রবাস তথ্যকেন্দ্র:

Share