Daily Vlog by Sadia

Daily Vlog by Sadia Hello Everyone,
Sadia Arfin here. YT - https://www.youtube.com/
(1)

পুরুষরা যেই জায়গাটাতে সবচেয়ে বেশি যত্নে থাকে, সেই জায়গাটাকেই আগে ধ্বংস করে। আর সেটা হচ্ছে তার নিজের স্ত্রীর মন।একটা ত...
07/07/2025

পুরুষরা যেই জায়গাটাতে সবচেয়ে বেশি যত্নে থাকে, সেই জায়গাটাকেই আগে ধ্বংস করে। আর সেটা হচ্ছে তার নিজের স্ত্রীর মন।
একটা তীব্র, তীক্ষ্ণ সত্য। যে সত্যটা অজস্র সংসারের গোপন কান্না। সমাজ যেটা দেখে না, শুনে না, কিন্তু প্রতিদিন একটা একটা করে ভেঙে যায় অগণিত নারীর ভেতরটা।

সংসার চালানো আর মন বোঝা এক জিনিস না।

সংসার চালানো মানে শুধু বাজার করা, বিল দেয়া নয়।
একটা মেয়ের ভেতরের ক্লান্তি, অব্যক্ত কথা, মনের খাঁজে জমে থাকা হতাশাগুলো বুঝে ফেলা — সেটাই প্রকৃত যত্ন।

যুগ বদলেছে, মানুষ বদলেছে, চাওয়া-পাওয়াগুলোও বদলেছে।

একটা স্ত্রীকে শুধুই দায়িত্ব পালনের মেশিন মনে করলে, তার মন একদিন ধ্বংস হবেই।
শুধু বেঁচে থাকলেই তো বেঁচে থাকা হয় না।

স্ত্রীর মনটা হচ্ছে শিশুর মতো
একটা মেয়ে যখন কাউকে ভালোবেসে জীবন দেয়, তখন সে শুধু সংসার করতে চায় না — সে চায় পাশে থেকে বোঝা হোক, তার দুর্বলতাগুলো আলিঙ্গন করা হোক, আর তার কষ্টগুলো ভাগ করে নেওয়া হোক।

কিন্তু কষ্টের কথা বললেই যদি তাকে বলা হয় “তুমি ড্রামা করো”, “তুমি অতিসেন্সিটিভ”, “তুমি বোঝো না”— তখন ধীরে ধীরে সে নিঃশব্দ হয়ে যায়।

কি করা উচিত?
• শুনুন, বোঝার চেষ্টা করুন: স্ত্রী কাঁদছে মানে সে শুধু কাঁদছে না, তার একটা মন আছে যা হয়তো বলার ভাষা হারিয়ে ফেলেছে।
• সময় দিন: ফোনের স্ক্রিনে চোখ রেখে নয়, তার চোখের ভাষা পড়ার চেষ্টা করুন।
• স্বীকৃতি দিন: ছোট ছোট কৃতজ্ঞতাগুলো বলুন — “তুমি যা করো, তা আমি দেখি”, “তোমার জন্যই আমার দিনটা সহজ হয়”।

সবচেয়ে মজবুত সম্পর্কগুলো ধ্বংস হয় ‘নিরব অবহেলা’ দিয়ে।
পুরুষেরা সত্যিই যত্ন করে, কিন্তু সেই যত্ন যদি বোঝার অভাবে আঘাত হয়ে যায়, তবে স্ত্রী নামের নারীর মনটা সবচেয়ে বড় ধ্বংসস্তূপে পরিণত হয়।

জানি না সবাই বুঝবে কিনা, কিন্তু একজন স্বামী যদি একটিবার স্ত্রীর চোখে নিজের প্রতিচ্ছবি দেখে — সে বুঝবে, কতটা মনোযোগ আর মমতা চেয়েছিল সেই মনটা, যেটাকে সে নিজের ভাবত।
©️

 #মানুষ_তার_স্বপ্নের_সমান_বড়ো_হয়আপনার সন্তানকে সব সময় অভাবের কথা বলবেন না। তাকে সব সময় পজিটিভ কথা বলবেন,  মন বড় করতে শিখ...
06/07/2025

