প্রবাস তথ্যকেন্দ্র

প্রবাস তথ্যকেন্দ্র প্রবাস খাতের প্রথম ডিজিটাল তথ্যকেন্দ্র । Information to awareness for safe migration.
(5)

04/09/2025

মালয়েশিয়ার নতুন কলিং ভিসা ও মেডিকেল শুরুর বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন৤ আপডেট তথ্য জেনে নিন বিস্তারিত৤ মিরাজ হোসেন গাজী৤ প্রবাস তথ্যকেন্দ্র মালয়েশিয়া আপডেট৤

#মিরাজহোসনগাজী

04/09/2025

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের বিশেষ অভিযানে ৭৭০ বিদেশি আ'ট'ক৤ মালয়েশিয়ায় গিয়ে ইচ্ছাকরে কোন প্রবাসী অ'বৈ'ধ হয় না৤ মিরাজ হোসেন গাজী৤ সচেতনতায়: প্রবাস তথ্যকেন্দ্র৤

'ইতালির অমীমাংসিত ভিসা আবেদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিরসনে গৃহীত পদক্ষেপসমূহ'  শিরোনামে সরকার ১১ আগস্ট ২০২৫ এই বিবৃতি ...
28/08/2025

'ইতালির অমীমাংসিত ভিসা আবেদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিরসনে গৃহীত পদক্ষেপসমূহ' শিরোনামে সরকার ১১ আগস্ট ২০২৫ এই বিবৃতি দিয়েছে। এই বিষয়ে মতামত এবং অপেক্ষমান করমী ও ভিসা প্রার্থীদের ভোগান্তি কমাতে আরো কী পদক্ষেপ নেয়া যেতে পারে?

সরকারের বিবৃতি:
ইতালি সরকার ‘ফ্লুসি ডিক্রি’ কর্মসূচির অধীনে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশসমূহ থেকে মৌসুমী ও অ-মৌসুমী খাতে কর্মী নিয়োগ করে থাকে। আট বছর বন্ধ থাকার পর ২০২২ সাল থেকে বাংলাদেশ পুনরায় এ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত হওয়ায় বাংলাদেশি নাগরিকদের জন্য ইতালিতে নতুন করে মৌসুমী কাজে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে সাম্প্রতিক সময়ে ঢাকাস্থ ইতালীয় দূতাবাসে ভিসার জন্য আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

ইতালীয় দূতাবাসে মুলতবি থাকা নুলা ওস্তা (Nulla Osta) তথা ওয়ার্ক পারমিটগুলোর দ্রুত নিষ্পত্তির বিষয়টি দুই পক্ষই গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ বছরের মে মাসের প্রথম দিকে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির সফরসহ ইতালীয় রাষ্ট্রদূত এবং সফররত ইতালীয় কর্তৃপক্ষের সাথে সকল বৈঠকে বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করা হয়েছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অমীমাংসিত ভিসা আবেদন প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রিতা নিরসনে তাদের সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

ইতালীয় দূতাবাসের তথ্যানুযায়ী, ২০২৪ সালে ইতালি সরকার Law Decree no.145 জারি করে। এর আওতায় ২২ অক্টোবর ২০২৪-এর পূর্বে ইস্যুকৃত সকল ওয়ার্ক পারমিট স্থগিত করা হয়। এই নতুন আইনের বিধান অনুযায়ী, কেবল প্রাদেশিক কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া সাপেক্ষেই ঢাকাস্থ ইতালীয় দূতাবাস ভিসা অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত নিতে পারে। ফলে স্থানীয় ইতালি দূতাবাস জমে থাকা ভিসা অনুমোদনের জন্য প্রাদেশিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে থাকে, যা সময়সাপেক্ষ। তা সত্ত্বেও, ইতোমধ্যে তারা প্রায় ৪০,০০০ মুলতবি আবেদনের মধ্যে ৮,০০০-এরও বেশি আবেদন নিষ্পত্তি করেছে। তাছাড়া, আরও প্রায় ২০,০০০ সম্ভাব্য আবেদনকারীর ওয়ার্ক পারমিট এবং এ সম্পর্কিত ভিসা প্রক্রিয়াকরণের যাচাই-বাছাইয়ের কাজ শীঘ্রই শুরু হবার কথা রয়েছে।

২০২৪ সালের ২২ অক্টোবরের পর থেকে ইস্যুকৃত ওয়ার্ক পারমিটে কোন স্থগিতাদেশ না থাকায় ২০২৫ সালের ফ্লুসি ডিক্রির আওতায় ঐ তারিখের পরে যাঁরা আবেদন করেছেন তাদের মধ্যে কয়েকশত বাংলাদেশি অভিবাসী ইতোমধ্যে ভিসা পেয়েছেন এবং আগামী মাসগুলোতে আরও অনেকে পাবেন বলে আশা করা যাচ্ছে।

