11/07/2025
গ্লোবাল সুপার লিগে নাটকীয় এক ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৮ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। তবে ম্যাচের আসল গল্পটা লিখেছেন রংপুরের ডানহাতি পেসার খালেদ আহমেদ। চাপের মুখে অসাধারণ এক স্পেল উপহার দিয়ে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান তোলে রংপুর। সৌম্য সরকার করেন ৩৫ রান, কাইল মায়ার্স অপরাজিত থাকেন ৪৪ রানে। ইনিংসের শেষভাগে ঝড় তোলেন ইফতিখার আহমেদ—মাত্র ২১ বলে ৩৪ রান করেন ২টি ছক্কা ও ২টি চারে।
জবাবে গায়ানার ব্যাটিং শুরুটা ছিল ধীর, তবে গতি পায় জনসন চার্লস (৪০) ও মঈন আলীর (২৭) ব্যাটে। এ সময় মনে হচ্ছিল গায়ানাই সহজেই ম্যাচ জিতে যাবে। কিন্তু তখনই আক্রমণে আসেন খালেদ আহমেদ।
প্রথমে শেরফান রাদারফোর্ডকে কট বিহাইন্ড করেন তিনি। এরপর ১৬.৫ ওভারে শিমরন হেটমায়ারকে ইয়াসির আলির ক্যাচে পরিণত করে ফেরান খালেদ। গায়ানার ব্যাটিং লাইনআপে তখন দেখা দেয় ভাঙন
ইনিংসের ১৯তম ওভারে খালেদ ফিরিয়ে দেন ডোয়াইন প্রিটোরিয়াস ও শামার স্প্রিঙ্গারকে টানা দুই বলে। তার বিধ্বংসী স্পেলের পরই গায়ানার ইনিংস ভেঙে পড়ে।
শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৯ রান, কিন্তু পরের ওভারের প্রথম বলেই ওমরজাই বোল্ড করে দেন ডেভিড ভিসেকে। ফলে ১৯.১ ওভারেই গুটিয়ে যায় গায়ানার ইনিংস, ম্যাচ জিতে নেয় রংপুর।
রংপুরের হয়ে শামসি ও ওমরজাই নেন ২টি করে উইকেট, তবে ম্যাচসেরা পারফরম্যান্স আসে খালেদ আহমেদের হাত থেকেই। ৪ ওভারে ৩৬ রানে তুলে নেন ৪ উইকেট। তার এই স্পেলই গায়ানার জয়-স্বপ্নে জল ঢেলে দেয়।
🏏 সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ১৬২/৫ (২০ ওভারে)
মায়ার্স ৪৪*, সৌম্য ৩৫, ইফতিখার ৩৪*
মোতি ২/২২
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১৫৪ (১৯.১ ওভারে)
চার্লস ৪০, মঈন ২৭
খালেদ আহমেদ ৪/৩৬, শামসি ২/২২
ফল: রংপুর রাইডার্স ৮ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: খালেদ আহমেদ