#মানুষ_তার_স্বপ্নের_সমান_বড়ো_হয়

আপনার সন্তানকে সব সময় অভাবের কথা বলবেন না। তাকে সব সময় পজিটিভ কথা বলবেন, মন বড় করতে শিখাবেন, অভাবের মাঝে তাকে আটকে রাখবেন না। তাকে মন ও মানসিকতা বড়ো হতে শেখান। তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন,দামী জিনিসপত্র কিনে দেন। এডগার এলেন পো কিংবা আইজ্যাক বশেভিস সিঙ্গারের বই জন্মদিনে গিফট করেন।

তাকে সামান্য রাখাল বালকের ব্যাংকার হওয়ার গল্প না বলে এরদোয়ান কিংবা বাইডেনের গল্প বলেন। 'মানুষ তার স্বপ্নের সমান বড়ো হয়', এই চরম সত্যটা ছোটবেলায় তার মাথায় গেঁথে দেন।

তাকে বলেন, যেকোন কাজ সন্মানের। শুধু চেয়ারে বসাই পড়ালেখার উদ্দেশ্য নয়। চিন্তার মুক্তি না হলে, পিএইচডি করেও কোন ফায়দা নেই। নিজের বিবেকের কাছে তাকে সৎ থাকার শিক্ষা দেন।

তাকে বলেন, এই দেশই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ না। পৃথিবীতে আরো অনেক বড়ো বড়ো দেশ, জাতি, মানুষ, সভ্যতা আছে। প্রচুর ভ্রমণকাহিনী পড়তে দেন। দশ, বারো বছর বয়স হলেই যেন তার ভিতর সুইজারল্যান্ডের ইন্টারলেকেন কিংবা কাশ্মীরের কোন সকাল দেখার স্পৃহা তৈরি হয়।

বাচ্চাদের অভাব শিখাবেন না। অভাবী মানুষ পৃথিবীকে কিছু দিতে পারে না। এদের জীবন কাটে ধুঁকে ধুঁকে। খরকুটোর মতো বেঁচে থাকা আসলে কোন 'জীবন' না। টাকায় দরিদ্র হওয়া কোন অপরাধ না। অপরাধ হলো, নিজের চিন্তা ভাবনাকে 'গরীব' করে রাখা।

যারা আপনার সন্তানের উচ্চাকাঙ্ক্ষাকে খাটো করে দেখে, তারা হতাশাগ্রস্ত লোক।
একদল অশিক্ষিত নিজের অপারগতা ধাকতে চায় সন্তান কে অভাব দিয়ে বড় করবো তার জিবনের ভালোর জন্য নামক ভিত্তিহিন কথা/কাজ দিয়ে।
মনে রাখবেন আপনি পারবেন আপনার সন্তানের জীবন সুন্দর / নষ্ট করতে।
তাই সাবধান এইদলের মানুষদের থেকে এবং এদের কাছ থেকে ৫০০ হাত দূরে থাকুন।

©️ সংগৃহীত

"তোমার সন্তান, তোমার দায়িত্ব। যারা যা খুশি বলুক..."তারা বলে—আমি বাড়াবাড়ি করি,বলে—আমি শিশুকে বেশি কোলে রাখি,বলে—আমি ওক...
03/07/2025

"তোমার সন্তান, তোমার দায়িত্ব। যারা যা খুশি বলুক..."

তারা বলে—আমি বাড়াবাড়ি করি,
বলে—আমি শিশুকে বেশি কোলে রাখি,
বলে—আমি ওকে সবসময় নিজের সঙ্গে জড়িয়ে রাখি।
বলে—আমি ওকে অত্যধিক নির্ভরশীল করে ফেলছি।

কিন্তু তারা ছিল কোথায়, যখন আমি রাতের অন্ধকারে বাথরুমে বসে নিঃশব্দে কেঁদেছি?
যখন বাচ্চাটি বুকের উষ্ণতা না পেলে ঘুমোত না, তখন কোথায় ছিল তারা?
যখন আমাকে প্রতিদিন ঠিক করতে হতো—নিজে খাবে, না বাচ্চার জন্য খাবার বানাবে?