এই প্রেক্ষাপটে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রোমস্থ বাংলাদেশ দূতাবাস যথাক্রমে ঢাকাস্থ ইতালীয় দূতাবাস ও ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। ফলশ্রুতিতে, ইতালি দূতাবাস ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে জনবল বৃদ্ধি করেছে। তবে, এক বা একাধিক অসাধু চক্রের মাধ্যমে জাল ওয়ার্ক পারমিট এবং নকল নথিপত্র জমা পড়ায় আবেদনগুলোর যাচাই-বাছাই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগছে বলে জানা গেছে। ইতোমধ্যে ইতালিতে এ সংক্রান্ত একাধিক ফৌজদারি তদন্তও চলমান রয়েছে।

এ প্রেক্ষিতে মনে রাখা জরুরি যে, ইতালিতে অভিবাসনের জন্য আগ্রহীদের কেবলমাত্র সরকারি কনস্যুলার ও প্রশাসনিক ফি ছাড়া অন্য কিছু পরিশোধের প্রয়োজন নেই। যাঁরা অসাধু ব্যক্তিদের কাছে উল্লিখিত ফি ছাড়াও লক্ষ লক্ষ টাকা পরিশোধ করছেন, তাঁদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, এই অর্থ ভিসা প্রক্রিয়াকে দুর্নীতির মাধ্যমে প্রভাবিত করার জন্য ব্যবহৃত হতে পারে, যার ফলে তাঁদের ভিসা বাতিল হতে পারে এবং এমনকি আইনি জটিলতাও দেখা দিতে পারে। উপরন্তু, এর ফলে সঠিক কাগজপত্র জমা দিয়েছেন বা দেবেন এমন আবেদনকারীদের কাগজপত্র বাছাই করতেও দীর্ঘ সময় লাগছে বা লাগতে পারে এবং এর দরুণ ভিসা প্রদানে বিলম্ব ঘটছে বা ঘটতে পারে।

অন্যদিকে, গত ৬ মে ২০২৫ তারিখে বাংলাদেশ ও ইতালির মধ্যে অভিবাসন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে বৈধ উপায়ে দক্ষ কর্মী প্রেরণের সুযোগ তৈরি হয়েছে এবং অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণের পথ সুগম হয়েছে। এই চুক্তি বাংলাদেশ থেকে নিয়মিতভাবে ইতালিতে উল্লেখযোগ্যসংখ্যক কর্মী প্রেরণের দ্বার উন্মোচন করবে বলে আশা করা যায়।

ইতালিতে কর্মী হিসেবে যেতে আগ্রহী অথবা ইতোমধ্যে Nulla Osta প্রাপ্ত প্রার্থীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, ভিসা প্রক্রিয়ার পরবর্তী ধাপ এবং ইতালি সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অনুগ্রহপূর্বক ধৈর্যধারণ করা অনিবার্য। এ প্রক্রিয়া একটি স্বতন্ত্র প্রশাসনিক পদ্ধতির মাধ্যমে পরিচালিত হচ্ছে, যার প্রতি আমাদের আস্থা রাখা প্রয়োজন।

যে কোন ধরনের নেতিবাচক প্রচার বা কার্যক্রম ইতালি সরকারের বিরূপ মনোভাব সৃষ্টি করতে পারে, যা বর্তমানে যাঁরা ভিসাপ্রাপ্তির অপেক্ষায় রয়েছেন বা যাঁরা ভিসার জন্য আবেদন করবেন তাঁদের আবেদন এবং ভবিষ্যতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের সম্ভাবনার উপর প্রতিকূল প্রভাব ফেলতে পারে। তাই, এ বিষয়ে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হচ্ছে।

তথ্যসূত্র:
Chief Adviser GOB

25/08/2025

মালয়েশিয়ার নতুন কলিং ও বৈধতার স‍‍র্বশেষ তথ্য, ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে এজেন্ডার বাইরে কী আলোচনা হলো? মিরাজ হোসেন গাজী৤ সচেতনতায়: প্রবাস তথ্যকেন্দ্র৤

13/08/2025

ড. ইউনূসের মালয়েশিয়া সফর: পাসপো‍র্ট ইস্যু ও নবায়ন সমস্যা সমাধানে সরকার কী কী করেছে জানালেন প্রধান উপদেষ্টা৤ প্রবাসী ও বিদেশগামী ক‍র্মীরা পাসপো‍র্ট নিয়ে এখন কোন ভোগান্তি আছে কি না? মতামত জানাতে পারেন ৤ প্রবাস তথ্যকেন্দ্র ৤