তারা কিছু না জেনেই বিচার করে।
তারা আমার যন্ত্রণাগুলোকে বোঝে না, কারণ তারা কখনো আমার জায়গায় ছিল না।

হ্যাঁ, আমি ওকে কোলে রাখি—কারণ ওইটুকু শরীরের ভরই তো এখন আমার পৃথিবী।
হ্যাঁ, আমি নিজের অনেক কিছু বিসর্জন দেই—কারণ ওর একটুখানি হাসিই আমার পুরস্কার।
হ্যাঁ, আমি ঠিকঠাক ঘুমাই না—কারণ ওর নিঃশ্বাসের শব্দ আমার শান্তি।

এই শিশুটি হাওয়ায় ভেসে আসেনি—আমি তাকে বুকে বয়ে এনেছি, যন্ত্রণা সয়ে এনেছি, ভালোবেসে লালন করছি।
আমি চাই না, বাইরের কটু কথাগুলো ওর শৈশবকে বিষিয়ে দিক।

তারা বলুক আমি দুর্বল,
তারা বলুক আমি বেশি আগলে রাখি,
তারা বলুক আমি মাতৃত্বে ডুবে গেছি—
তাদের বলার অধিকার আছে, কিন্তু বোঝার নয়।

আমি মা হয়েছি কাউকে প্রমাণ করার জন্য নয়—
আমি মা হয়েছি কারণ আমার সন্তান আমাকে চোখ বন্ধ করে ভরসা করে।

যেসব মা আজও নিঃশব্দে বুকের ভেতর কান্না লুকিয়ে এগিয়ে চলেছেন—
জেনে রেখো, তুমি একা নও।
তোমার মায়া, তোমার নিঃস্বার্থ ভালোবাসা—এই দুনিয়ার সবচেয়ে বিশুদ্ধ শক্তি।

তুমি মা। তুমি অলৌকিক। তুমি অপরাজেয়।

( সংগৃহীত)

কীভাবে 'Unbothered' থাকা যায়?একটি লাইফ-চেঞ্জিং গাইডলাইন১. যতটুকু দরকার, ততটুকুই বলুন।অপ্রয়োজনীয় কথা বললে সেটা অনেক সময় ব...
30/06/2025

কীভাবে 'Unbothered' থাকা যায়?

একটি লাইফ-চেঞ্জিং গাইডলাইন

১. যতটুকু দরকার, ততটুকুই বলুন।
অপ্রয়োজনীয় কথা বললে সেটা অনেক সময় বিপদ ডেকে আনে। কম কথা বলাই বুদ্ধিমানের কাজ।

২. আপনার আবেগ যেন কখনোই আপনার বুদ্ধিকে নিয়ন্ত্রণ না করে।
আবেগ থাকা ভালো, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় মাথা ঠাণ্ডা রাখা আরও ভালো।

৩. অন্যের কাছ থেকে বেশি আশা করবেন না।
বেশি আশা করলে সেই আশা পূরণ না হলে কষ্ট বেশি হয়। তাই বাস্তববাদী হোন।

৪. কথা কম বলুন, কাজ বেশি করুন।
আপনার কাজই বলে দেবে আপনি কে—বাকিটা অতিরিক্ত।

৫. সবাইকে খুশি করতে গেলে নিজেকে হারিয়ে ফেলবেন।
১০ জন ১০ রকম কথা বলবেই। তাই নিজের পথ নিজে ঠিক করুন।

৬. যারা আপনাকে অপছন্দ করে, অনেক সময় তারাই গোপনে আপনাকে অনুসরণ করে।
তাদের নেতিবাচক কথা আপনাকে থামিয়ে দেবে না, বরং আরও শক্তিশালী করে তুলবে।

৭. "পারফেক্ট" হতেই হবে এই চাপ নিজের উপর দেবেন না।
আপনার ভুল-ত্রুটিগুলোর মাঝেও একটা আলাদা সৌন্দর্য আছে। নিজের মতো করে সুন্দর হওয়াই যথেষ্ট।

৮. নিজের সত্যিটা জানুন এবং সেটাকে শক্তভাবে ধরে রাখুন।
কে কী বলল, তাতে নয়—আপনি কে, সেটাই গুরুত্বপূর্ণ।

৯. "না" বলা শিখুন।
সব কিছুর সঙ্গে রাজি হওয়া মানেই ভালো মানুষ হওয়া নয়। নিজের সীমা জানা ও সেটার প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুব দরকার।

এই নিয়মগুলো আজ থেকেই একটু একটু করে নিজের জীবনে প্রয়োগ করুন।
দেখবেন, আপনি অনেক শান্ত, আত্মবিশ্বাসী আর ‘Unbothered’ হয়ে উঠেছেন!

©️

23/06/2025

সমস্ত ভাল সম্পর্ক শুধু ভালবাসার উপর প্রতিষ্ঠিত ❤️

যেই সম্পর্কে ভালবাসা নেই, সেই সম্পর্ক ভালো নেই।
শুধু টিকে আছে কোন এক সমজতায়।

সন্তানের জন্য  সম্পদ জমা না করে,  সন্তান কেই সম্পদ বানিয়ে যান।সন্তান কে সময় দিন, ভালবাসুন, সন্তানের সপ্ন পুরণ করুন। মনে ...
16/06/2025

সন্তানের জন্য সম্পদ জমা না করে, সন্তান কেই সম্পদ বানিয়ে যান।
সন্তান কে সময় দিন, ভালবাসুন, সন্তানের সপ্ন পুরণ করুন।
মনে রাখবেন, সুশিক্ষিত আদর্শ সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ।

ভদ্রলোকের নাম  Pratik Joshi, গতো ছয় বছর ধরে লন্ডনে থাকেন। ফ্যামিলি নিয়ে বিরাট স্বপ্ন তার।  ওয়াইফ, আর তিন বাচ্চা নিয়ে লন্...
13/06/2025

ভদ্রলোকের নাম Pratik Joshi, গতো ছয় বছর ধরে লন্ডনে থাকেন। ফ্যামিলি নিয়ে বিরাট স্বপ্ন তার। ওয়াইফ, আর তিন বাচ্চা নিয়ে লন্ডনে থাকবেন,একটা সুন্দর লাইফ হবে উনাদের। উনার ওয়াইফ আর বাচ্চাকাচ্চা ইন্ডিয়াতেই থাকে।

অনেক অপেক্ষা আর কাগজপত্র সব হয়ে যাওয়ার পর অবশেষে সেই দিন আসলো! ভদ্রলোক উড়াল দিলেন ফ্যামিলি সহ লন্ডনের উদ্দেশ্য! বিমানে উঠে ছবিটা তুললেন, রিলেটিভ দের পাঠালেন।

বিমান উড়াল দেওয়ার ৪০ সেকেন্ড এর মধ্যে বিমান দুর্ঘটনায় পড়লো! সবাই শেষ! এই ফ্যামিলির কেউ ই বেঁচে নেই!

এতো বছর ধরে 'জীবিত' স্বপ্ন অবশেষে পূরন হচ্ছিলো তাদের কিন্তু শেষ হইয়াও হইলোনা শেষ!

এই ফ্যামিলির ঘটনা টা শুনে আমার ওই যে ওই কথাটাই মাথায় আসছে, 'বড়লোক হলে এটা করবো, টাকা হলে ওটা করবো!' টাইপের স্বপ্ন গুলা কি আসলেই সবার পূরন হয়?
এই ভদ্রলোকের কথাই ধরুন, টাকা হলো, সব হলো কিন্তু লন্ডনে একসাথে আর থাকা হলো না!

কিছুই ফেলে রাখতে নেই! যখন যা মন চায়,সেটাই করার চেষ্টা করা দরকার কারন আপনি ও জানেন না কখন কি ঘটে যাবে!