13/08/2025

ড. ইউনূসের মালয়েশিয়া সফর: নতুন কলিং ভিসা ও অবৈধদের বৈধতার দাবির স‍‍র্বশেষ

'আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার'কুয়ালালামপুর, ১২ আগস্ট ২০২৫: বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্ব...
13/08/2025

'আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার'

কুয়ালালামপুর, ১২ আগস্ট ২০২৫:
বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, 'আপনারা অর্থনীতিতে মস্ত বড় অবদান রাখছেন। আপনাদের এই অবদানের স্বীকৃতি আমাদের দিতে হবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার আমাদের নিশ্চিত করতে হবে।'

আজ মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সভায় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

প্রধান উপদেষ্টা বলেন, 'আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে চেষ্টা করেছি প্রবাসীদের সঙ্গে আলোচনা করতে, তাদের কথাগুলো শুনতে। আপনাদের অনেক অভিযোগ রয়েছে, অভিযোগ রয়েছে যা ন্যায্য। আমরা এই সমস্যাগুলো সমাধানের জন্য ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছি। জটিলতা কমানোর চেষ্টা করে যাচ্ছি।'

পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সরকারি সকল সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে 'নাগরিক সেবা বাংলাদেশ' উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

এর পাশাপাশি প্রবাসীদের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে যাতে করে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি এক প্ল্যাটফর্মে কানেক্টেড থাকতে পারেন, জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

বাংলাদেশের অর্থনীতি বিধ্বস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, 'দেশের পরিস্থিতি এখন অনেকটাই স্বস্তির জায়গায় ফিরেছে। অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আপনারা বড় অবদান রেখেছেন।'

'আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। আমি ইতোমধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছি। এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে। আশা করছি, এবার আপনাদের নতুন অভিজ্ঞতা হবে। আপনারা সবাই ভোটার হবেন, ভোট দেবেন। নির্বাচন কমিশনারের সাথে আমরা এ বিষয়ে আলোচনা করেছি। তারা প্রস্তুতি নিচ্ছেন,' তিনি যোগ করেন।

সভায় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে দূতাবাসে জনবল বাড়ানো, বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা, যারা অনিয়মিত হয়ে গেছেন তাদের নিয়মিতকরণ করা, বাণিজ্য-শিল্প ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলে প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান।

বিভিন্ন পেশা, শ্রেণি, সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিরা এ মত বিনিময় সভায় অংশ নেন।
তথ্যসূত্র: Chief Adviser GOB

12/08/2025

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিম বৈঠক শেষ যৌথ প্রেসব্রিফিং করেন৤

#প্রবাসবা‍র্তা #প্রবাসবার্তা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূস বৈঠক।  নিরাপদ শ্রম অভ...
12/08/2025

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূস বৈঠক।

নিরাপদ শ্রম অভিবাসন নিশ্চিত করতে অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সমাধান করা জরুরি।
সুপারিশগুলো হলো:

০১. সিন্ডিকেটমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ায় শ্রমবাজার চালু করা। প্রয়োজনে সমঝোতা স্মারক সংশোধন করা।
০২. আগের অনিয়মিত কর্মীদের বৈধতা দেয়া। কর্মীদের অনিয়মিত (আনডকুমেন্টেড) হওয়ার কারণ কী কী সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা।
০৩. কোটা অনুমোদনের আগে নিয়োগদাতার সক্ষমতা যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া। অর্থাৎ সাইনবোর্ড নির্ভর প্রতিষ্ঠানকে কোটা অনুমোদন না দেয়া।
০৪. কর্মী নিয়োগে স্বচ্ছতায় নিয়োগদাতা প্রতিষ্ঠান পরিদর্শনে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কল্যাণ উইংয়কে মালয়েশিয়া সরকারের সহযোগিতা নিশ্চিত করা। একই সাথে বাংলাদেশ অংশে হাইকমিশনের সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করা।

সচেতনতায়: প্রবাস তথ্যকেন্দ্র ।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূস বৈঠক। প্রবাস তথ্যকেন্...
12/08/2025

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূস বৈঠক।
প্রবাস তথ্যকেন্দ্র মালয়েশিয়া আপডেট।

11/08/2025

মালয়েশিয়ায় যেভাবে স্বাগত জানানো হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূসকে। লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। ৩ দিনের সফরে এখন মালয়েশিয়ায় ডক্টর মুহম্মদ ইউনূস।
প্রবাস বার্তা মালয়েশিয়া আপডেট।

Address

Kalabaga

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাস তথ্যকেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রবাস তথ্যকেন্দ্র:

Share