সর্বসাধারনের জন্য সতর্ক বার্তা।। COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে...
08/06/2025

সর্বসাধারনের জন্য সতর্ক বার্তা।।

COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।

১। নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:

i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ।

iii). জয়েন্টে ব্যথা।
iv). মাথাব্যথা।

v). গলা ব্যথা।
vi). পিঠে ব্যথা।

vii). নিউমোনিয়া।
viii). ক্নাটকীয়ভাবে ক্ষুধা হ্রাস পেয়েছে।

২। এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণবেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।

৩। অতি অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪। তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।

* এই রূপটি তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫। COVID-Omicron XBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রে তে হালকা নিউমোনিয়া দেখা যায়।
এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে।
তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে। সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে।
এটি ব্যাখ্যা করে যেকোন COVID -Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে*

৬। যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।

এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।

* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

অনুগ্রহ করে আপনার আত্মীয়স্বজন এবং বন্ধুদের যতটা সম্ভব বলুন।

নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।

(Collected)

04/06/2025

Goto porshu Sabila Nur trauma dilo...
Gotokal Jovan...
Ar ajk Tasnia Farin...
Shuruta hoilo ki??? 😮

আমার খুব পছন্দের একজন হেনা খান 🥰হেনা ও তার সঙ্গী দেখিয়ে দিয়েছে সত্যিকারের ভালোবাসা মানে দুঃসময়ে পাশে থাকা🥹❤️হেনা যখন ক্য...
04/06/2025

আমার খুব পছন্দের একজন হেনা খান 🥰

হেনা ও তার সঙ্গী দেখিয়ে দিয়েছে সত্যিকারের ভালোবাসা মানে দুঃসময়ে পাশে থাকা🥹❤️

হেনা যখন ক্যান্সারে আক্রান্ত হয়,
এই ছেলেটি এক মুহূর্তের জন্যও তাকে ছেড়ে যায়নি।
যন্ত্রণা, কান্না, কষ্ট—সবকিছুতে ছায়ার মতো পাশে ছিল।

এটাই ভালোবাসা—আত্মার সম্পর্ক,
যেটা সবাই বুঝে না, সবাই পালনও করতে পারে না।

আল্লাহ ওদের হেফাজত করুন,
হেনাকে সুস্থতা দান করুন।

২ জনের জন্য অনেক শুভকামনা😇
মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। 🤲

চিন্তা ভাবনা ছোট যার, টাকা থাকলেও সে আর বড় হতে পারেনা।পারিবারিক ভাবে পেয়ে আসা বিষয় গুলো আসলেই জীবনের সব ক্ষেত্রেই ছাপ রে...
04/06/2025

চিন্তা ভাবনা ছোট যার, টাকা থাকলেও সে আর বড় হতে পারেনা।
পারিবারিক ভাবে পেয়ে আসা বিষয় গুলো আসলেই জীবনের সব ক্ষেত্রেই ছাপ রেখে যায়।

মানুষের লাইফ স্টাইল কেমন হবে, সেটা আমার মনে হয় তার পারিবারিক শিক্ষার উপরে নির্ভরশীল। ছোটবেলায় যে পরিবেশে মানুষ বড় হয়, সেটা তার ভেতরে পাকাপাকিভাবে একটা ছাপ রেখে যায়।

এমন অনেক ফ্যামিলি দেখা যায়, যাদের উপার্জন মাসে ১/২ লক্ষ টাকা, কিন্ত থাকেন একেবারে ঘুপচি বাসায়। ভালো একটা বাসায় থাকা উনাদের কাছে অপচয়, ভালো একটা বাসায় থাকলে যে মন-মানসিকতা ভালো থাকে- এইটা উনারা মানবেন না।

আবার এমন অনেক ফ্যামিলি আছে, যারা নিজেদের খুব সীমিত উপার্জনের মাঝেও খুব সুন্দর করে গুছিয়ে বাঁচেন। না থাকলেই নাই নাই করেনা। তাদের ঘরদোর বলেন আর লাইফস্টাইল, সবকিছুই খুব টিপটপ। (উনাদের আমার খুব ভালো লাগে)

এক বিশাল বড় সরকারি চাকরিজীবির স্ত্রীকে আমি দেখেছিলাম ডিমের মাঝে পানি মিশিয়ে ভাজতে। তাতে নাকি দুইটা ডিমেই সবার নাস্তা হয়ে যায়! জীবনে কোনদিন যাকাত- ফিতরা পর্যন্ত দেন না অথচ বিশাল বড়লোক। কাপড় কাচার সাবান দুই ভাগ করে কেটে ইউজ করেন, বুয়ারা নাকি বেশি ডলে ফেলে!

আবার আমার গৃহকর্মী স্বপ্নাকেই দেখি প্রতিদিন নিজের মেয়েদের জন্য এক লিটার করে দুধ কিনে নিয়ে আসে। আমার বাসায় বসে জ্বাল করে, ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে যায়। ওর দুই মেয়ে ঠান্ডা দুধ খেতে পছন্দ করে। কোনদিন আবার আমার থেকে মোল্ড নিয়ে আইস্ক্রিম বসায়।

স্বপ্না ঢাকায় হয়তো গৃহকর্মী, কিন্তু নিজের গ্রামে সে ভালো পরিবারের কন্যা, সেইটা তার লাইফস্টাইলেই বোঝা যায়। ওরা কোন বস্তিতেও থাকে না। আরো দুইটা পরিবারের সাথে মিলে কলাবাগান ফার্স্ট লেনে ফ্ল্যাট বাসা ভাড়া করে থাকে ৩০ হাজার টাকা দিয়ে। ৩ ফ্যামিলির ৩ রুম!
জিজ্ঞেস করলে হেসে বলে- "মেয়েটেয়ে মানুষ করতে গেলে ভালো জাইগায় থাকা লাগে আপা!" কি সুন্দর চিন্তা তাইনা। অথচ কিছু মানুষ আছে নাই নাই করে সসন্তান পরিবার কে অবহেলা করে।

লোকে ঠিকই বলে-
টাকা থাকলেই রুচি থাকে না।
টাকা থাকলেই সুখ থাকে না।
ব্যবহারে বংশের পরিচয়।
এবং পারিবারিক শিক্ষা আসলেই খুব ম্যাটার করে।

আমার নানীও বলতেন- "ভালোমন্দ খাইতে/কিনতে/পরতে আত্মা লাগে যেটা সবার হয়না। ঠিক অন্যের পাতে ভাত বাড়তেও গুর্দা লাগে!"
সত্যিই ভদ্রমহিলা মনে হয় ঠিকই বলতেন! এই আত্মা টাই অনেকের নাই।

কথায় আছে “ একটা নারীর জন্য সংসার গড়ে আবার একটা নারীর জন্য সংসার ভাঙ্গে “যাদের এইরকম মেয়েলি স্বভাব থাকে তাদের হাজার গু...
02/06/2025

কথায় আছে “ একটা নারীর জন্য সংসার গড়ে আবার একটা নারীর জন্য সংসার ভাঙ্গে “
যাদের এইরকম মেয়েলি স্বভাব থাকে তাদের হাজার গুণী সুন্দর বউ হলেও বাইরে নজর দিবেই!
এদের চরিত্র কখনও ঠিক করতে পারবেন না !!
Social media is full of fake world .
দুই চারটা পিকচার ভিডিও দিয়ে কেউ কাউকে জাজ করবেন না ।
এর জন্যই বলে না*রী*র চেহারা সুন্দর হওয়ার থেকে ভাগ্য সুন্দর হওয়া বেশি জরুরি ❤️
আল্লাহ তিথি আপুকে সাহস এবং শক্তি দিক।

ঘরে বিরিয়ানি রেখে বেটা মানুষ এলাচির পিছে কেনো যায়?
পুরুষ তো তাই ওদের মন ভরে না কোনো কিছুতে 🫢
আসলে পুরুষ মানুষ কিসে আটকায়???

Address

Kalabaga

Telephone

+8801316390208

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Vlog by Sadia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Vlog by Sadia:

Share